বর্ণনা বা Description
প্রশ্নঃ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ? What is the name of the disputed island between Japan and Russia?
বর্ণনাঃ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কুড়িল দ্বীপপুঞ্জ ৷ ১৮৭৫ সালে সোভিয়েত ইউনিয়ন ও জাপানের মধ্যে সেন্ট পিটার্সবার্গ চুক্তির ফলে শাখালীন দ্বীপের ওপর রাশিয়া এবং কুরিল দ্বীপের ওপর জাপানের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয় । কিন্তু ১৯০৪-০৫ সালে রুশ – জাপান যুদ্ধের ফলে জাপানিরা রুশ নিয়ন্ত্রিত শাখালিন দ্বীপপুঞ্জ দখল করে নিলে সমস্যার সূত্রপাত হয় । এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ( রাশিয়া ) জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শাখালিন ও কুড়িল দ্বীপপুঞ্জ জাপানের নিকট থেকে পুনরায় দখল করে নেয় । ১৯৯০ সালের দিকে জাপান কুড়িল ও শাখালিন দ্বীপপুঞ্জের ওপর মালিকানা দাবি করলে নতুন করে আবার বিরোধ শুরু হয় ৷
-
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি
উত্তরঃ ৩৮তম অক্ষরেখা ৷
-
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ প্যারিস শান্তি চুক্তি ৷
Last updated: