প্রশ্নঃ কান্নায় শোক কমে কোন কারক?
অথবা, কান্নায় শোক কমে কোন কারকে কোন বিভক্তি?
অথবা, কান্নায় শোক কমে কান্নায় কোন কারকে কোন বিভক্তি?
অথবা, কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক?
আরও গুরুত্বপূর্ণ কিছু কারক-বিভক্তি ⤵️
✅ অধিকরণে ৭মী ৷
কান্নায় শোক কমে কান্নায় কোন কারকে কোন বিভক্তি —অধিকরণে ৭মী ৷
আরও গুরুত্বপূর্ণ কিছু কারক-বিভক্তি ⤵️
উত্তরঃ কর্ম কারক।
উত্তরঃ জড় কর্মে ও বিধেয় কর্মে ।
উত্তরঃ কর্ম কারকে শূন্য বিভক্তি ।
বই পড়লে জ্ঞান বাড়ে এবং অজানাকে জানা যায় ৷ তাইতো লেখকগণ অক্লান্ত পরিশ্রম করে বই লিখেন ৷ বেশি বেশি বই পড়ুণ, বই কিনুন ৷
এই সাইট কখনও নিজে তৈরি করে কোনো বইয়ের পিডিএফ আপলোড করে না ৷ অনলাইনে ছড়িয়ে থাকা এবং পুরানো বইয়ের পিডিএফ গুগুলে ইনডেক্স করে মাত্র, সামর্থহীন বইপড়ুয়া পাঠক প্রেমিদের জন্য ৷ সামর্থবান পাঠকের কাছে আমাদের একটিই চাওয়া আপনারা যেকোনো বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়বেন ৷ তারপরও আমাদের কন্টেন্ট নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে অবশ্যই যোগাযোগ করার অনুরোধ রইলো ৷
Copyright © 2025 PDF Poro