প্রশ্নঃ চারা রোপনের কত দিন পূর্বে হার্ডেনিং করতে হয়?
✍️বর্ণনাঃ চারা রোপনের ১৫ দিন পূর্বে হার্ডেনিং করতে হয় ৷ হার্ডেনিং করা হয় চারা বীজতলা থেকে মূল জমিতে স্থানান্তরের সময় । প্রথমে চারা বীজতলা থেকে তুলে ছায়াস্থানে রেখে এবং মাঝে মধ্যে রোদে উন্মুক্ত করে গাছের চারাটিকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত করা হয় । গাছের চারা রোপনের পূর্বে ১০-১৫ দিনের জন্য হার্ডেনিং করতে হয় ।