মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

Rate this post
  • ক) সিরিয়া
  • খ) মরক্কো
  • গ) ইরাক
  • ঘ) লেবানন

✅ গ) ইরাক ৷

প্রশ্নঃ মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

✍️বর্ণনাঃ মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক ৷ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা । গ্রিক ভাষায় ‘ মেসোপটেমীয় ’ অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল । খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ইরাকের টাইগ্রিস ( দজলা ) ও ইউফ্রেটিস ( ফোরাত ) নদীর উর্বর তীরাঞ্চলে এ সভ্যতার বিকাশ ঘটে । আধুনিক তুরস্ক , সিরিয়া , ইরান , ইরাক ও কুয়েত এ সভ্যতার অংশ ছিল । তবে এ সভ্যতার বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত ।

Last updated: