আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ৷ স্বাগতম আপনাকে ৷ আপনারা অনেকেই অনলাইনে ৭ মার্চের ভাষণ PDF আকারে খুজে থাকেন ৷ আপনারা যেনো সহজে খুজে পায়, তাই আজকে নিয়ে আসলাম ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ pdf download লিংক ৷ নিচে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে, সহজে ডাউনলোড করে নিতে পারেন ৷ ধন্যবাদ সবাইক আমাদের সাথে থাকার জন্য ৷
৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ pdf download
ঐতিহাসিক ৭ ই মার্চ । বাঙালি জাতির জীবনে এ দিনটির গুরুত্ব অপরিসীম । এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঘোষণা করেন , ‘ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । ‘ বর্ষ পরিক্রমায় সেদিনটি আবার ফিরে এসেছে আমাদের জাতীয় জীবনে । আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত । একাত্তরের ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ দলমত – ধর্মবর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল । সেদিন ঐক্য ও জাতীয়তাবাদ ছিল বাঙালি জাতির এগিয়ে যাওয়ার মূল প্রেরণা ৭ ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তাই নয় , তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন ।
বস্তুত ২৬ শে মার্চ থেকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল দখলদার পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে , সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ । মাত্র ১৮-১৯ মিনিটের এ ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে তুলে আনেন অবিশ্বাস্য এক উচ্চতায় । এতে সামরিক আইন প্রত্যাহার , সেনাবাহিনীর ব্যারাকে প্রত্যাবর্তন , শহীদদের জন্য ক্ষতিপূরণ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সংবলিত চার দফা দাবিও উত্থাপন করেন তিনি । এ জনসভায় মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঘোষণার পর সারা জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুত হয় । শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ । এ যুদ্ধের মূলে প্রেরণা ছিল ৭ ই মার্চ । বস্তুত বাঙালি জাতির স্বাধীনতাযুদ্ধের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭১ সালের ৭ ই মার্চ ।
৭ই মার্চের ভাষণ লিখিত pdf download
১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ) ১০ লক্ষাধিক জনতার সম্মুখে এক ভাষণ দেন— ইতিহাসখ্যাত ৭ ই মার্চের ভাষণ । এটি নিছক কোনো জনসভার ভাষণ ছিল না । তা ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতির উদ্দেশে জাতীয় মুক্তি বা স্বাধীনতার লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর চূড়ান্ত পর্বের লড়াইয়ের আহ্বান । ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসত্তা হিসেবে বাঙালির উত্থান ঘটে , আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন নবউত্থিত সে জাতির পিতা । আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পূর্বেই এমন অবাক করার মতো ঘটনার সৃষ্টি । আসন্ন মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির পূর্ণ দিক – নির্দেশনা ছিল ৭ ই মার্চের এই ভাষণ ।
বস্তুত বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা । বাঙালি জাতির জীবনে তখন ছিল এক যুগসন্ধিক্ষণ । তিনি উদ্ভূত পরিস্থিতিতে কৌশলী অবস্থান নিয়েছিলেন । ২৫ শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ‘ অপারেশন সার্চলাইট ‘ নামে সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে বঙ্গবন্ধু ২৬ শে মার্চের প্রথম প্রহরে তাঁর গ্রেফতারবরণের পূর্বক্ষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন । বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে হাজার বছর ধরে লালিত আশা – আকাঙ্ক্ষা , আন্দোলন – সংগ্রাম , স্বপ্ন ও সেই স্বপ্নের বাস্তব রূপায়ণের মহাকাব্য হিসেবে অভিহিত করা যায় । তাঁর এই একটি ভাষণ স্বাধীনতার লক্ষ্য অর্জনে নিরস্ত্র বাঙালিকে রাতারাতি সশস্ত্র করে তোলে । এ ভাষণ বাঙালিদের স্বাধীনতা এনে দিয়েছে , একটি জাতি – রাষ্ট্র , বাংলাদেশ সৃষ্টি করেছে । এরূপ ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ।
৪৩১ খ্রিষ্টপূর্ব থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আড়াই হাজার বছরের বিশ্ব ইতিহাসে বিভিন্ন দেশের জাতীয় বীর ও সেনানীদের মধ্য থেকে ৪১ জনকে নির্বাচিত করে ব্রিটিশ ইতিহাসবিদ Jakob F. Field , We Shall Fight on the Beaches : Speeches That Inspired History শিরোনামে একটি মূল্যবান গ্রন্থ সংকলিত করেন , যা ২০১৩ সালে লন্ডন থেকে প্রকাশিত হয় । এ গ্রন্থে আলেকজান্ডার দ্য গ্রেট , জুলিয়াস সিজার , অলিভার ক্রমওয়েল , জর্জ ওয়াশিংটন , নেপোলিয়ন বোনাপার্ট , যোসেফ গ্যারিবোল্ডি , আব্রাহাম লিংকন , ভ্লাদিমির লেনিন , উইড্রো উইলসন , উইনস্টন চার্চিল , ফ্রাঙ্কলিন রুজভেল্ট , চার্লস দ্য গল , মাও সেতুং , হো চি মিন প্রমুখ নেতার বিখ্যাত ভাষণের পাশাপাশি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণও অন্তর্ভুক্ত হয়েছে ।
আরও পড়ুনঃ
ডাঈনলোড করুনঃ ৭ই মার্চের ভাষণ PDF
1. ৭ মার্চের ভাষণে কয়টি দাবি ছিল?
উত্তরঃ ৭ই মার্চের ভাষণে দাবিছিল চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রপরিচালনার মূলনীতি ৷
2. ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি দেয় কবে?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ৷
3. ৭ মার্চের ভাষণ কত মিনিট ছিল?
উত্তরঃ ১৯ মিনিট ৷
4. ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে?
উত্তরঃ পঞ্চম ৷
5. ৭ মার্চের ভাষণে কতটি শব্দ ছিল?
উত্তরঃ ১১০৮টি ৷