তিব্বে নববী ইবনুল কাইয়ুম PDF রাসুলুল্লাহ (স:) এর চিকিৎসা বিধান

Rate this post

রাসুলুল্লাহ (স:) এর চিকিৎসা বিধান তিব্বে নববী আল্লামা ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.) এর লেখা বইটির হার্ডকপি এবং পিডিএফ অনেকেই খুজে থাকেন ৷ রাসূল (সাঃ) নিজের ওষুধ এবং অন্যদের রোগের চিকিৎসা যে পদ্ধতিতে তিনি করেছেন, সেই চিকিৎসার দিক-নির্দেশনা সম্পর্কিত কয়েকটি উপকারী বিষয় এখানে রয়েছে। অনেক চিকিৎসকের জ্ঞান যেখানে পৌঁছতে ব্যর্থ, সে সমস্ত কৌশল ও প্রজ্ঞার কথা এই কিতাবে তুলে ধরা হয়েছে ৷

তিব্বে নববী ইবনুল কাইয়ুম PDF

স্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষা

স্বাস্থ্য দয়াময় আল্লাহ তা’আলার দেওয়া একটি বিশেষ ও অনেক বড় নিয়ামত। আল্লাহর দেওয়া এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য্য কর্তব্য। কুদরতের বিধান হল এই যে, কোন নিয়ামতের প্রতি অমর্যাদা ও অবজ্ঞা প্রদর্শন শুধু এই নিয়ামত ছিনিয়ে নেওয়ারই কারণ হয় না; বরং নিয়ামতের অকৃতজ্ঞতা ও অস্বীকার আল্লাহর গজব ডেকে আনারও কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং স্বীয় স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা এবং স্বাস্থ্য রক্ষার মৌলিক নীতিমালাসমূহ মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য বিশেষ কর্তব্যের অন্তর্ভুক্ত।

রাসুলুল্লাহ (স:) এর চিকিৎসা বিধান

আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার সার্বিক উৎকর্ষ সাধনের জন্য প্রেরিত হয়েছেন। রূহানী চিকিৎসার পাশাপাশি রাহমাতুল্লিল আলামীন হিসাবে তিনি উম্মতের দৈহিক চিকিৎসার ক্ষেত্রেও যেসব তথ্য দিয়ে গেছেন, আজ জ্ঞান-বিজ্ঞানের চরম উন্নতির অধুনা এ যুগেও তাঁর পরিবেশিত অন্যান্য সকল তথ্যের ন্যায় চিকিৎসা-বিজ্ঞান সম্পর্কিত তথ্যাবলীও এমন এক চূড়ান্ত পর্যায়ে উপনীত যে, সংশ্লিষ্ট গবেষকগণ আজও তা থেকে কেবল উপকৃতই হচ্ছেন না; বরং এসব তথ্যাবলীকে তারা চিকিৎসা বিজ্ঞানের মাপকাঠি রূপে মেনে নিতে বাধ্য হচ্ছেন। সময় যতই অতিবা-হিত হচ্ছে, এর বাস্তবতা ততই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠছে।

আল্লামা ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)

শাইখুল ইসলাম আল্লামা হাফেয ইমাম ইবনুল কাইয়িমল আল-জাওযিয়্যাহ রহ.-এর পূর্ণ নাম-আবু আবদুল্লাহ শামসুদ্দীন মুহাম্মাদ ইবনু আবু বকর ইবনু আইয়ুব আদ-দিমাশকী। তিনি সংক্ষেপে ‘ইবনু কাইয়িম আল-জাওযিয়‍্যাহ’ বলেই মুসলিম উম্মাহ্র মাঝে পরিচিতি লাভ করেন। তাঁর পিতা দীর্ঘ দিন দামেশকের ‘আল জাওযিয়্যাহ্ মাদরাসা’র তত্ত্বাবধায়ক ছিলেন বলেই তাঁর পিতা আবু বকরকে ‘কাইয়িমুল জাওযিয়্যাহ’ অর্থাৎ ‘মাদরাসাতুল জাওযিয়্যাহ্’র তত্ত্বাবধায়ক’ বলা হয়। পরবর্তীকালে তাঁর বংশের লোকেরা এই উপাধিতেই প্রসিদ্ধি লাভ করে।

জন্ম, প্রতিপালন ও শিক্ষা গ্রহণ

তিনি ৬৯১ হিজরি সালের সফর মাসের ৭ তারিখে দামেশকে জন্মগ্রহণ করেন। ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযিয়্যাহ এক ইলমি পরিবেশ ও ভদ্র পরিবারে প্রতিপালিত হন। মাদরাসাতুল জাওযিয়্যায় তিনি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করেন। এ ছাড়া তিনি স্বীয় যুগের অন্যান্য আলেমে দীন থেকেও জ্ঞান অর্জন করেন। তাঁর উস্তাদগণের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রহ. সর্বাধিক উল্লেখযোগ্য। ইমাম ইবনু তাইমিয়া রহ.-এর ছাত্রদের মধ্যে একমাত্র ইবনুল কাইয়িমই ছিলেন তাঁর জীবনের সার্বক্ষণিক সাথী।

তিব্বে নববী ইবনুল কাইয়ুম PDF এবং হার্ডকপি

       

Last updated: