পদ্মজা উপন্যাস PDF ইলমা বেহরোজ এর বই | Poddoja Uponnash PDF

4.5/5 - (21 votes)

পদ্মজা উপন্যাস PDF: বইঃ পদ্মজা, লেখকঃ ইলমা বেহরোজ, প্রকাশনীঃ অন্যধারা, ক্যাটগরিঃ সমকালীন উপন্যাস ৷ প্রিয় ভিউয়ার, আপনারা যারা ইলমা বেহরোজ এর বই পদ্মজা উপন্যাসটির হার্ডকপি অর্ডার করতে চান, আপনার নিচে Buy Now বাটনে ক্লিক করে বইটি অর্ডার করতে পারেন ৷৷ তাছাড়া যারা পদ্মজা উপন্যাস পিডিএফ অনলাইনে খুজছেন আপনারা পুরো পোষ্টটি পড়ুন ৷

পদ্মজা উপন্যাস PDF ইলমা বেহরোজ এর বই | Poddoja Uponnash PDF

পদ্মজা বই বিবরণঃ

বইঃপদ্মজা
লেখকঃইলমা বেহরোজ
প্রকাশনীঃঅন্যধারা
ক্যাটাগরিঃসমকালীন উপন্যাস
প্রকাশঃ২০২৪

পদ্মজা—ইলমা বেহরোজ এর বই থেকে কিছু অংশ

পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনোমতে বলল, ‘না। যাব না।’ পর পরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করল, ‘আম্মা, আপা কি স্কুলে যাইব না?’

হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়াচোখে তাকিয়ে বললেন, ‘যাইব কি? যাবে বলবি। বল, যাবে।’

পূর্ণা মাথা নত করে বলল, ‘যাবে।’

হেমলতা বললেন, ‘তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়। বইয়ের ভাষায় কথা বলবি।’ পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হোন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত।

তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, ‘পদ্মর শরীর ভালো না। সারারাত পেটে ব্যাথায় কেঁদেছে। থাকুক, আজ ঘুমাক।’

পূর্ণার সদ্য পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কীসের ব্যাথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানাবাড়ি ছিল বলে জানত না। ভোরেই চলে এসেছে। নানাবাড়ি কাছে, হেঁটে যেতে পাঁচ মিনিটও লাগে না। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, ‘তুই যা। মাথা

নিচু করে যাবি মাথা নিচু করে আসবি। কোনো অভিযোগ যেন না শুনি।’
‘আচ্ছা আম্মা।’

পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর। কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দরভাবে না। পূর্ণার ইদানীং খুব সাজতে ইচ্ছে করে। কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিলো। আশপাশে নেই! পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। এখন হেমলতা দেখার আগে এক ছুটে বেরিয়ে যাবে।

ঘড়ির কাঁটায় সকাল দশটা বাজল। এখনো পদ্মজা ওঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন। বিশাল বড় বিছানায় পদ্মজা দুই হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফরসা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে তিনবার ফুঁ দিলেন। গুরুজনরা বলে, মায়ের নজর ভালো না। এতে সন্তানের ক্ষতি হয়। তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফুঁ দিয়ে দিলেন।

পদ্মজা উপন্যাস PDF ইলমা বেহরোজ এর বই | Poddoja Uponnash PDF

প্রিয় পাঠক-পাঠিকা আপনারা যারা পদ্মজা উপন্যাস বই PDF অনলাইনে খুজে থাকেন, আপনারা আমাদের সাথে থেকেই অপেক্ষা করুণ ৷ বইটি নতুন(২০২৪) প্রকাশ হয়েছে ৷ যার ফলের বইটির পিডিএফ এখনও অনলাইনে খুজে পাওয়া যায় নি ৷ বইটির পিডিএফ ভার্সন পাওয়া গেলে খুব শিঘ্রই এখানে শেয়ার করা হবে ৷ ততোক্ষনে বইটির হার্ড কপি নিচের BUY NOW থেকে অর্ডার করে পড়তে পারেন ৷ ধন্যবাদ সবাইকে ৷

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"