প্রশ্নঃ বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
Question: What is the total number of national title freedom fighters in Bangladesh?
✍️বর্ণনাঃ বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৭৬ জন ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর , ১৯৭৩ সালে মোট ৬৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয় । এর মধ্যে বীরশ্রেষ্ঠ ( ৭ জন ) , বীর উত্তম ( ৬৮ জন ) , বীর বিক্রম ( ১৭৫ জন ) ও বীর প্রতীক ( ৪২৬ জন ) ।