পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?

Rate this post
  • আলাওল
  • দৌলত উজির বাহরাম খান
  • সৈয়দ সুলতান
  • শেখ ফয়জুল্লাহ

উত্তরঃ আলাওল ৷

বর্ণনা বা Description

প্রশ্নঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?

বর্ণনাঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল ৷ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি মহাকবি আলাওলের প্রথম রচনা ‘ পদ্মাবতী ( ১৬৪৮ ) , যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য । মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘ পদুমাবৎ ‘ অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় ‘ পদ্মাবতী কাব্য রচনা করেন । পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত । প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ । এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য । এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি “ তাম্বুল রাতুল হৈল অধর পরশে ।