আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন সবাই? আপনারা অনেকেই কোরআন শরীফের পিক অনলাইনে খুজে থাকেন ৷ কুরআন মাজিদ আল্লাহর বাণী এবং সর্বশেষ আসমানী কিতাব ৷ আজকে ২৪টির বেশি HD Quality কোরআন শরীফ এর ছবি | কুরআন শরীফ পিক | quran sharif pic 2022 দেখবেন ৷ আশা করি ভালো লাগবে ৷ এরকম নিত্যনতুন কিছু পেতে আমাদের সাথেই থাকুন ৷
কোরআন শরীফ এর ছবি | quran sharif pic 2022
২০২২ সালের সেরা কোরআন শরীফ এর ছবি ৷ আপনারা যারা কুরআনের পিক, ইমেজ অনলাইনে খুজে থাকেন, তারা আজকে সঠিক জায়গায় এসেছেন ৷ সম্পূর্ণ নতুন আল কোরআনের ছবি ৷
মানুষের ওপর আল্লাহ তাআলার মহৎ অনুগ্রহের একটি বিশেষ দিক হলো তিনি মানুষকে কল্যাণ এবং সৎ পথে চলার জন্য শুধু তাদের মাঝে বিদ্যমানসুস্থ বিবেকের ওপরই ছেড়ে দেননি । বরং যুগে – যুগে কিতাব দিয়ে রাসুলদেরকে প্রেরণ করেছেন । যারা মানবজাতিকে এক আল্লাহর দাসত্বের দিকে আহবান করেছেন । প্রমাণ দায়ের করার জন্য মানুষদেরকে তারা সসংবাদ এবং ভীতি প্রদর্শন করেছেন । মানব সভ্যতার ক্রমবিকাশে যুগ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আসমানি গ্রন্থগুলোকে নাযিল করা হয়েছে । প্রত্যেক নবি রাসুল তার সমসাময়িক সমস্যাবলির নিরেট সমাধান নিয়ে আগমন করেছেন । এভাবে তাদের সময়কাল পরিপূর্ণ হয়ে যায় ।
কুরআন শরীফ পিক | al quran pic
কোরআন শরীফ ছবি | quran pic
Also Link: 13+ HD Quality pic কুরআন শরীফ পিক নতুন
আরও দেখুনঃ
1. জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম | দেখুন |
2. ত দিয়ে মেয়েদের ইসলামিক নাম | দেখুন |
3. স দিয়ে মেয়েদের ইসলামিক নাম | দেখুন |
4. পাঞ্জাবি ডিজাইন ছবি | দেখুন |
5. ইসলামিক বেবি পিক | দেখুন |
কুরআনে কারিম ইসলামের চিরন্তন একটি মুজিজা । জ্ঞান বিজ্ঞান যত উন্নত ও সমৃদ্ধ হচ্ছে কুরআনে কারিম মুজিজায় তত সুদৃঢ় হতে হচ্ছে । এই কুরআন মহা ঐশী গ্রন্থকে আল্লাহ তাআলা আমাদের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণকে করে মানুষকে ঘোরঅন্ধকারসমূহ থেকে বের করে একটি আলোর দিকে বের করে এনেছেন । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গী – সাথীদের নিকট কুরআনের আলো পৌঁছে দিয়েছেন । তারা যেহেতু মূল আরব্য বংশভূত ছিলেন তাই তারা তাদের স্বভাব প্রকৃতি দ্বারাই কুরআন বুঝতে পারতেন । কোনো আয়াতের অর্থ তাদের কাছে দুর্বোধ্য মনেহলে তারা সাথে সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে এসে জিজ্ঞাসা করতেন ।
1. কোরআন শব্দের অর্থ কি?
কুরআন শব্দের উৎপত্তি ক্বারউন নামক শব্দ থেকে যার অর্থ পঠিত, যা অধিক পাঠ করা হয়, অন্য অর্থ মিলিত। সারা বিশ্বের মুসলমানগণ কুরআন অধিক পরিমাণে তিলাওয়াত করেন তাই এর নামের অর্থ পঠিত। কুরআনে আল্লাহ্ জ্ঞান-বিজ্ঞানের যাবতীয় বিষয় একত্রিত করেছেন, তাই এর নামের অর্থ মিলিত।
2. কোরআনের পিকগুলো কি HD Quality?
হা কোরআন মজিদের সবগুলো পিক এইচডি কোয়ালিটি ৷ কোরআনের পিকগুলো আপনি ওয়ালপেপার হিসেবে, প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন ৷
Last updated: