Rate this post
প্রশ্নঃ মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় প্রকাশ
✅ মৃন্ময় ৷
মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় প্রকাশ —মৃন্ময় ৷
আরও গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ⤵️
- আমৃত্যু যুদ্ধ করে যে এক কথায় প্রকাশ – সংশপ্তক
- আরাধনার যোগ্য এক কথায় প্রকাশ – আরাধ্য
- আরম্ভ করা হয়েছে এক কথায় প্রকাশ – আরব্ধ
- আপনার রং বা বর্ণ লুকায় যে এক কথায় প্রকাশ – বর্ণচোরা
- আপনাকে যে ভুলে থাকে এক কথায় প্রকাশ – আত্মভোলা
- আপনাকে যে হত্যা করে এক কথায় প্রকাশ – আত্মঘাতী
- আকাশ ও পৃথিবী / স্বর্গ ও মর্ত্য এক কথায় প্রকাশ – ক্রন্দসী
- আকাশে যে বিচরণ করে এক কথায় প্রকাশ – নভশ্চর / নভোচারী
- আকাশে চড়ে যে এক কথায় প্রকাশ – আকাশচারী / খেচর
- আকাশে গমন করে যে এক কথায় প্রকাশ – বিহগ / বিহঙ্গ
-
মাটি দিয়ে তৈরি এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ মৃন্ময় ৷
-
তুলার দিয়ে তৈরি এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ তুলোট।
Last updated:
Related posts:
- দুইয়ের মধ্যে এক এক কথায় প্রকাশ
- নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ
- হরিণের চামড়া এক কথায় প্রকাশ
- একের সঙ্গে অন্যের এক কথায় প্রকাশ
- বাঘের ডাক এক কথায় প্রকাশ
- ময়ূরের ডাক এক কথায় প্রকাশ
- আকাশের তারকারাজি এক কথায় প্রকাশ
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ
- দান করার যোগ্য এক কথায় প্রকাশ
- যিনি গুছিয়ে কথা বলতে পারেন এক কথায় প্রকাশ