অনির্বচনীয় এক কথায় প্রকাশ

Rate this post

প্রশ্নঃ অনির্বচনীয় এক কথায় প্রকাশ

কথায় যা প্রকাশ করা যায় নাঅনির্বচনীয়

কথায় যা প্রকাশ করা যায় না অথবা কথায় বর্ণনা যায় না যা অথবা বচন বা বাক্যে প্রকাশযোগ্য নয় যা এক কথায় প্রকাশ অনির্বচনীয় ৷

আরও গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ⤵️

  • পূর্বে যা চিন্তা করা হয় নি এক কথায় প্রকাশ = অচিন্ততপূর্ব।
  • পাহাড়ী পথে উচু থেকে নিচুতে নামা এক কথায় প্রকাশ = উতরায়/উৎরায়।
  • পাহাড়ী পথে নিচু থেকে উচুতে ওঠা এক কথায় প্রকাশ = চড়াই।
  • ফল পাকলে যে গাছ মরে যায় এক কথায় প্রকাশ = ওষধি।
  • ফেলা যায় যা এক কথায় প্রকাশ = ফেলনা।
  • ফুল হতে জাত এক কথায় প্রকাশ = ফুলেল।