Trimmer price in bd | ট্রিমার মেশিন এর দাম এবং ট্রিমার কোনটা ভালো: চুল, দাড়ি কাটার জন্য আমাদের ট্রিমারের প্রয়োজন হতে পারে ৷ বাজারে বিভিন্ন ব্রান্ডের ট্রিমার পাওয়া যায় ৷ যেমন কেমেই ট্রিমার, ফিলিপস ট্রিমার, সাওমি ইত্যাদি ৷ তবে কাজের ক্ষেত্রে এসকল ট্রিমারের আলাদা আলাদা সুবিধা রয়েছে ৷ প্রিয় বন্ধুরা, আপনারা যারা একটি ভালো মানের ট্রিমার খুজছেন কিন্তু নতুন অবস্থায় বুজে উঠতে পারছেন না যে কোন ট্রিমারটি আপনার জন্য ভালো হবে এবং কোন ট্রিমারটি আপনি কিনবেন ৷ তাই বেশি কথা বলে আপনাকে বাজারের কিছু ভালো মানের ট্রিমারের সাথে পরিচয় করিয়ে দিবো ৷ শুধু তাই নয় কোন ট্রিমারটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ৷
ট্রিমার মেশিন | Trimmer
ট্রিমার কি, ট্রিমার দিয়ে আমরা কি করে থাকি এমন প্রশ্ন অনেকেরই থাকি ৷ ট্রিমার হলো চুল, দাঁড়ি কাটার জন্য অত্যাধুনিক মেশিন, যা নিজে নিজেই বিড়িতে বসে নাপিতের কাজটি করা যায় ৷ বন্ধুরা আমরা জারা সেফ কিংবা দাঁড়ি কাটি তাদের প্রত্যেকের প্রতি সাপ্তায় না হলে একবার কাজটি করতে হয়৷ এতে করে প্রচুর টাকার প্রয়োজন হয় ৷ যা একটি ভালো ট্রিমার থাকলে বাড়তি টাকা খরচের হাত থেকে বাঁচায় ৷
বন্ধুরা, বাজারে বিভিন্ন রকম ট্রিমার মেশিন পাওয়া যায় ৷ তবে ভালো ট্রিমারের পাশাপাশি কিছু আজেবাজে ব্রান্ডেরও ট্রিমার পাওয়া যায় ৷ তাই আপনাকে ট্রিমার কিনার আগে অবশ্যই ভালো মানের ট্রিমারটি কিনতে হবে ৷ কেননা একটি ভালো মানের ট্রিমার অনেকদিন ইউজ করা যায় ৷ বন্ধুরা, বাজারে বর্তমানে যে ব্রান্ডের ট্রিমারগুলো পাওয়া যায় তা হলোঃ
১/ কেমেই/Kemei Trimmer
২/ সাওমি/ Xiaomi Trimmer
৩/ ফিলিপস/Philips Trimmer
৪/ এইচটিসি/HTC Trimmer
কেমেই ট্রিমার | kemei trimmer price in bd:
- Kemei KM-809A এর দাম অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ৷ রকমাারিতে Kemei KM-809A ট্রিমারের দাম ১৬৪৯ টাকা ৷ এই ট্রিমাারটি কেমেই ব্রান্ডের সবচেয়ে ভালো মানের ট্রিমার ৷ এটি সাধারণত সেলুনে ব্যাবহার করা হয় ৷ ইচ্ছা করলে আপনি বাসা বাড়িতেও ব্যবহার করতে পারেন ৷ চুল, দাঁড়ি সবক্ষেত্রে এটি ব্যবহার করা যায় ৷ বাচ্চাদের চুল কাটারক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন ৷ এর ব্যাটারি ব্যাকাআপ অনেক ভালো এবং লংলাষ্টিং ব্যবহারের ক্ষেত্রে এই ট্রিমারটি অনেক ভালো হবে ৷
