অলসতার বিরুদ্ধে লড়াই PDF মাহমুদ বিন নূর বই

Rate this post

অলসতার বিরুদ্ধে লড়াই” বইয়ের লেখক মাহমুদ বিন নূর ৷ বইটি প্রকাশিত হয়েছে রাইয়ান প্রকাশন থেকে ৷ বইটির পেইজ সংখ্যা ১৪৪টি এবং বইটির দাম ১৪৩ টাকা(অনলাইনে হার্ডকপি) ৷ এটি একটি ইসলামিক আত্মউন্নয়মূলক বই ৷ এই বইটি অলসতা নিয়ে নতুন করে ভাবতে শিখাবে ৷ অলসতার বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন সাজাতে হবে।

অলসতার বিরুদ্ধে লড়াই PDF মাহমুদ বিন নূর বই | Alosoter Biruddhe Lorai Book

বইয়ের বিবরণ

  • বইঃ অলসতার বিরুদ্ধে লড়াই ৷
  • লেখকঃ মাহমুদ বিন নূর ৷
  • প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
  • দামঃ ১৪৩ টাকা(রকমারিতে হার্ডকপি) ৷
  • ক্যাটাগরিঃ ইসলামিক আত্মউন্নমূলক বই ৷

এই বই পড়ে আমরা কি শিখতে পারবো

এই বইটি থেকে আমরা জানতে পারবো-অলসতা কী, অলসতার পরিচয়, অলসতার ধরণ, অলসতার কারণ ও উদাহরণ। শুধু তাই নয়, অলসতা কীভাবে কাজ করে, কী কী আলামত প্রকাশ করে-এ সকল বিষয় জানতে পারব এই বইটির মাধ্যমে, ইন শা আল্লাহ। এর বাইরে অলসতা দূর করার উপায়, অলসতা থেকে মুক্ত থাকার উপায়-এসব বিষয়ও জানতে পারব এই ছোট্ট পুস্তিকা থেকে।

অলসতার পরিচয়

অলসতা কী?

অলসতা বলা হয়, গড়িমসি করা, ঢিলেমি করা, নিজেকে কর্মবিমুখ রাখা।

ইমাম নববি রহি.-এর মতে অলসতা হলো-কোনো কল্যাণকর কাজে উদ্যমতা কাজ না করা।

আল্লামা তিবি রহি.-এর মতে অলসতা হলো-যে কাজে ঢিলেমি করা অনুচিত, সেই কাজেই ঢিলেমি করা। অর্থাৎ, এমন কল্যাণকর বা উপকারী কাজে ঢিলেমি করা, যা তার সক্ষমতাকে নষ্ট করে।

মোটকথা, অলসতা মানে নিজেকে ক্লান্তির সাথে মিশে দেয়া। নিজেকে কর্মবিমুখ রাখা।

অলসতা মানে নিষ্ক্রিয়তা, উদ্যমহীনতা। অলসতা মানে, করব করব বলে নিজের মস্তিষ্ককে প্রবোধ দিয়ে নিজের সক্ষমতাকে অক্ষমতায় পরিণত করা। অলসতা মানে, সাময়িক বিশ্রামের নামে দীর্ঘস্থায়ী এক কর্মবিরতি-যা তাকে কাজটি সম্পাদন করতে বাধা প্রদান করে।

অলসতা কেবলই একটি অনুভূতি মাত্র, যা তাকে কর্মবিমুখ রাখতে প্ররোচিত করে। আরামের নামে নিজের উদ্যমতা নষ্ট করে। সহজ কাজটা কঠিন রূপে হাজির করে। কঠিন কাজটা অসম্ভব বলে ধারণা দিয়ে দেয়। আর এইসব ধারণাই তার যোগ্যতা নষ্ট করে; তার প্রেরণা লুপ্ত করে।

যদি অলসতাকে কয়েক শব্দে প্রকাশ করতে বলা হয়, তাহলে বলা হবে-অলস হলো সেই ব্যক্তি, যে শ্রমবিমুখ, কর্মবিমুখ, উৎসাহ নেই, উদ্যমতা নেই, অকর্মণ্য, উদাস, অন্যমনস্ক।

আরও পড়ুন

  1. নফসের বিরুদ্ধে লড়াই(PDF)— মাহমুদ বিন নূর ৷
  2. অলসতার বিরুদ্ধে যুদ্ধ(PDF) —ড. খালিদ আবু শাদি৷
  3. অলসতা জীবনের শত্রু(PDF) — ড. খালিদ আবু শাদি৷

অলসতার বিরুদ্ধে লড়াই PDF মাহমুদ বিন নূর বই | Alosoter Biruddhe Lorai Book

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ দেখুন ]
       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"