প্রশ্নঃ কবর নাটকের রচয়িতা কে?
Question: Who is the author of the play “Kabar”?
✍️বর্ণনাঃ কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী ৷ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক ‘ কবর ‘ ( ১৯৬৬ ) । মুনীর চৌধুরী ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার কারণে ১৯৫২-৫৪ সাল পর্যন্ত কারাভোগ করেন । বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead ( ১৯৩৬ ) নাটকের অনুসরণে এদেশিয় ঘটনাকে কেন্দ্র করে ‘ কবর ‘ নাটকটি রচনা করেন । আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
Last updated: