Rate this post
প্রশ্নঃ আকাশের তারকারাজি এক কথায় প্রকাশ
✅ তারারা ৷
আকাশের তারকারাজি এক কথায় প্রকাশ তারারা ৷
আরও গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ⤵️
- যা কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ = বন্ধুর ।
- যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় প্রকাশ = বর্ধিষ্ণু ।
- যা খুব শীতল বা উষ্ণ নয় এক কথায় প্রকাশ = নাতিশীতোষ্ণ
- যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান ।
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ = ভূতপূর্ব ।
- যা পূর্বে দেখা যায় নি এক কথায় প্রকাশ = অদৃষ্টপূর্ব
- যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ = অশ্রুতপূর্ব
- যা বলা হয় নি এক কথায় প্রকাশ = অনুক্ত
- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ = অকথ্য
- যার অন্য উপায় নেই এক কথায় প্রকাশ = অনন্যোপায় ।
- যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ = প্রত্যুৎপন্নমতি
Related posts:
- প্রায় মৃত এক কথায় প্রকাশ
- দুইয়ের মধ্যে এক এক কথায় প্রকাশ
- নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ
- রাতের মধ্যভাগ এক কথায় প্রকাশ
- হরিণের চামড়া এক কথায় প্রকাশ
- একের সঙ্গে অন্যের এক কথায় প্রকাশ
- বাঘের ডাক এক কথায় প্রকাশ
- যা কষ্টে ভেদ করা যায় এক কথায় প্রকাশ
- ময়ূরের ডাক এক কথায় প্রকাশ
- জয় করিবার ইচ্ছা এক কথায় প্রকাশ