Al Quran with Bangla Tafsir pdf | Google drive download link | All tafsir ebook list
কুরআনের বাংলা তাফসীর | Quran with Bangla Tafsir pdf
আল-কুরআনের তাফসীর বলতে তার অর্থ বর্ণনাকে বুঝায় । কোনো কথারই উদ্দেশ্য সে পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ না তা কিসের উপর প্রমাণবহ ও তার অর্থ কী তা যথাযথভাবে জানা না যায় । মহান আল্লাহ তা’আলা কুরআন পাঠকারীদেরকে কুরআনের অর্থ বুঝার প্রতি উৎসাহ দিয়েছেন । আল্লাহ সুবহানাহু বলেন,
এক মুবারক কিতাব। এটি আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ।”
[সূরা সোয়াদ: ২৯]
আয়াতে উল্লেখিত ‘তাদাব্বুর’ শব্দটির অর্থ, ভালো করে বুঝা ৷
সাহাবায়ে কিরামের কাছে আল-কুরআনুল কারীমের অর্থে যা যা খটকা লাগতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে বর্ণনা করে দিতেন। তবে সে সময়ে তাদের ভাষাগত দক্ষতার ফলে এবং আল-কুরআনুল কারীম তাদের ভাষায় নাযিল হওয়ায় আল-কুরআনুল কারীমের অর্থ সম্পর্কে তাদের অধিক প্রশ্ন করার প্রয়োজন ছিল না । কিন্তু যতই বছর পেরিয়ে যাচ্ছিল ততই মানুষের নিকট তাফসীরের প্রয়োজনীয়তা প্রকটভাবে ধরা পড়ছিল ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ ও তাদের ছাত্র তাবে’ঈদের নিকট থেকে প্রাপ্ত ও বর্ণিত আল-কুরআনুল কারীমের তাফসীরই ইলমুত তাফসীরের মূল বীজের রূপ লাভ করেছে; যাকে ‘আত-তাফসীরুল মাছুর’ বা প্রামান্য তাফসীর বলে নামকরণ হয়ে থাকে ।
এটি আল-কুরআনুল কারীম বুঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিগণিত। কারণ, এটি দ্বারা উম্মতের প্রথম প্রজন্ম তাদের আরবী ভাষায় দক্ষতার কারণে ও আল-কুরআনুল কারীম নাযিল হওয়ার সময়ের যাবতীয় ঘটনা ও সার্বিক অবস্থা অবলোকনের মাধ্যমে আল-কুরআনুল কারীমের আয়াতসমূহ যেভাবে বুঝেছেন, তা আমাদের নিকট প্রকাশ পায় ।
তাফসীরের প্রকারভেদ:
বিভিন্ন তাফসীরকারক আলেমগণ ইলম ও জ্ঞানের বিভিন্ন শাখায় আগ্রহী ছিলেন; ফলে তাদের (তাফসীরের) পদ্ধতিও বিভিন্ন ছিল । কিছু তাফসীরগ্রন্থ আল-কুরআনুল কারীমের অভিধানিক ও ভাষাগত দিক বর্ণনার প্রতি গুরুত্ব দিয়েছে, আবার কিছু তাফসীরগ্রন্থ ফিকহের বিধি-বিধান বর্ণনার প্রতি গুরুত্ব দিয়েছে ।
আর কিছু তাফসীরগ্রন্থ ঐতিহাসিক দিক, কিংবা বিবেক-বুদ্ধিগত দিক অথবা আচরণগত দিক ইত্যাদিকে প্রাধান্য দিয়েছে । এসব বিবেচনায় এনে আলেমগণ তাফসীরকে দু’ভাগে ভাগ করেন:
- এক. আত-তাফসীর বিল মা’ছুর, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ ও তাবেঈদের থেকে বর্ণিত
- দুই. আত-তাফসীর বির্ রায়, অথবা যা সঠিক ইলমী ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইজতিহাদের মাধ্যমে করা হয়েছে ।
Quran Tafsir Bangla Pdf List | কুরআনের বাংলা তাফসীরের তালিকা
1. | বইঃ তাফসীরে ইবনে কাছীর PDF(সকল খন্ড) লেখকঃ | Download |
2. | বইঃ তাফহীমুল কুরআন PDF(সকল খন্ড) লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদূদী ৷ | Download |
3. | বইঃ তাফসীরে জালালাইন PDF(সকল খন্ড) লেখকঃ আল্লামা জালাল উদ্দীন মুহাম্মদ আহমদ ইবনে মুহাম্মদ আল মহল্লী র. | Download |
4. | সংক্ষিপ্ত তাফসীরসহ আল কুরআন PDF | Download |
5. | বইঃ তফসীরে মা’আরেফুল কোরআন PDF লেখকঃ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) | Download |
সূরাভিত্তিক তাফসীর PDF
- সূরা বাকারা তাফসীর pdf
- সূরা আসরের তাফসীর pdf
- সূরা ইয়াসিন তাফসীর pdf
প্রিয় ভিউয়ার, তাফসীর বিষয়ক( Quran with Bangla Tafsir ) গুরুত্ত্বপূর্ণ বইগুলো নিজে পড়ুন এবং অন্যকে পড়ার জন্য লিংকটি শেয়ার করুন ৷ এখানে তাফসীরের কিছু বই পিডিএফ দেওয়া হয়েছে এবং পড়বর্তীতে আরো এড করা হবে ৷ সামর্থ থাকলে বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়ুন ৷ আমাদের সাথেই থাকুন এবং যেকোনো বইয়ের জন্য জিমেল করুন ৷ ধন্যবাদ ৷