বর্ণনা বা Description
প্রশ্নঃ আল্ট্রা ভায়োলেট রশ্মি নিম্নের কোন রোগ সৃষ্টি করে?
বর্ণনাঃ আল্ট্রা ভায়োলেট রশ্মি চর্ম ক্যান্সার রোগ সৃষ্টি করে ৷ অতিবেগুনি রশ্মি ( আল্ট্রাভায়োলেট রে ) এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ , যার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড় । এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ১০০-৪০০ ন্যানো মিটার এবং শক্তি ৩ ইলেক্ট্রন ভোল্ট থেকে ১২৪ ইলেক্ট্রন ভোল্ট । আল্ট্রাভায়োলেট রশ্মির উৎস সূর্য । এটি সরাসরি ত্বকের ওপর পড়লে ত্বকে ক্যান্সারসহ নানা রকম রোগ সৃষ্টি করে ।
-
ফিজিওথেরাপি কোন রশ্মি ব্যবহৃত হয়?
উত্তরঃ আইআর রশ্মি ৷
-
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
উত্তরঃ মৃদু রঞ্জন রশ্মি ৷