বর্ণনা বা Description
প্রশ্নঃ ভোরের পাখি কার ছদ্মনাম?
বর্ণনাঃ বিহারীলাল চক্রবর্তী ছদ্মনাম ভোরের পাখি ৷ যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা – বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে ‘ গীতিকবিতা ’ বলে । বিহারীলাল চক্রবর্তীই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা , ব্যক্তিগত আবেগ – অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ ভোরের পাখি ‘ হিসেবে আখ্যা দিয়েছেন । রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর , অকপট চন্দ্র ভাস্কর , আন্নাকালী পাকড়াশী , ষষ্ঠীচরণ দেবশর্মা , বানীবিনোদ বিদ্যাবিনোদ , শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা , দিকশূন্য ভট্টাচার্য , নবীন কিশোর শর্মন । কাজেম আল কুরায়শীর ছদ্মনাম কায়কোবাদ । সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম নবকুমার , কবিরত্ন , অশীতিপর শর্মা , ত্রিবিক্রম বর্মণ , লমগীর । উল্লেখ্য , সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের রাজা , ছন্দের জাদুকর ।
-
সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি?
উত্তরঃ নবকুমার , কবিরত্ন ৷
-
রবীন্দ্রনাথের ছদ্মনাম কি?
উত্তরঃ ভানুসিংহ ৷