Rate this post
প্রশ্নঃ রাতের মধ্যভাগ এক কথায় প্রকাশ
✅ মহানিশা/মধ্যরাত্রি ৷
রাতের মধ্যভাগ এক কথায় প্রকাশ মহানিশা/মধ্যরাত্রি ৷
আরও গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ⤵️
- অগ্রে গমন করে যে এক কথায় প্রকাশ = অগ্রগামী ।
- অকালে পক্ক হয়েছে যা এক কথায় প্রকাশ = অকালপক্ব ।
- অক্ষির সমক্ষে বর্তমান এক কথায় প্রকাশ= প্রত্যক্ষ ।
- অক্ষির অগোচরে এক কথায় প্রকাশ = পরোক্ষ ।
- অক্ষির সমীপে এক কথায় প্রকাশ = সমক্ষ ।
- অভিজ্ঞতার অভাব আছে যার এক কথায় প্রকাশ = অনভিজ্ঞ ।
- অহংকার নেই যার এক কথায় প্রকাশ = নিরহংকার ।
- অনেকের মধ্যে একজন এক কথায় প্রকাশ = অন্যতম ।
Related posts:
- প্রায় মৃত এক কথায় প্রকাশ
- সামান্য উষ্ণ এক কথায় প্রকাশ
- যিনি প্রথম পথ দেখান এক কথায় প্রকাশ
- তুলার তৈরি এক কথায় প্রকাশ
- মেঘের ধ্বনি এক কথায় প্রকাশ
- যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ
- দুইয়ের মধ্যে এক এক কথায় প্রকাশ
- নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ
- ঢাকের কাঠি বাগধারটির অর্থ কি
- সে কঠোর পরিশ্রম করে, তাই না? – এর ইংরেজি অনুবাদ