বর্ণনা বা Description
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি—
বর্ণনাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস ‘ শেষের কবিতা ‘ ( ১৯২৯ ) । এটি ১৯২৮ সালে ‘ প্রবাসী ‘ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায় । তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি । এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে । ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয় । কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি । তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী । ভেঙ্গে যায় বিয়ে । কেতকীর সাথে অমিতের বিয়ে কে ভিন্নতর রূপ দান করেছে । লাবণ্য বিয়ে করে শোভনলালকে ।