চিনুয়া আচেবের কালজয়ী উপন্যাস ‘থিংস ফল অ্যাপার্ট‘-এর বাংলা অনুবাদ বই হাতে নেওয়ার পর থেকে শেষ পাতা না পড়া পর্যন্ত উঠতে মনে চাবে না ৷ অনুবাদক মোহাম্মদ শাহজাহান অসামান্য দক্ষতায় ইগবো সম্প্রদায়ের জীবনসংগ্রাম, তাদের আনন্দ-বেদনা, বিশ্বাস ও সংস্কৃতিকে বাংলা ভাষায় এমন জীবন্ত করে তুলেছেন যে, পড়ার সময় বারবার ভুলে যেতে হয় এটি একটি অনূদিত বই।

বই বিবরণ
- বইয়ের নামঃ থিংস ফল অ্যাপার্ট ৷
- লেখকঃ চিনুয়া আচেবে ৷
- অনুবাদকঃ মোহাম্মদ শাহজাহান ৷
- প্রকাশনীঃ সাহিত্য প্রকাশ ৷
- প্রকাশকালঃ ১ম প্রকাশ, ২০১৭ ৷
- পেইজ সংখ্যাঃ ১৮৮টি ৷
- ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস বই ৷
থিংস ফল অ্যাপার্ট রিভিউ
এই বই শুধু একটি উপন্যাস নয়; এটি এক টুকরো ইতিহাস, এক মহাদেশের আত্মার গল্প। ব্রিটিশ উপনিবেশবাদ যখন আফ্রিকার পুরনো ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিচ্ছিল, ঠিক সেই সন্ধিক্ষণের করুণ-মর্মস্পর্শী স্মৃতির ইতিহাসে রচিত এই বই । প্রধান চরিত্র ওকোনকোও-এর ব্যক্তিগত সংগ্রাম, গর্ব, পতন এবং এক অদৃশ্য সামাজিক পরিবর্তনের মুখোমুখি হওয়ার কাহিনীই এখানে উঠে এসেছে। বইটি পড়ে আপনি আবেগে কাঁদবেন, রাগে থরথর করে কাঁপবেন, আবার ভাবনায় also lost হয়ে যাবেন।
লেখক চিনুয়া আচেবে সম্পর্কে কিছু কথা
আধুনিক আফ্রিকান সাহিত্যের জনক হিসেবে খ্যাত চিনুয়া আচেবে (১৯৩০–২০১৩) সারা পৃথিবী জুড়ে সম্মানিত। তাঁর লেখা এই উপন্যাস ইতিমধ্যেই ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে প্রায় এক কোটি কপি। তাঁর সাহিত্যকর্ম শুধু গল্প নয়, বরং আফ্রিকার ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত প্রতিছবি ।
বইটি কোথায় পাবেন?
অনলাইনে সহজেই আপনি থিংস ফল অ্যাপার্ট বইটির হার্ডকভার কিনতে পারেন।
এছাড়াও অনেকেই গুগলে থিংস ফল অ্যাপার্ট PDF বইটি খুঁজে পড়তে চান। তবে আমি বলব—যদি সম্ভব হয় আসল বইটি কিনে পড়ুন। এতে পড়ার আনন্দ আরও বেড়ে যাবে, আর লেখকের প্রতি দায়বদ্ধতাও পূর্ণ হবে।
আরও পড়ুন(বিদেশি উপন্যাসের বাংলা অনুবাদ বই)
- দ্য এ্যালকেমিস্ট (পিডিএফ/হার্ডকপি)—লেখকঃ পাওলো কোয়েলহো ৷
- দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি(হার্ডকপি/পিডিএফ—লেখকঃ আর্নেস্ট হেমিংওয়ে ৷
- কাঁটা ও ফুল(হার্ডকপি/পিডিএফ)—লেখকঃ ইয়াহইয়া সিনওয়ার ৷
থিংস ফল অ্যাপার্ট PDF বাংলা অনুবাদ | Things Fall Apart Bangla Book
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ ]
Join Telegram Channels

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

"ঘরে বসে আয় করুণ"