মার্কেটিং এর কারি কারি বইয়ের মধ্যে ভালো মানের সেলস এন্ড মার্কেটিং বই খুঁজে পাওয়া বেশ কঠিন। অথচ একজন উদ্যোক্তা, ছাত্র বা মার্কেটিং প্রফেশনালের জন্য সঠিক বই খুজে পাওয়া অনেক বড়কিছু ৷
কারণ মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়—এখানে থাকে ভোক্তার মনস্তত্ত্ব বোঝা, ব্র্যান্ড তৈরি, মার্কেট রিসার্চ, প্রাইসিং, সেলস টেকনিক এবং বিজ্ঞাপনের কৌশল। তাই যারা নতুন করে মার্কেটিং শিখতে চান অথবা ক্যারিয়ারে উন্নতি করতে চান, তাদের জন্য নিচের বইগুলো হবে বেষ্ট ৷
এই পোস্টে আমরা সাজিয়েছি বাংলাদেশের জনপ্রিয় লেখকদের লেখা ৫টি সেলস এন্ড মার্কেটিং বই, যেগুলো PDF ও হার্ডকপি উভয় ফরম্যাটে পাওয়া যায়। প্রতিটি বইয়ে আছে বাস্তব কেস স্টাডি, মার্কেটিং টিপস, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।
আপনি যদি মার্কেটিংয়ে নতুন হন বা নিজের ব্যবসাকে আরও এগিয়ে নিতে চান, তাহলে এই সেরা বইগুলো থেকে সহজ ভাষায় শিখতে পারবেন আধুনিক সেলস ও মার্কেটিংয়ের কার্যকর কৌশল।

