প্রশ্নঃ বীজ কেনার সময় কোন রংয়ের ট্যাগ দেখে বুঝা যাবে যে, এটা প্রত্যায়িত বীজ?
Question: When buying seeds, what color tag will tell you that it is certified seed?
✍️বর্ণনাঃ বীজ কেনার সময় নীল রংয়ের ট্যাগ দেখে বুঝা যাবে যে, এটা প্রত্যায়িত বীজ ৷ বীজ বিধি ১৯৯৮ এর ৯ ধারা অনুযায়ী বীজের মানের উপর ভিত্তি করে বাংলাদেশে বর্তমানে চার ধরনের বীজ বিদ্যমান আছে । ২ ) ভিত্তি বীজ , এটি চেনার জন্য বীজ ট্যাগ ‘ ১ ) মৌল বীজ : এটি চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক ‘ সবুজ রঙের প্রত্যয়ন ট্যাগ ‘ সংযুক্ত করে দেওয়া হয় । এটি চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক ‘ সাদা রঙের প্রত্যয়ন সংযুক্ত করে দেওয়া হয় । ৩ ) প্রত্যায়িত বীজ : এটি চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক ‘ নীল রঙের প্রত্যয়ন ট্যাগ ’ সংযুক্ত করে দেওয়া হয় । ৪ ) মান ঘোষিত বীজ : এটি চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক ‘ হলুদ রঙের প্রত্যয়ন ট্যাগ ‘ সংযুক্ত করে দেওয়া হয় ।
Last updated: