সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয়?

Rate this post
  • ক) আমিষ
  • খ) শর্করা
  • গ) ভিটামিন
  • ঘ) এনজাইম

✅ খ) শর্করা ৷

প্রশ্নঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয়?

Question: Which is produced in the process of photosynthesis?

✍️বর্ণনাঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি হয় ৷ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মুল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষণ বলে । উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে ৷ পাতাকে উদ্ভিদের খাদ্য তৈরীর কারখানা বলা হয় ৷