ময়ূরের ডাক এক কথায় প্রকাশ

Rate this post

প্রশ্নঃ ময়ূরের ডাক এক কথায় প্রকাশ

কেকাবিস্তারিত..

ময়ূরের ডাক এক কথায় প্রকাশ কেকা ৷

আরও গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ⤵️

  • নদী যে দেশের মায়ের মত এক কথায় প্রকাশ = নদীমার্তৃক।
  • নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে এক কথায় প্রকাশ = নাবিক।
  • নিন্দার যোগ্য এক কথায় প্রকাশ = নিন্দনীয়।
  • নিন্দিত নয় এক কথায় প্রকাশ = অনিন্দিত।
  • নিন্দার যোগ্য নয় এক কথায় প্রকাশ = অনিন্দ্য।
  • নিজের চোখে দেখেছে যে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষদর্শী।
  • নৌ চলাচলের যোগ্য এক কথায় প্রকাশ = নাব্য।
  • নূপুরের ধ্বনি এক কথায় প্রকাশ = নিক্বণ।
  • নষ্ট হওয়াই স্বভাব যার এক কথায় প্রকাশ = নশ্বর।
  • নিবারণ করা কষ্টকর যা এক কথায় প্রকাশ = দুর্নিবার।