HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড pdf download

5/5 - (2 votes)

একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড pdf ডাউনলোড করার জন্য অনেকে অনেক জায়গায় খুজে থাকেন ৷ শিক্ষার্থীবৃন্দ ছাড়াও পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড পিডিএফ অনেকের প্রয়োজন হতে পারে ৷ তাই আপনারা যারা গাইড বইটির পিডিএফ খুজছেন নিচ থেকে বইটির পিডিএফ ডাউনলোড করতে পারেন ৷

আরও ডাউনলোড করুন— পৌরনীতি ও সুশাসন ১ম পত্র গাইড pdf, ইংরেজি ১মপত্র গাইড পিডিএফ, একাদশ-দ্বাদশ শ্রেণীর গণিত পিডিএফ, আইসিটি বই পিডিএফ

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড pdf download

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র থেকে কিছু অংশ একটু পড়ুন

বাংলার রূপে গুণে মুগ্ধ হয়ে অনেক কবি, সাহিত্যিক রচনা করেছেন তাদের সাহিত্যকর্ম, শিল্পি এঁকেছেন ছবি, ভূয়সী প্রশংসা করেছেন হিউয়েন সাং ও ইবনে বতুতার মত বিশ্ব পর্যটকগণ। কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন কালজয়ী গান, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।” অন্যদিকে বাংলার ধনসম্পদ আর প্রাচুর্যে মুগ্ধ হয়ে বাংলায় আগমন করেছে (বাণিজ্যিক উদ্দেশ্যে) বিভিন্ন ইউরোপীয় বণিক সংঘ। তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

এই ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক উদ্দেশ্যে আগমন করলেও মুঘল সম্রাজ্যের পতন এবং বাংলার নবাবদের আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সুযোগে প্রথমে বাংলা এবং পরে ক্রমশ সমগ্র ভারতবর্ষে তাদের রাজত্ব কায়েম করে। ভারতবর্ষে তাদের শাসনকাল ছিল অত্যাচার, নিপীড়ন আর দুঃশাসনের এক কালো অধ্যায়। এদিকে ১৮৫৭ সালে ভারত বর্ষে সংঘটিত হয় সিপাহী বিদ্রোহ। সূচনা হয় ভারতের স্বাধীনতা সংগ্রাম। এ যুদ্ধে পরাজয়ের ফলে অবসান ঘটে একশত (১৭৫৭-১৮৫৭) বছরের কোম্পানির শাসন, অন্যদিকে শুরু হয় ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন।

ভারত উপমহাদেশে সুদীর্ঘ ১৯০ বছরের (১৭৫৭-১৯৪৭) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ ধরে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হতে তৎকালীন ব্রিটিশ ভারতের জনগণকে সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। আর এসব আন্দোলন-সংগ্রামের ফসলই হচ্ছে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্র।

ব্রিটিশ সরকার তার শাসনামলে ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবিধানিক সংস্কার ও সংস্কার আইন পাস করেছে। এসব আইন পাসের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণকে ব্রিটিশ শাসনব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে সচেষ্ট হয়েছে। ব্রিটিশ শাসনামলে ভারতে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনা বিশেষ করে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার তার শাসননীতিতে পরিবর্তন আনে।

ব্রিটিশ শাসকগোষ্ঠী ভারতীয়দের আইনসভায় প্রতিনিধিত্বের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সুযোগ-সুবিধার পদক্ষেপ গ্রহণ করে। ব্রিটিশ শাসকগোষ্ঠীর এ প্রচেষ্টার পাশাপাশি ভারতীয় জনগণের মানসে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটতে থাকে এবং পরবর্তীতে তা ব্যাপক জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়।

প্রায় ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানে ১৯৪৭ সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তানও উপনিবেশিক কায়দায় দীর্ঘ ২৪ বছর (১৯৪৭-১৯৭১) পূর্ব বাংলার (পরে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে) জনগণের ওপর শোষণ, নিপীড়ন চালায়। সামাজিক বঞ্চনা, রাজনৈতিক নিপীড়ন এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের অবসান ঘটে ১৯৭১ সালের ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে।

১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করে। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ, ১৯৫৬ সালের সংবিধান, ৬ দফা কর্মসূচি, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড pdf download

প্রিয় ভিউয়ার, আপনারা যারা এইসএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র গাইড বই PDF খুজছেন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন ৷ মাঝে মাঝে বইটির পিডিএফ প্রয়োজন হতে পারে ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ অনলাইন থেকে সংগ্রহ করে এখানে লিংক দেওয়া হয়ে ৷ দরকার মনে হলে ডাউনলোড করে রেখে দিতে পারেন ৷

হার্ডকপি এবং পিডিএব

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"

বইটির পিডিএফ আশা করি কাজে লাগবে ৷ এরকম সকল শ্রেনীর সমাধান বই পেতে আমাদের সাথেই থাকুন ৷ ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ৷ ধন্যবাদ ৷

যুক্তফ্রন্ট বলতে কি বুঝায়? যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়।

১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল।