আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় pdf download | adorsho sthirir poth o patheyo book pdf

4.4/5 - (10 votes)

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় pdf download | adorsho sthirir poth o patheyo book pdf | The book is authored by Mufti Ruhul Amin Jessory. An-Nur Publication is the publisher of the book. Thanks for being with us.

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় pdf download

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় pdf download | adorsho sthirir poth o patheyo book pdf

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় বই বিবরনঃ

বইঃআদর্শ স্ত্রীর পথ ও পাথেয়
লেখকঃমুফতী রূহুল আমীন যশোরী
প্রকাশনীঃআন-নূর পাবলিকেশন্স
ফরম্যাটঃপিডিএফ(PDF)
ক্যাটাগরিঃনারী সম্পর্কীয়

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় বই pdf download

তাকওয়ার পর সর্বাপেক্ষা উত্তম জিনিষ সতী নারী হযরত মাওলানা আশেকে ইলাহী বুলন্দ শহরী ( রাহঃ ) এ প্রসঙ্গে একটি হাদীস পেশ করেছেন । হাদীসের অর্থ নিম্নে প্রদত্ত হল ঃ হযরত আবু উমামা ( রাঃ ) হুজুর ( সাঃ ) -এর বাণী বর্ণনা করেন , মুমিন বান্দা খোদাভীরুতা অর্জনের পর নিজের জন্য সবচেয়ে উত্তম বস্তু যা সে নির্বাচন করে , তা হল নেকবখত স্ত্রী । যার গুণ এমন , স্বামী যখন তাকে কোন কাজের আদেশ দেয় , তখন তা পূর্ণ করতে স্বামীকে সহযোগিতা করে । আর স্বামীর অনুপস্থিতিতে নিজের ও স্বামীর ধন – সম্পদের হিফাজত -মিশকাত , ২৬৮ করে ।

হযরত বুলন্দ শহরী ( রাঃ ) উল্লেখিত হাদীসের ব্যাখ্যা এরূপ করেছেন , উক্ত হাদীস শরীফে মহানবী ( সাঃ ) ইরশাদ করেছেন , তাকওয়ার নিয়ামত একটি অনেক বড় নিয়ামত । যদি কেউ এ মহা মূল্যবান নিয়ামত সহজেই প্রাপ্ত হয় , তাহলে সে বড় ভাগ্যবান , বরকতময় ব্যক্তি । কেননা , প্রকৃত দ্বীনদারী তাকওয়ারই নাম । এর কারণ এই যে , তাকওয়া হল ফরয , ওয়াজিব আদায় করা এবং হারাম , মকরূহ ও নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নাম । ঐ গুণ অর্জন করতে পারলে বান্দা আল্লাহ তা’আলার প্রিয় পাত্র হয়ে যায় ।

তাকওয়া ব্যতীত আরো অসংখ্য নিয়ামত এমনও রয়েছে , যার স্তর যদিও তাকওয়ার নিয়ামত থেকে কম । কিন্তু মানব জীবনের জন্য সেটাও অনেক জরুরী ও অমূল্য । ঐ সমস্ত নিয়ামতের মধ্যে সবচে ’ মূল্যবান নিয়ামত কি ? তা মহানবী ( সাঃ ) ইরশাদ করেছেন , তাহল নেক ও সতী স্ত্রী ।

আদর্শ স্ত্রীর পথ ও পাথেয় মুফতী রূহুল আমীন যশোরী pdf download

অতঃপর তিনি নেক ও আদর্শ স্ত্রীর গুণাগুণ বর্ণনা করেছেন :

১ ম গুণঃ স্বামীর অনুগত , বাধ্যগত হওয়া । স্বামী যা আদেশ করেন , তা পূর্ণ করে এবং নাফরমানী করে স্বামীর অন্তরকে ব্যাথিত করে না । শর্ত হল , স্বামী তাকে শরীয়ত বিরোধী কোন কাজের আদেশ দেয় না । কেননা , শরীয়ত বিরোধী কাজে কারো আনুগত্য হারাম । কারণ , এতে সৃষ্টিকর্তা , রক্ষাকর্তা মহান আল্লাহ তা’আলার নাফরমানী হয় , যিনি রাজাধিরাজ , বিশ্ববিধাতা ।

২ য় গুণঃ নবীজী ( সাঃ ) ইরশাদ করেন , যদি স্বামী স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করে , তাহলে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেয় । অর্থাৎ স্ত্রী তার ঢং , সাজ সজ্জা , রূপচর্চা স্বামীর মরজী মুতাবেক করে । যখন স্বামীর দৃষ্টি স্ত্রীর চেহারায় পড়ে , তখন তাকে দেখে স্বামীর অন্তর সন্তুষ্ট হয়ে যায় । কোন কোন নির্বোধ নারী অশালীন আচরণ করে । কথায় কথায় মুখ বক্র করে । অসুস্থতা প্রকাশের জন্য খামোখা কোকাতে থাকে । রূক্ষ মেজাজ প্রদর্শন করে । কোন কোন স্ত্রী অগোছানো কেশে অপরিচ্ছন্ন বেশে কাজের বুয়ার মত স্বামীর সম্মুখে ঘোরাফেরা করে ।

এতে স্বামী মানসিকভাবে ক্লীষ্ট এবং আন্তারিকভাবে ক্ষিপ্ত হতে থাকে । স্বামী এমন স্ত্রীর চেহারার প্রতি দৃষ্টিপাত করাও অপছন্দ করে ; বরং বাইরে থেকে গৃহে প্রত্যাবর্তন করাও মুসীবত মনে করে । এদের মধ্যে ঐ সব নারীরাও রয়েছে , যারা নমায রোজার পাবন্দ হওয়ার কারণে নিজেদেরকে নেককার , দ্বীনদার , পরহেজগার মনে করে , অথচ নেককার ও আদর্শ স্ত্রীর গুণাগুণের মধ্যে এ গুণটিও অন্তর্ভূক্ত করা হয়েছে যে , সে স্বামীর অনুগত , বাধ্যগত হবে এবং স্বামী তার প্রতি দৃষ্টিপাত করলে , স্বামীকে সন্তুষ্ট করে দেবে । তবে শরীয়ত বিরোধী খাহেশ পূর্ণ করবে না । এটা জায়েয নেই ।

৩ য় গুণঃ নবীজী ( সাঃ ) ইরশাদ করেন , স্বামী যদি কছম খায় ( শপথ করে ) কোন কাজ করার , যার সম্পর্ক ইহলৌকিক বা পারলৌকিক , যেমন- আজ তুমি অবশ্যই আমার মায়ের বাড়ি বেড়াতে যাবে অথবা বড় ছেলেকে গরম পানি দ্বারা গোছল করাবে কিংবা আজ তুমি তাহাজ্জুদ নামায পড়বে , তাহলে স্ত্রী স্বামীর শপথকে সত্যে পরিণত করে । অর্থাৎ স্বামী যে কাজের শপথ করে , সে কাজ করে স্বামীকে সন্তুষ্ট করে । তবে শর্ত হল , সে কাজ শরীয়ত সম্মত হতে হবে । অন্যথায় স্বামীর কছম পূর্ণ করলে গুনাহগার হবে ।

Download Now adorsho sthirir poth o patheyo book pdf

Download Ebook

  • বইটির লেখক?

    উত্তরঃ মুফতী রূহুল আমীন যশোরী ৷

  • বইটির প্রকাশনী?

    উত্তরঃ আন-নূর পাবলিকেশন্স ৷