একাদশ শ্রেণির ICT বই PDF ডাউনলোড (সেরা বইগুলো)

5/5 - (1 vote)

একাদশ শ্রেণির ICT বই খুঁজছেন? এখানে সেরা এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, ICT নোটস, গাইড ও সহায়ক বইয়ের নির্ভরযোগ্য রিভিউ একসাথে পাবেন। বোর্ড পরীক্ষার প্রস্তুতি, সৃজনশীল প্রশ্ন, প্রোগ্রামিং, HTML ও সহজ নোটস—সব মিলিয়ে অনলাইনে কিনতে বা PDF ডাউনলোডের আগে সঠিক বই বেছে নিতে এই পোস্টটি আপনার জন্যই।

একাদশ শ্রেণির ICT বই PDF ডাউনলোড

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক বই – জেনারেল ও আলিম (মাহবুবুর রহমানের ICT বই)

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছে একাদশ শ্রেণির ICT বই মানেই একটু ভয়, একটু কৌতূহল—আর সঠিক গাইড না পেলে পুরো বিষয়টাই জটিল লাগে। এই কারণে মাহবুবুর রহমানের লেখা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক বই – জেনারেল ও আলিম” শিক্ষার্থীদের জন্য উপযুক্ত হবে। সহজ ভাষা, বাস্তব উদাহরণ আর পরীক্ষাভিত্তিক উপস্থাপনায় বইটি পড়লে মনে হয়—“আরে, ICT তো এত কঠিন না!”

বাংলা ভাষায় আইসিটি লেখালেখির অগ্রদূত মাহবুবুর রহমানের অভিজ্ঞতা বইয়ের পাতায় পাতায় টের পাওয়া যায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত সিলেবাস অনুযায়ী লেখা এই বইটি শুধু মুখস্থের জন্য নয়; বরং সৃজনশীল প্রশ্ন বোঝা, দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আর বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট—সবকিছু একসাথে তুলে ধরেছে।

এই বইয়ের বড় শক্তি হলো বোর্ড প্রশ্ন ও নামকরা কলেজের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ। কোন টপিক থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে—সেটা আগেভাগেই দেখানো হয়েছে । তাই পরীক্ষার আগে “কি পড়বো, কিভাবে পড়বো” এই টেনশন অনেকটাই কমে যায়। তাই মাহবুবুর রহমানের ICT বই PDF অথবা হার্ডকপি পেতে পড়ুন ৷

২. অক্ষরপত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অক্ষরপত্র প্রকাশনী ict বই)

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছে একাদশ শ্রেণির ICT বই মানেই শুধু থিওরি নয়—সাথে প্রোগ্রামিং, লজিক আর বাস্তব প্রয়োগ। এই তিনটা জিনিস একসাথে, গুছিয়ে ও সহজভাবে পেতে চাইলে অক্ষরপত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি সত্যিই আলাদা করে নজরে পড়ে। প্রথম পাতা খুললেই বোঝা যায়, বইটা লেখা হয়েছে “বোঝানোর জন্য”, শুধু পড়ানোর জন্য না।

লেখক মাসুদ রানার লেখার স্টাইলটা একদম মানুষের মতো—ক্লাসে স্যার বোঝাচ্ছেন, এমন ফিল। প্রতিটি অধ্যায় পাঠভিত্তিক, শিখনফলের আলোকে সাজানো, তাই পড়তে গিয়ে মাথা ঘোরে না। HTML প্রোগ্রামিং, ওয়েবপেইজ ডিজাইন, হাইপারলিংক, টেবিল, ইমেজ, অডিও–ভিডিও—সবকিছু উদাহরণসহ দেখানো হয়েছে। এক কথায়, যারা ওয়েব আর কোডিংয়ে নতুন, তাদের জন্য বইটা যেন হাত ধরে হাঁটানো।

এই একাদশ শ্রেণির ICT বই-এর বড় শক্তি হলো প্রোগ্রামিং অংশ। C ভাষার প্রতিটি প্রোগ্রাম অ্যালগরিদম, ফ্লোচার্ট আর লাইন-বাই-লাইন ব্যাখ্যাসহ দেওয়া—যেটা অনেক বইতেই থাকে না। একই প্রোগ্রাম বিভিন্ন লুপ দিয়ে দেখানো হয়েছে, ফলে কনসেপ্টটা ক্লিয়ার হয়। সাথে SQLite ডাটাবেজের ব্যবহার—এইচএসসি লেভেলে যা বেশ অ্যাডভান্স ধরা যায়।

পরীক্ষার প্রস্তুতির দিক থেকেও বইটা একদম জম্পেশ। “মনে রাখো” অংশে বোর্ড ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্য টপিকভিত্তিক দেওয়া আছে। বিগত বছরের বোর্ড প্রশ্ন আর ভর্তি পরীক্ষার প্রশ্ন-উত্তর যুক্ত থাকায় শেষ সময়ে রিভিশন দিতে বেশ সুবিধা। উপরন্তু, মোবাইল অ্যাপের ভিডিও টিউটোরিয়াল আর প্রেজেন্টেশন—এই জিনিসগুলো পড়াশোনাকে আরও সহজ করে।

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান)

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির ICT বই মানেই এমন একটা বই দরকার, যেটা পড়লে ভয় না পেয়ে বরং বারবার পড়ায় আগ্রহ বাড়ে। প্রকৌশলী মুজিবুর রহমানের লেখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি ঠিক সেই কাজটাই করে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত সিলেবাস অনুসরণ করে লেখা এই বইটি একদম গোছানো, পরিষ্কার আর ছাত্রবান্ধব।

এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো ভাষা। কঠিন টেকনিক্যাল বিষয়গুলো খুব সহজ বাংলায় বোঝানো হয়েছে, যাতে গ্রাম-শহর যেখানেই পড়ো না কেন—বুঝতে সমস্যা না হয়। প্রয়োজন অনুযায়ী বাংলা শব্দের সাথে প্রচলিত ইংরেজি টার্ম ব্যবহার করায় কনসেপ্ট ধরতে সুবিধা হয়। “এইটা তো জানা ছিল!”—এমন ফিলিং বারবার আসবে।

প্রতিটি অধ্যায়ে পর্যাপ্ত চিত্র ও বাস্তব উদাহরণ থাকায় পড়তে একঘেয়ে লাগে না। যারা বই দেখে পড়তে ভালোবাসে, তাদের জন্য এটা বড় প্লাস পয়েন্ট। আর যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা প্রতিনিয়ত আপডেট হয়, তাই বইটিতেও নিয়মিত নতুন তথ্য যোগ করার চেষ্টা করা হয়েছে—এটা সত্যিই প্রশংসার যোগ্য।

৪. কিউএনএ এইচএসসি আইসিটি নোটস

এই নোটস বইয়ের স্টাইল একদম সোজাসাপ্টা। প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক ট্র্যাডিশনাল প্রশ্ন–উত্তর ফরম্যাটে সাজানো, যাতে মুখস্ত করলেও কনসেপ্টটা মাথায় থাকে। “প্রশ্নটা কী চায়”—এই জায়গাটাই যেখানে বেশি স্টুডেন্ট আটকায়, সেখানে বইটা বেশ হেল্পফুল। লজিক গেইট বা প্রোগ্রামিং অংশে অযথা ঘুরপাক নেই—যেটুকু পরীক্ষায় লাগে, সেটুকুই পরিষ্কার করে দেওয়া।

এই একাদশ শ্রেণির ICT বই (আসলে নোটস) মূল বইয়ের বিকল্প না, বরং বেস্ট সাপ্লিমেন্ট। মেইন বই পড়ে যারা কনফিউজড হয়ে যায়, তারা এই নোটস পড়লে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়। অধ্যায়ের শেষে সৃজনশীল প্রশ্ন থাকায় বোর্ড প্রশ্নের প্যাটার্ন ধরতেও সুবিধা হয়।

সোজা কথা, যারা কম সময়ে বেশি নম্বর তুলতে চাও, আর ICT নিয়ে অযথা প্যারা নিতে চাও না—তাদের জন্য কিউএনএ এইচএসসি আইসিটি নোটস একটা লাইফ সেভার। অনলাইনে কিনো বা PDF ডাউনলোড করো—মেইন বইয়ের সাথে এই নোটস রাখলে ICT আর ভয়ের বিষয় থাকবে না, এইটাই আসল

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকাশ কুমার দাস, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান)

যারা একাদশ শ্রেণির ICT বই পড়ে বুঝতে পারেন, কিন্তু সৃজনশীল আর গাণিতিক প্রশ্নে গিয়ে আটকে যান—এই বইটা ঠিক তাদের জন্য। প্রকাশ কুমার দাস ও ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি মূলত NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনীর সব সৃজনশীল ও সেটভিত্তিক প্রশ্নের ফুল সলিউশন নিয়ে তৈরি। মানে, “কীভাবে উত্তর লিখলে নম্বর আসবে”—এই জায়গাটাই একদম ক্লিয়ার।

প্রকাশ কুমার দাস একজন অভিজ্ঞ শিক্ষকই নন, তিনি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন—সব কিছুর সাথেই সরাসরি যুক্ত। তাই বইয়ের সমাধানগুলো পড়ে মনে হয়, এগুলো একদম পরীক্ষক-মাইন্ডসেট থেকে লেখা। ধাপে ধাপে ব্যাখ্যা, যুক্তি ধরে ধরে সমাধান—সবকিছু এমনভাবে সাজানো যে মুখস্ত না করেও বোঝা যায়।

এই একাদশ শ্রেণির ICT বই মূল বইয়ের বিকল্প না, বরং পারফেক্ট গাইড। মেইন বই পড়ে কনসেপ্ট নিলে, এই বই দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষার হলের ভয় অনেকটাই কেটে যায়। বিশেষ করে সৃজনশীল প্রশ্নে যারা “কোথা থেকে শুরু করবো” বুঝতে পারে না, তাদের জন্য এটা সত্যি কাজে দেয়।

সবশেষে

সবশেষে বলি—একাদশ শ্রেণির ICT বই হোক বা এইচএসসি আইসিটি নোটস, ভালো ফলের জন্য একটাই নিয়ম: মেইন বইয়ের সাথে সঠিক সহায়ক বই বাছাই। এই পোস্টে দেওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইগুলোর যেকোনোটি বেছে নিলে প্রস্তুতি হবে গুছানো, কনসেপ্ট হবে পরিষ্কার, আর পরীক্ষার হলে আত্মবিশ্বাস থাকবে একদম টাইট। এখন সিদ্ধান্ত আপনার—অনলাইনে কিনুন বা PDF ডাউনলোড করুন, শুরুটা আজই করলে ফলটা নিজেই কথা বলবে।

একাদশ শ্রেণির ICT বই PDF ডাউনলোড (সাথে অর্ডার করুণ হার্ডকপি)

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার