Pdf Quran with Bangla Tafsir | কুরআনের তাফসীর বাংলা PDF

5/5 - (2 votes)

Al Quran with Bangla Tafsir pdf | Google drive download link | All tafsir ebook list

কুরআনের বাংলা তাফসীর | Quran with Bangla Tafsir pdf

আল-কুরআনের তাফসীর বলতে তার অর্থ বর্ণনাকে বুঝায় । কোনো কথারই উদ্দেশ্য সে পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ না তা কিসের উপর প্রমাণবহ ও তার অর্থ কী তা যথাযথভাবে জানা না যায় । মহান আল্লাহ তা’আলা কুরআন পাঠকারীদেরকে কুরআনের অর্থ বুঝার প্রতি উৎসাহ দিয়েছেন । আল্লাহ সুবহানাহু বলেন,

এক মুবারক কিতাব। এটি আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ।”

[সূরা সোয়াদ: ২৯]

আয়াতে উল্লেখিত ‘তাদাব্বুর’ শব্দটির অর্থ, ভালো করে বুঝা ৷

সাহাবায়ে কিরামের কাছে আল-কুরআনুল কারীমের অর্থে যা যা খটকা লাগতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে বর্ণনা করে দিতেন। তবে সে সময়ে তাদের ভাষাগত দক্ষতার ফলে এবং আল-কুরআনুল কারীম তাদের ভাষায় নাযিল হওয়ায় আল-কুরআনুল কারীমের অর্থ সম্পর্কে তাদের অধিক প্রশ্ন করার প্রয়োজন ছিল না । কিন্তু যতই বছর পেরিয়ে যাচ্ছিল ততই মানুষের নিকট তাফসীরের প্রয়োজনীয়তা প্রকটভাবে ধরা পড়ছিল ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ ও তাদের ছাত্র তাবে’ঈদের নিকট থেকে প্রাপ্ত ও বর্ণিত আল-কুরআনুল কারীমের তাফসীরই ইলমুত তাফসীরের মূল বীজের রূপ লাভ করেছে; যাকে ‘আত-তাফসীরুল মাছুর’ বা প্রামান্য তাফসীর বলে নামকরণ হয়ে থাকে ।

এটি আল-কুরআনুল কারীম বুঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিগণিত। কারণ, এটি দ্বারা উম্মতের প্রথম প্রজন্ম তাদের আরবী ভাষায় দক্ষতার কারণে ও আল-কুরআনুল কারীম নাযিল হওয়ার সময়ের যাবতীয় ঘটনা ও সার্বিক অবস্থা অবলোকনের মাধ্যমে আল-কুরআনুল কারীমের আয়াতসমূহ যেভাবে বুঝেছেন, তা আমাদের নিকট প্রকাশ পায় ।

তাফসীরের প্রকারভেদ:

বিভিন্ন তাফসীরকারক আলেমগণ ইলম ও জ্ঞানের বিভিন্ন শাখায় আগ্রহী ছিলেন; ফলে তাদের (তাফসীরের) পদ্ধতিও বিভিন্ন ছিল । কিছু তাফসীরগ্রন্থ আল-কুরআনুল কারীমের অভিধানিক ও ভাষাগত দিক বর্ণনার প্রতি গুরুত্ব দিয়েছে, আবার কিছু তাফসীরগ্রন্থ ফিকহের বিধি-বিধান বর্ণনার প্রতি গুরুত্ব দিয়েছে ।

আর কিছু তাফসীরগ্রন্থ ঐতিহাসিক দিক, কিংবা বিবেক-বুদ্ধিগত দিক অথবা আচরণগত দিক ইত্যাদিকে প্রাধান্য দিয়েছে । এসব বিবেচনায় এনে আলেমগণ তাফসীরকে দু’ভাগে ভাগ করেন:

  • এক. আত-তাফসীর বিল মা’ছুর, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ ও তাবেঈদের থেকে বর্ণিত
  • দুই. আত-তাফসীর বির্ রায়, অথবা যা সঠিক ইলমী ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইজতিহাদের মাধ্যমে করা হয়েছে ।
Pdf Quran with Bangla Tafsir | কুরআনের তাফসীর বাংলা PDF

Quran Tafsir Bangla Pdf List | কুরআনের বাংলা তাফসীরের তালিকা

1.বইঃ তাফসীরে ইবনে কাছীর PDF(সকল খন্ড)
লেখকঃ
Download
2.বইঃ তাফহীমুল কুরআন PDF(সকল খন্ড)
লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদূদী ৷
Download
3.বইঃ তাফসীরে জালালাইন PDF(সকল খন্ড)
লেখকঃ আল্লামা জালাল উদ্দীন মুহাম্মদ আহমদ
ইবনে মুহাম্মদ আল মহল্লী র.
Download
4.সংক্ষিপ্ত তাফসীরসহ আল কুরআন PDFDownload
5.বইঃ তফসীরে মা’আরেফুল কোরআন PDF
লেখকঃ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
Download

সূরাভিত্তিক তাফসীর PDF

প্রিয় ভিউয়ার, তাফসীর বিষয়ক( Quran with Bangla Tafsir ) গুরুত্ত্বপূর্ণ বইগুলো নিজে পড়ুন এবং অন্যকে পড়ার জন্য লিংকটি শেয়ার করুন ৷ এখানে তাফসীরের কিছু বই পিডিএফ দেওয়া হয়েছে এবং পড়বর্তীতে আরো এড করা হবে ৷ সামর্থ থাকলে বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়ুন ৷ আমাদের সাথেই থাকুন এবং যেকোনো বইয়ের জন্য জিমেল করুন ৷ ধন্যবাদ ৷