- Kemei KM-5017 কেমেই এর এই ট্রিমারটির দাম রকমারিতে ১২৮৯ টাকা ৷
- Kemei Km 6330 এই ট্রিমারটির দাম রকমারিতে ১০২৯ টাকা ৷ এই ট্রিমারটি দিয়ে একসাথে তিনটি কাজ করতে পারবেন ৷ যেমনঃ চুল, দাঁড়ি এবং নাকের পশম কাটার জন্য ৷
- Kemei KM-3590 এই ট্রিমারটির দাম রকমারিতে ১১৩০ টাকা ৷
- Kemei KM-5018 এই ট্রিমারটির দাম ১৫৯৯ টাকা ৷
- Kemei KM-9020 এই ট্রিমারটির দাম রকমারিতে ৫১০ টাকা ৷ কেমেই ট্রিমারের মধ্যে সবচেয়ে কমদামি ৷
ফিলিপস ট্রিমার | Philips Trimmer price in bd:
ট্রিমারের মধ্যে ফিলিপস ট্রিমারের নাম ব্যবহারকারিদের কাছে অপরিচিত নয় ৷ ফিলিপস ট্রিমার কেমেই থেকে কোনো অংশ কম নয় ৷
- Philips BT1235 Cordless Trimmer এর দাম রকমারিতে ১৭৯৯ টাকা ৷ ফিলিপস ট্রিমারের দাম যেমন একটু বেশি তেমনি পন্যের গুণাগুন ও ভালো ৷ আসলে প্রোডাক্টি না কিনে এর গুণাগুণ উপলব্দি করতে পারবেন না ৷
- Philips BG1025 এই ট্রিমারটির দাম রকমারিতে ২৩৯৯ টাকা ৷
- Philips BT1230 Cordless Trimmer এই ট্রিমারটির দাম রকমারিতে ১৪২৫ টাকা ৷
- Philips BT3102 এই ট্রিমারটির দাম অনলাইনে ২২৮০ টাকা ৷
- Philips MG3730 মডেলের ট্রিমারটির দাম অনলাইনে ৪২৪৯ টাকা ৷
- Philips MG5720 ট্রিমারের এই মডেলটির দাম অনলাইনে পাবেন ৫৪৪৯ টাকা ৷
- Philips HC3520 ট্রিমারের এই মডেলটির দাম অনলাইনে ৪১৯০ টাকা ৷
সাওমি ট্রিমার | mi trimmer price in bd:
সাওমি পন্যের কথা আপনাদের নতুন ভাবে বলার দরকার নেই ৷ কেননা সাওমি প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানেনা এমন লোক খুজে পাওয়া যাবে না ৷ সাওমি মোবাইন থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন ইলেক্ট্রনিকস পন্য বাজারে সম্মানের সাথে বিক্রি করছেন ৷ সাওমি পন্য গুলো এরা খুবভালো মানের তৈরি করে থাকেন ৷ বর্তমানে অন্যান্য পন্যের নেয় চুল, দাঁড়ি কাটার জন্য সাওমি ভালো মানের একটি ট্রিমার বাজারে পাওয়া যায় ৷ আশা করি ট্রিমারটি কিনে ঠকবেন না ৷ ট্রিমারটি হলো Xiaomi MI Enchen Boost USB Electric Hair Trimmer. এই ট্রিমারটির অনলাইন মূল্য রকমারিতে ১৫৪৫ টাকা ৷চুল, দাঁড়ি বড়-ছোট করে কাটার জন্য এর সাথে একটি ক্লিপার রয়েছে ৷ একটি মাত্র ক্লিপের বড়-ছোট করার মাধ্যমে আপনি চুল, দাঁডির যেকোনো সাইজ দিতে পারেন নিশ্চিন্তে ৷ সবচেয়ে বড় কথা হলো সাওমির এই পন্য টির লংলাষ্টিং ব্যাটারি ব্যাকআপ ও পারফরমেচের কথা না বললেই নয় ৷ আপনি নির্দিধায় পন্য ব্যবহার করতে পারেন ৷