সেরা ৫টি সেলস এন্ড মার্কেটিং বই রিভিউ (হার্ডকপি ও পিডিএফ)
১. চ্যাম্পিয়ন ইন সেলসম্যানশীপ
- লেখকঃ নিজাম আকন্দ ৷
- প্রকাশনীঃ স্টুডেন্ট ওয়েজ ৷
সেলস পেশায় সফল হতে শুধু পরিশ্রমই নয়, দরকার সঠিক দিকনির্দেশনা আর কার্যকরী কৌশল। সেই কৌশলগুলো সহজ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে নিজাম আকন্দের “চ্যাম্পিয়ন ইন সেলসম্যানশীপ” বইতে।
যারা নতুন করে সেলস ক্যারিয়ার শুরু করতে চান কিংবা দীর্ঘদিন কাজ করেও প্রমোশন বা উন্নতি পাচ্ছেন না—তাদের জন্য বইটি হতে পারে এক অসাধারণ সহায়ক।
বাংলা ভাষায় খুব কম সেলস এন্ড মার্কেটিং বই আছে যেখানে একসাথে ডিস্ট্রিবিউশন, কর্পোরেট, এসএমই ও অনলাইন সেলস নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।
লেখক তাঁর ১৫ বছরের অভিজ্ঞতা এবং বিশ্ববিখ্যাত প্রায় ১৫টি সেলস বইয়ের সারাংশ থেকে তুলে ধরেছেন ব্যবহারযোগ্য টিপস। সংক্ষেপে, যারা বিক্রয়ে চ্যাম্পিয়ন হতে চান, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য একটি বই।
২. বইঃ স্মার্ট মার্কেটিং
- লেখকঃ মার্ক অনুপম মল্লিক ৷
- প্রকাশনীঃ অদম্য প্রকাশ ৷
আজকের এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় শুধুমাত্র ট্র্যাডিশনাল মার্কেটিং জানলেই আর সফল হওয়া যায় না। AI, স্মার্ট টেকনোলজি আর ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে মার্কেটিংয়ে আসছে এক নতুন যুগ। সেই যুগের জন্য প্রস্তুত হতে হলে দরকার ভিন্নধর্মী কৌশল, আর এই কৌশল জানতে পড়ুন “স্মার্ট মার্কেটিং” বই।
লেখক মার্ক অনুপম মল্লিক তাঁর দীর্ঘদিনের বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্সি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বাস্তব উদাহরণ মিলিয়ে এই বইতে তুলে ধরেছেন ভবিষ্যতের মার্কেটিংয়ের রোডম্যাপ।
বাংলা ভাষায় খুব কম সেলস এন্ড মার্কেটিং বই আছে যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মার্কেটিং ট্রেন্ড এত সুন্দরভাবে সাজানো থাকে ৷ ব্যবসায়ী, মার্কেটার কিংবা উদ্যোক্তা—যে কেউ স্মার্ট দুনিয়ায় এগিয়ে থাকতে চাইলে এই বইটি হাতে রাখার মতো।
৩. বইঃ ইমোশনাল মার্কেটিং
- লেখকঃ মুনির হাসান ৷
- প্রকাশনীঃ আদর্শ ৷
ব্যবসায়ে সফল হতে গেলে শুধু প্রোডাক্ট বা সার্ভিস ভালো হলেই হয় না, গ্রাহকের মনও জয় করতে হয়। আর সেই মন জয় করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আবেগ। ঠিক এই বিষয়টিকেই কেন্দ্র করে লেখা হয়েছে “ইমোশনাল মার্কেটিং” বই।
ইতিহাস হোক কিংবা ব্যবসার উদাহরণ—প্রতিটি ক্ষেত্রেই আবেগ মানুষের সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, আর সেটাই এই বইয়ের মূল বিষয়। একটি সাধারণ সাবানের গায়ে “১০০ ভাগ হালাল” লিখে কিভাবে বড় বড় বহুজাতিক কোম্পানিকে চ্যালেঞ্জ করা হয়েছিল—এমন বাস্তব কেস স্টাডি দিয়ে বোঝানো হয়েছে গ্রাহকের মনে জায়গা করে নেওয়ার কৌশল।
যারা গ্রাহক ধরে রাখতে চান এবং দীর্ঘমেয়াদে ব্র্যান্ডকে শক্তিশালী করতে চান, তাদের জন্য এই বই এক অসাধারণ হবে বলে মনে করি। বাংলা ভাষায় এমন সেলস এন্ড মার্কেটিং বই খুবই বিরল, যা আবেগের শক্তিকে ব্যবসার সফলতার সঙ্গে এত সুন্দরভাবে যুক্ত করেছে।
৪. বইঃ ঠিক বেঠিক মার্কেটিং
- লেখকঃ গালীব বিন মোহাম্মদ ৷
- প্রকাশনীঃ আদর্শ ৷
বাংলা ভাষায় এত সাবলীলভাবে লেখকের নিজস্ব পর্যবেক্ষণ আর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা সেলস এন্ড মার্কেটিং বই খুব কমই দেখা যায় ।
“ঠিক-বেঠিক মার্কেটিং” ঠিক সেই অন্যরকম বই—যেখানে কোনো তত্ত্ব নয়, বরং লেখকের দেড়-যুগের কাজের ফ্লোরে থেকে শেখা গল্প আর কেস-স্টাডি উঠে এসেছে। ২১টি স্বতন্ত্র লেখা এমনভাবে সাজানো হয়েছে, যেন প্রফেশনাল মার্কেটিয়ারা হয়তো “হ্যাঁ, এটা ঠিক ছিলো” মনে করবে আবার কেউ “না, আমি এটা অন্যভাবে ভাবি” বলে দ্বিমতও প্রকাশ করতে পারেন—এটাই বইয়ের সৌন্দর্য।
FMCG মার্কেটিং থেকে শুরু করে ব্র্যান্ডিং, ডিজিটাল কিংবা ট্র্যাডিশনাল—যে কেউ এই সেলস এন্ড মার্কেটিং বই পড়বে, নিঃসন্দেহে তার ব্র্যান্ড বা ক্যারিয়ারের ধারণা গড়ে উঠবে আরও মজবুতভাবে। বাংলাদেশি মার্কেটের প্রেক্ষাপটে দেশীয় কেস-স্টাডি দিয়ে লেখা এই বই এক নতুন দৃষ্টিকোণ এনে দিয়েছে ৷
৫. বইঃ নন-মার্কেটারদের জন্য মার্কেটিং
- লেখকঃ প্রলয় হাসান ৷
- প্রকাশনীঃ আদর্শ ৷
বাংলা ভাষায় এত সুন্দর কেস স্টাডি নিয়ে লেখা সেলস এন্ড মার্কেটিং বই খুব কমই পাওয়া যায়।
“নন-মার্কেটারদের জন্য মার্কেটিং” বইটি তাদের জন্য একটি । এখানে শুধু অ্যাপল, কোকা-কোলা বা গুগলের গল্প নয়—বরং বাংলাদেশের ব্র্যান্ড, কোম্পানি ও বাজারের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে প্রাণবন্তভাবে। হালাল মার্কেটিং থেকে শুরু করে সুপারশপ, প্রাণ-আরএফএল, কোলা ওয়ার, এমনকি এখানেই ডটকমের মতো স্টার্টআপের গল্পও এখানে জায়গা পেয়েছে।
ফলে একজন শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা কিংবা সাধারণ পাঠক—যেই হোন না কেন, দেশীয় কেস স্টাডি থেকে সহজেই শিখতে পারবেন মার্কেটিংয়ের নানা দিক।
মোট এগারোটি অধ্যায়ে সাজানো এই সেলস এন্ড মার্কেটিং বই পাঠককে বোঝাবে—মার্কেটিং মানে শুধু বিক্রি নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার কৌশল। তাই যারা সহজ, প্রাণবন্ত উদাহরণ থেকে মার্কেটিং শিখতে চান, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।
ডাউনলোড করুণ সেলস এন্ড মার্কেটিং বই (PDF) অথবা হার্ডকপি (অর্ডার করুণ)
[হার্ডকপি এবং পিডিএফ লিংক]
Join Telegram Channels

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

"ঘরে বসে আয় করুণ"
মার্কেটিং সহ ব্যবসা-বানিজ্য সকল বই পেতে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো ভিজিট করু ৷ ধন্যবাদ ৷