রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম | How to Order in Rokomari

5/5 - (1 vote)

রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম | How to Order in Rokomari

অনেক পাঠক-পাঠিকা আছেন, যারা অনলাইন থেকে বই অর্ডার করে পছন্দের বইটির হার্ডকপি সংগ্রহ করতে চান ৷ রকমারি বই কেনা-বেচার একটি জনপ্রিয় স্থান ৷ যেখানে দেশি-বিদেশি সকল বই পেয়ে যাবেন ৷ কিন্তু অনেকেই আছেন যারা নতুন রকমারিতে বই অর্ডার করতে চান, কিন্তু কিভাবে রকমারিতে অর্ডার করবেন যানেন না, তাদের জন্য আজকের পোষ্টটি উপকারে আসবে ৷ আজকে শিখবেন রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম A to Z..

রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম | How to Order in Rokomari

সংক্ষেপে রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম

  • প্রথমে রকমারিতে একটি একাউন্ট করে নিন নাম্বার অথবা জিমেল দিয়ে ৷
  • তারপর পছন্দের বইটি কার্টে এড করুন(Add To Cart)
  • তারপর গু টু কার্ডে ক্লিক করুণ(Go To Cart)
  • তারপর প্লেস অর্ডারে ক্লিক করুন(Place Order)
  • তারপর গো টু পেমেন্ট(Go To Payment)
  • তারপর আপনার রিচিপ করার Address দিতে হবে যেখানে বইটি রিচিপ করবেন ৷
  • পরের ধাপে পেমেন্ট মেথোড সিলেক্ত করে বইটি কনফার্ম অর্ডার(Confirm Order করতে হবে ৷

বিস্তারিতভাবে রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম A to Z(ছবিসহ)

#প্রথম ধাপঃ রকমারিতে একাউন্ট তৈরি(Sign Up/Login)

রকমারি থেকে বই অর্ডার করার জন্য প্রথমে একটি একাউন্ট তৈরি করে নিতে হয় ৷ রকমারিতে একাউন্ট বানানো একদম সহজ ৷ প্রথমে এখানে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিন ৷ একাউন্ট তৈরি করতে একটি সচল মোবাইল নাম্বার বা জিমেল দিন ৷ তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম্বার বা জিমেলে একটি ওটিপি যাবে এবং ওটিপি বসিয়ে লগিনে ক্লিক করুন ৷ এভাবে খুব সহজে একাউন্ট তৈরি হয়ে যাবে ৷

#দ্বিতীয় ধাপঃ এড টু কার্ড(Add to Cart)

এখন আপনার পছন্দের বইটি সিলেক্ট করুণ ৷ সিলেক্ট হয়ে গেলে বইটি কার্ডে এড করুন ৷ কার্ডে এড করার জন্য নিচে Add to Cart এ ক্লিক করুণ ৷

#তৃতীয় ধাপঃ গু টু কার্ট(Go To Cart)

তারপর গু টু কার্টে ক্লিক করুণ ৷ নিচের ছবির মতো করুণ

#চতুর্থ ধাপঃ প্লেস অর্ডার(Place Order)

তারপর প্লেস অর্ডারে ক্লিক করুণ ৷ এখানে আপনি একের অধিক বই কিনতে চাইলে প্লাস বাটনে ক্লিক করে বাড়িয়ে নিতে পারেন ৷ নিচের ছবির মতো দেখুন,,

#পঞ্চম ধাপঃ গু টু পেমেন্ট(Go To Payment)

তারপর গু টু পেমেন্ট অপশনটিতে ক্লিক করুণ

#ষষ্ঠ ধাপঃ কনফার্ম অর্ডার(Confirm Order)

এখানে আপনি যেখান থেকে বইটি রিসিপ করতে চান তার এড্রেস যথাযথ দিতে হবে ৷ যেমনঃ

  • Name: আপনার নাম লিখুন,
  • Mobile No: আপনার সচল মোবাইল নাম্বার,
  • Alternative Mobile No: প্রয়োজনে আরেকটি নাম্বার ব্যবহার করতে পারেন,
  • Country: বাংলাদেশ,
  • Select City: আপনার জেলা, যে জেলায় বইটি রিসিপ করবেন,
  • Select Area: আপনার থানা বা উপজেলা অর্থাৎ আপনার নিকটবর্তি এলাকা
  • তারপর আপনার ইউনিউন চাইলে ইউনিউন সিলেক্ট করুণ ৷
  • Address: তারপর আপনার এড্রেস, যেখানে এসে আপনি বইটি নিবেন অথবা ডেলিবারি মেন এখানে এসে বইটি দিবেন এমন জায়গা ৷

#সপ্তম ধাপঃ পেমেন্ট মেথোড(Payment Method)

এড্রেস দেওয়ার পর সেভ এ ক্লিক করে অটো পেমেন্ট মেথোডে নিয়ে আসবে অথবা একটু নিচে স্কৈল করলে পেমেন্ট মেথডগুলো পেয়ে যাবেন ৷ এখানে আপনি পেমেন্ট করার জন্য বিভিন্ন মাধ্যমগুলো পেয়ে যাবেন ৷ যেমনঃ ক্যাশ অন ডেলিভারি যেটি সিলেক্ট করলে বইটি হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন ৷ তাছাড়া রয়েছে বিকাশ, নগদ, রকেট এবং কার্ড সিস্টেম ৷ যেকোনো একটিতে পেমেন্ট করতে পারেন ৷ সবশেষে সবকিছু ঠিক থাকলে কনফার্ম অর্ডার(Confirm Order) এ ক্লিক করুন ৷ তারপর দুই থেকে তিনদিনের মধ্যে ডেলিভারি ম্যান পন্যটি নিয়ে আপনাকে কল দিবেন ৷

প্রিয় পাঠকবৃন্দ, আপনারা যারা রকমারি থেকে বই অর্ডার করতে চান কিন্তু রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম জানেন না, তাদের জন্য আজকের আর্টিকেলটি উপকারে আসবে ৷ আর রকমারি পন্য অর্ডার সিস্টেম মাঝে মাঝে একটু পরিবর্তন হতে পারেন, তবে আপনারা যদি একবার বিষয়টি বুজে যান তাহলে আর সমস্যা হবে না আশা করি ৷ আমাদের সাইটটিতে আপনি সকল বই পিডিএফ আকারে পেয়ে যাবেন ৷ হোমপেইজ ভিজিট করে ঘুরে আসুন ৷