বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি

Rate this post

বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি ? প্রিয় ভিউয়ার অনলাইনে খুজে থাকেন যে, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি ৷ অনেকেই বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি, তার সঠিক উত্তর জানে না কিংবা খুঁজে পান না ৷ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি B.C.S সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় এসে থাকে ৷ প্রশ্নটির সঠিক উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

উত্তরঃ যশোর

যশোর জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা বলা হয়
  • যশোরের দুঃখ বা মরণফাঁদ হিসেবে পরিচিত ভবদহ বিল ৷
  • দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড বলা হয় কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালীকে ৷
  • বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর সিলেটকে বলা হয় ৷
  • বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কম্পিউটার জগৎ ৷
  • প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম মার্ক-১ ৷

1. যশোরের দুঃখ বলা হয় কোনটিকে?

উত্তরঃ ভবদহ বিল

উত্তরঃ মহেশখালীকে

উত্তরঃ সিলেট ।

উত্তরঃ মার্ক-১

উত্তরঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস ।