“সাকিব আল হাসান – আপন চোখে ভিন্ন চোখে” বইটির লেখক দেবব্রত মুখোপাধ্যায় ৷ বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে ৷ বইটির পেইজ সংখ্যা ২২৩টি ৷ বইটির দাম ৩৩৮ টাকা(অনলাইনে হার্ডকপি) ৷ সাকিব আল হাসান নামক উজ্জ্বল নক্ষত্রের সম্পর্কে অজানা কথা, বিশ্ববাসীর ধারণা, দেশের মানুষের কাছে তার অবস্থান সবই এই বইয়ের মধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন খেলোয়াড়দের সাকিবকে মূল্যায়ন বইটিকে করেছে আরো তথ্যবহুল।

বইয়ের বিবরণ
- বইঃ সাকিব আল হাসান – আপন চোখে ভিন্ন চোখে ৷
- লেখকঃ দেবব্রত মুখোপাধ্যায় ৷
- প্রকাশনীঃ ঐতিহ্য ৷
- পেইজ সংখ্যাঃ ২২৩টি ৷
- দামঃ ৩৩৮ টাকা(রকমারিতে হার্ডকপি) ৷
- প্রকাশঃ ২০১৫ সাল ৷
- ক্যাটাগরিঃ ক্রীড়া ব্যক্তিত্ব বই ৷
“সাকিবকে নিয়ে সাকিবের ঘনিষ্ঠজন, বন্ধু-শত্রু, আন্তর্জাতিক ও দেশী বিশেষজ্ঞদের আলাপচারিতা।”
সাকিব আল হাসান – আপন চোখে ভিন্ন চোখে বই রিভিউ
সাকিব আল-হাসান। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়-“দ্য ওয়ান ম্যান আর্মি”।
এছাড়াও তার রয়েছে বিশ্বের সেরা অল-রাউন্ডার হওয়ার কৃতিত্ব। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। সম্প্রতি তাঁকে নিয়ে বই লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়।
বইটিতে সাকিবকে নিয়ে লিখেছেন তাঁর মা শিরিন আখতার, বাবা মাশরুর রেজা, বোন জান্নাতুল ফেরদৌস রিতু, সহধর্মিনী উম্মে আহমেদ শিশির, বাল্যবন্ধু সৈয়দ তারিক আনাম প্রতীক, কোচ সালাউদ্দিন আহমেদ। বাদ যাননি বাংলাদেশ ও অন্যান্য ক্রিকেট দলের কোচ,
খেলোয়ার ধারাভাষ্যকারেরা। এদের মধ্যে রয়েছেন- জেমি সিডন্স, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জ্যাক ক্যালিস, আতহার আলী খান, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম. সাকলাইন মুশতাক, অ্যান্ড্রু মিলার প্রমুখ। আরও লিখেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, ফুটবল খেলোয়াড় জাহিদ হোসেন এমিলি, দাবাড়ু নিয়াজ মোরশেদ। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের পর সাকিবের মা বলেন, ‘আমি খুবই খুশি হয়েছি, সাকিবকে নিয়ে একটি বই লেখা হয়েছে।’ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম জানালেন, এশিয়া ক্রিকেট কাউন্সিলের হয়ে কাজের সুবাদে এশিয়ার নানা দেশে সাকিবকে নিয়ে আগ্রহের কথা জেনেছেন। আমিনুল বললেন, ‘চীন, কুয়েত, কোরিয়ায় গিয়েছি ক্রিকেট নিয়ে কাজ করতে। যারা ক্রিকেটেরও নাম শোনেনি, তারাও সাকিবকে চেনে।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় কোরিয়ানদের মধ্যেও সাকিবকে নিয়ে আগ্রহ টের পেয়েছেন লেখক ।’ লেখক দেবব্রত এ বইয়ের যৌক্তিকতা প্রসঙ্গে বললেন, ‘সাকিব বাংলাদেশের আইকনে পরিণত হয়েছে। এ জন্য ক্রিকেটারদের নিয়ে লেখার শুরুটা সাকিবকে দিয়েই শুরু করাই যুক্তিযুক্ত মনে করেছেন’ ৷
ক্রিকেটার সাকিব আল হাসান নিয়ে বই আপন চোখে ভিন্ন চোখে PDF দেবব্রত মুখোপাধ্যায় বই
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ ]Join Telegram Channels

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

"ঘরে বসে আয় করুণ"