ট্রিমার কোনটা ভালোঃ
বন্ধুরা, আপনারা এতোক্ষনে জানতে পারলেন বাজারে বিভিন্ন রকম ব্রান্ডের ট্রিমারের নাম ৷ সাথে জানলেন মডেল অনুসারে কতিপয় ট্রিমারের দাম ৷ কিন্তু বন্ধুরা, এতোসেতো ট্রিমারের মধ্যে কোন ট্রিমারটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য তা আপনাকেই পছন্দ করতে হবে ৷ ট্রিমার কিনার ক্ষেত্রে যেবিষয়গুলো মাথায় রাখতে হয় তাহলোঃ
- বাজেট বান্ধব-বন্ধুরা ট্রিমার কিনতে ট্রিমারের দাম অবশ্যই আপনার বাজেটের মধ্যে থাকতে হবে ৷ কেননা, বাজারে রয়েছে বিভিন্ন বাজেটের ট্রিমার ৷ এসকল ট্রিমারের মধ্যে আপনার জন্য কোনটি বেস্ট তা বাছাই করতে হবে ৷
- ভালো ব্রান্ডঃ বাজেটের সাথে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো ব্রান্ড ৷ বাজারে বর্তমানে বিভিন্ন রকম ব্রান্ডের ট্রিমার পাওয়া যায় ৷ এসকল ব্রান্ডের মধ্যে কিছু রয়েছে জনপ্রিয় আবার কিছু রয়েছে অজানা ব্রান্ড ৷ সুতরাং একটি ভালো ব্রান্ডের ট্রিমার অন্যান্য ব্রান্ড থেকে ভালো সার্বিস দিবে ৷ তাই ট্রিমার কিনার ক্ষেত্রে আপনাকে একটি ভালো মানের ব্রান্ড বেচে নিতে হবে ৷ উন্নত ব্রান্ডগুলোর মধ্যে রয়েছে কেমেই, ফিলিপস, সাওমি ইত্যাদি ৷
- ব্যবহারক্ষেত্রঃ বন্ধুরা, ট্রিমার দিয়ে বর্তমানে বিভিন্ন কাজ করা যায় ৷ যেমনঃ দাঁড়িকাটা, চুল কাটা, নাকের পশম কাটা আরও কত কি ৷ তাছাড়া আপনি যে ট্রিমারটি কিনবেন তা দিয়ে নিজের প্রয়োজন ছাড়াকি বাচ্চাদের চুল কাটবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রিমার বাছাই করতে হবে ৷ তাছাড়াও সেলুনের জন্য ভালো মানের ট্রিমারের প্রয়োজন হয় ৷ নিজের জন্য হলে অর্থাৎ কম কাজের জন্য কম বাজেটের ট্রিমার হলেই চলে ৷ সুতরাং ব্যবহারক্ষেত্র অনুসারে আপনাকে ভালো দামি ট্রিমারটি বাছাই করতে হবে ৷
সবশেষে বলতে চাই, আপনার কাজের উপর নির্ভর করে ট্রিমারের দাম ৷ আপনি যদি অল্প কাজে নিজের জন্য শুধু ট্রিমার কিনতে চান তাহলে অল্পবাজের মধ্যে কিনলেই চলবে ৷ আর যদি নিজের পাশাপাশি ফ্যামিলিতে ছোট বাচ্চাদের চুল কাটার জন্য ট্রিমার কিনতে চান তাহলে একটি ভালো মানের , ভালো ব্রান্ডের ট্রিমারের বিকল্প নেই ৷ তাই আজেবাজে ট্রিমার না কিনে ভালো মানের দেখেশুনে ভালো ব্রান্ডের ট্রিমারটি কিনতে পারেন ৷