বৌদ্ধ ধর্মের ইতিহাস pdf download | Boddha Dhormer Itihas book pdf. বৌদ্ধ ধর্মের ইতিহাস বইটির লেখক মণিকুন্তলা হালদার(Manikuntala Haldar) এবং মহাবোধি বুক এজেন্সী (Mahabodhi Book Agency) কর্তৃক প্রকাশিত ধর্মের ইতিহাস বিষয়ক বই ৷ আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
বৌদ্ধ ধর্মের ইতিহাস pdf download
বইয়ের বিবরণঃ বৌদ্ধ ধর্মের ইতিহাস
বইঃ | বৌদ্ধধর্মের ইতিহাস |
লেখকঃ | ডঃ মণিকুন্তলা হালদার (দে) |
প্রকাশনীঃ | মহাবোধি বুক এজেন্সী |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | ধর্ম বিষয় বই PDF |
বৌদ্ধ ধর্মের ইতিহাস বই pdf download
চীনের প্রায় সমস্ত লোকই বৌদ্ধ । জাপান , কোরিয়া , মাঞ্চুরিয়া , মঙ্গোলিয়া এবং সাইবিরিয়ার অধিকাংশ লোকই বৌদ্ধ । তিব্বতের সব লোক বৌদ্ধ । ভুটান , সিকিম , রামপুরবুসায়রের সব লোক বৌদ্ধ । নেপালের অর্ধেকেরও বেশি বৌদ্ধ । বর্মা , সায়াম ও আনাম অবচ্ছেদাবচ্ছেদে বৌদ্ধ । সিংহলদ্বীপে অধিকাংশ বৌদ্ধ ।
বৌদ্ধধর্ম না মানিলেও ভারতবর্ষের অধিকাংশ হিন্দুই বৌদ্ধদিগের অনেক আচার ব্যবহার গ্রহণ করিয়াছেন । ভারতবর্ষের মধ্যে এখনো অনেক জায়গায় বৌদ্ধ মত একটু বিকৃতভাবে চলিতেছে । চাটগাঁ , রাঙামাটির তো কথাই নাই । উহারা বর্মা আরাকানের শিষ্য । উড়িষ্যার গড়জাত মহলের মধ্যে অনেকগুলি রাজ্যে এখনো বৌদ্ধ মত চলে ।
তাহার মধ্যে বোধ নামক রাজ্য যে বৌদ্ধমতাবলম্বী তাহা নামেই প্রকাশ পাইতেছে । বৌদ্ধেরা এই সকল মহলে অনেকদিন প্রচ্ছন্নভাবে ছিলেন । সম্প্রতি তাঁহারা মহিমপন্থ নামে এক নূতন বৌদ্ধ মত চালাইয়াছেন ৷ বাংলায় যাহারা ধর্মঠাকুরের পূজা করে তাহারা যে বৌদ্ধ একথা এখন কেহ অস্বীকার করেন না ।৫ বিঠোবা ও বিল নারায়ণের প্রতিমূর্তি বলিয়া পূজা হয় , কিন্তু এই দুই দেবতার ভক্তেরা আপনাদিগকে বৌদ্ধ বৈষ্ণব বলিয়া পরিচয় দিয়া থাকে ।
বাঙালিদের মধ্যে যে তন্ত্রশাস্ত্র চলিতেছে তাহাতে বৌদ্ধধর্মের গন্ধ ভরভর করে । যাহারা বলেন ৫ ম মহাশূন্যে তারা ও ৬ ষ্ঠ মহাশূন্যে কালিকা , তাঁহারা বৌদ্ধ ভিন্ন আর – কিছুই নহেন কারণ কোনো হিন্দু কখনো শূন্যবাদী হন নাই , হইবেন না ও ছিলেন না । এককালে বৌদ্ধধর্মের প্রভাব আরো বিস্তার হইয়াছিল । তুর্কিস্তান এককালে বৌদ্ধধর্মের আকর ছিল । সেখান হইতে সাময়েদরাড এবং তুর্কিস্তানের পশ্চিমের লোকেরা বৌদ্ধধর্ম পাইয়াছিল ।
পারস্য এককালে বৌদ্ধধর্মপ্রধান ছিল । আফগানিস্তান ও বেলুচিস্তান পুরাই বৌদ্ধ ছিল । পারস্যের পশ্চিমে বৌদ্ধধর্মের প্রভাব নিতান্ত কম ছিল না । কারণ রোমান কাথলিকদিগের অনেক আচার ব্যবহার , রীতিনীতি , পূজা – পদ্ধতি , বৌদ্ধদেরই মতো । রোমান কাথলিকদের মধ্যে দুইজন ‘ সেন্ট ’ বা মহাপুরুষ আছেন , তাঁহাদের নাম ‘ বারলাম ’ ও ‘ জোসেফ্ট’৭ । অনেক পণ্ডিত স্থির করিয়াছেন যে , এই দুইটি শব্দ বৌদ্ধ ও বোধিসত্ত্ব শব্দের রূপান্তরমাত্র ।
Download Now Boddha Dhormer Itihas book pdf
-
বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ গৌতম বুদ্ধ ৷
-
বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কে?
উত্তরঃ অশোক ৷
-
বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের নাম কি?
উত্তরঃ প্যাগোডা ৷