বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়

Rate this post
  • ক) ২০১০ সালে
  • খ) ২০১৫ সালে
  • গ) ২০১৭ সালে
  • ঘ) ২০১৮ সালে

✅ গ) ২০১৭ সালে ৷

প্রশ্নঃ বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

✍️বর্ণনাঃ বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২০১৭ সালে ৷ ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর ২০১৭ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register- এ অন্তর্ভুক্ত করে । উল্লেখ্য , ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।