ইংরেজি সাহিত্যের ইতিহাস pdf download | engreji sahityer itihas book pdf

4.7/5 - (7 votes)

ইংরেজি সাহিত্যের ইতিহাস pdf download | engreji sahityer itihas book pdf. ইংরেজি সাহিত্যের ইতিহাস বইটির পিডিএফ দেওয়া হয়েছে ৷ নিচে ডাউনলোড লিংক থেকে সহজে ডাউনলোড করতে পারেন ৷ নতুন নতুন বইয়ের পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷

engreji sahityer itihas book pdf download

ইংরেজি সাহিত্যের ইতিহাস pdf download

ইংরেজ জাতি

ইংল্যান্ডের সুপ্রাচীন কালের ইতিহাস অপরিজ্ঞাত । বর্তমান কালে যেটুকু জানা গেছে তা প্রত্নতাত্ত্বিক পণ্ডিতগণের আবিষ্কারের ফলে । জানা গেছে প্রাচীন প্রস্তর যুগের কথা যে যুগের মানুষেরা গুহা – মানব নামে পরিচিত , যারা গুহায় বাস করত , কাঁচা মাংস খেত , বন্য জন্তুর চামড়া পরিধান করত , শিকারের জন্য ব্যবহার করত পাথর । এল নব্য প্রস্তর যুগ ।

খ্রিস্টপূর্ব প্রায় সাত হাজার বছর আগে ইওরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে এসে বসতি স্থাপন করে । এরা বর্বর গুহামানবের থেকে সভ্য ছিল । শিকারের জন্য পাথরের পরিবর্তে পাথরের তৈরি নানারকম ধারালো অস্ত্র ব্যবহার করত , যেমন , ছেনি , হাতুড়ি , কুঠার ইত্যাদি । গরু , ভেড়া , শূকর প্রভৃতি পশু পালন করত । যত দিন গেল তারা চাষ – আবাদ করতে শিখল ।

অবশ্য আদিম প্রথাতেই ভূমিকর্ষণ করত । যেমন বাঁকানো কাঠ বা হরিণের শিং দিয়ে মাটি চষত । তারপর আরো যত দিন যায় তারা মাটিরপাত্র , বাড়িঘর এবং কাপড় বুনতে শিখল । একদিন এদের যুগও চলে গেল । এল ব্রোঞ্জের যুগ বা পিতলের যুগ ।

খ্রিস্টপূর্ব দু’হাজার বছর পূর্বে ভূমধ্যসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলের একদল নাবিক সোনা , তামা ও টিনের সন্ধানে ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে এসে উপস্থিত হয় এবং তারাই প্রথম টিন ও তামা মিশিয়ে নানাধরনের জিনিস উৎপাদন করতে আরম্ভ করে । যেমন , ঢাল , তলোয়ার , বর্শাফলক , কানের দুল , হাতের চুড়ি , আংটি , গলার হার , বোতাম ইত্যাদি । তারা নব্য প্রস্তর যুগের আদিম অধিবাসীগণকে পরাজিত করে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করে । এদের সঙ্গে ইওরোপের মূল ভূখণ্ডের যোগাযোগ ছিল ।

ইংল্যান্ডে যে প্রচুর পরিমাণ টিন , তামা প্রভৃতি মূল্যবান ধাতু পাওয়া যেত এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না । কারণ অনেককাল পরে গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাস ব্রিটিশ দ্বীপপুঞ্জকে টিনের দ্বীপপুঞ্জ ‘ বলে উল্লেখ করে গেছেন । যাই হোক এ যুগের মানুষদের সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর যোগাযোগ ছিল বলে এরা ‘ আইবেরিয়ান ’ নামে আখ্যাত হতো । এরা নিঃসন্দেহে সভ্য ছিল ।

অশ্বের প্রচলন ছিল এদের মধ্যে । তৈরি করত অপূর্ব সমাধিভূমি । এই সমাধিভূমিগুলো ছিল ডিম্বাকৃতি , অভ্যন্তরে ছিল পাথরের তৈরি সমাধি গৃহ এবং দরদালান । এদের নির্মিত সুবিখ্যাত পাথরের প্রাচীর আজও বিদ্যমান ।

Download-1:

ইংরেজি সাহিত্যেরইতিহাস PDF Download

[ পিডিএফ লিংক নিচে ]

ভিক্টোরীয় যুগের গদ্য সাহিত্য

প্রাক্ ভিক্টোরীয় রোমান্টিক যুগের গদ্য সাহিত্যের অনেকটাই ছিল নন্দনতত্ত্বের আলোচনায় সমৃদ্ধ বা সাহিত্যিক প্রবন্ধ বা নিবন্ধ রচনায় পরিপুষ্ট । কিন্তু ভিক্টোরীয় যুগের গদ্য সাহিত্য নানা বৈচিত্র্যের সম্ভারে ভরা । রাজনীতি , সমাজনীতি , দর্শন , বিজ্ঞান , নন্দনতত্ত্ব , প্রবন্ধ প্রভৃতি নানা বিষয়ের উপাদান দিয়ে গদ্যের ভাণ্ডার ভরে উঠেছে । বিশেষ করে এই যুগে ধনিক সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে সেই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য একদল শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যেমন সচেষ্ট হলো তেমনি একদল শিক্ষিত বুদ্ধিজীবী সেই সভ্যতার ভয়াবহ দিকটি তুলে ধরারও চেষ্টা করল ।

ধনিক সভ্যতার সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ধনিকসভ্যতাকে বাঁচিয়ে রাখা । তাকে বাঁচিয়ে রাখতে হলে যেটা প্রয়োজন সেটা হলো একটি রাষ্ট্রীয় দর্শনের তত্ত্ব সৃষ্টি করে , মানুষকে সেই শিক্ষায় শিক্ষিত করে তোলা । সেইদিকে লক্ষ্য রেখে জেরেমি বেন্থাম ইতিপূর্বে হিতবাদী দর্শন সৃষ্টি করেছিলেন । সেই হিতবাদী দর্শনকে সমর্থন করে ভিক্টোরীয় যুগে যাঁরা এগিয়ে এলেন তাঁদের মধ্যে জন স্টুয়ার্ট মিল ( ১৮০৬-৭৩ ) , আলেকজান্ডার বেন ( ১৮১৮ ১৯০৩ ) এবং হেনরি সিজউইক ( ১৮৩৮-১৯০০ ) ।

ইংরেজি সাহিত্যের ইতিহাস শীতল ঘোষ pdf download

বইঃইংরাজী সাহিত্যের ইতিহাস
লেখকঃড. শীতল ঘোষ
প্রকাশনীঃআকাশ

Also Link: বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস PDF

Download -2:

ইংরেজি সাহিত্যের ইতিহাস কুন্তল চট্টোপাধ্যায় pdf

[ পিডিএফ লিংক নিচে দেখুন ]

  • ইংরেজি সাহিত্যের জনক কে?

    উত্তরঃ জিওফ্রে চসারের ৷

  • আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

    উত্তরঃ জর্জ বার্নাডশ ৷

Last updated: