মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি, কেন আমাদের সৃষ্টি করা হলো এবং আল্লাহ তালা কেন আমাদের এই পৃথিবীতে পাঠালেন? এরকম প্রশ্নগুলোর উত্তর কয় জন জানেন অথবা আপনি কখনও চিন্তা করেছেন ৷ যদি তাই হয়, তাহলে বইটি পড়ুণ ৷ ডা. জাকির নায়েকের লেকচারের টপিক- আমাদের জীবনের উদ্দেশ্য কি PDF পড়ুন, আশা করি আপনার কাংখিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷
- ইংরেজিতে লেকচারের নামঃ “What is the purpose of our life”
- বাংলায়ঃ আমাদের জীবনের উদ্দেশ্য কী?
- লেখকঃ ডা: জাকির নায়েক ৷
- সংকলনঃ এ কে এম নাঈমুল ইসলাম ৷
- প্রকাশনীঃ পিস পাবলিকেশন ৷
আজকের লেকচারের টপিক হলো- আমাদের তথা মানুষের এই জীবনের উদ্দেশ্যটা কী?
আমাদের মধ্যে কতজন মানুষ প্রকৃতপক্ষে এ ব্যাপারটি নিয়ে চিন্তা করেছেন যে, আমাদের জীবনের উদ্দেশ্যটা কী। আমাদের মধ্যে কজন আছেন, যারা চিন্তা-ভাবনা করেছেন এ ব্যাপারে যে, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কী। আমরা এখানে কী করছি? এখানে কেন এসেছি? আসুন, আমরা এই ব্যাপারটা বিশ্লেষণ করে দেখি।
এ বিষয়ে দেয়া ডা. জাকির নায়েকের এ বক্তব্যটি বর্তমানে উদ্দেশ্যহীন জীবন পরিচালনায় অভ্যস্থ মুসলিমদের অবস্থান বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য বক্তব্যের মতো তাঁর এ বক্তব্যেও যেমন রয়েছে হৃদয়স্পর্শী উদ্দীপনা তেমনি রয়েছে চলার পথের সঠিক পাথেয় ও প্রেরণা। কারণ, উদ্দেহীন জীবন আর হাল বিহীন নৌকার সঠিক গন্তব্যে পৌঁছা দূরহ-ই শুধু নয়; অসম্ভবও বটে।
মানুষকে মহান আল্লাহ তা’য়ালা কোনো উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করেন নি। নিশ্চয়ই মানব সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে। মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন-
“আমি জ্বীন এবং মানুষকে এই কারণে সৃষ্টি করেছি, যাতে তারা আমার ইবাদত করে।”
সুতরাং দেখা যাচ্ছে মানুষ তার জীবনকে উদ্দেশ্যহীনভাবে পরিচালনা করতে পারে না। বক্ষমান লেকচারে ডা. জাকির নায়েক পবিত্র কুরআন ও হাদীসের আলোকে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন।
মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদতের জন্য
কুরআনে কারীম মহান আল্লাহ (৩)-এর পক্ষ থেকে অবতীর্ণ। এ কোনো মানবরচিত গ্রন্থ নয়। আল্লাহ (৩) সর্বগুণে গুণান্বিত এবং সকল ত্রুটি ও দুর্বলতা থেকে মুক্ত। তিনি সর্বজ্ঞানী। তাঁর জ্ঞানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সীমাবদ্ধতা নেই। আলো-আঁধার, নিকট-দূর, সম্মুখ-পশ্চাৎ, ভেতর-বাইর, সর্বত্র পরিব্যাপ্ত বাধা-বন্ধহীন অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাঁর সেই সর্বব্যাপী জ্ঞান থেকে অবতীর্ণ হয়েছে এই কালাম, মানবজাতির পথ-প্রদর্শনের জন্য। এই কালাম এক আলোকবর্তিকা, যা সকল অন্ধকার দূর করে এবং জীবনের সঠিক পথ উদ্ভাসিত করে তোলে।
আল্লাহ (১)-এর এক মহান নাম-রাব্বুল আলামীন। তিনি এই জগৎ- মহাজগতের স্রষ্টা ও পরওয়ারদিগার। তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এবং সবকিছুকে তার উপযুক্ত আকৃতি ও প্রকৃতি দান করেছেন। প্রাণিজগতের কথাই ধরা যাক। পাখির ছানা ডিম ফুটে বের হওয়ার পরই ওড়ার চেষ্টা করে। শত-কোটি মৎসরেণু প্রাণ পেয়েই পানিতে সাঁতরে চলে। মানবশিশু জন্মলাভ করেই কাঁদতে শেখে, মায়ের বুকের দুধ পান করে। কে দিল এই সহজাত বোধ? ক্ষুধায় আহার খোঁজার, কিংবা আত্মরক্ষার্থে ছুটে পালানো বা মোকাবিলা করার প্রেরণা কে জোগাল? বিভিন্ন পরিবেশে টিকে থাকার যে সহজাত প্রবৃত্তি, তা কীভাবে তাদের মধ্যে সৃষ্টি হলো?
এরা তো জড়-পদার্থের মতো এক জায়গায় স্থির থাকে না। শীতকালে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি শত শত মাইল অতিক্রম করে উষ্ণ অঞ্চলসমূহে চলে আসে, আবার শীত শেষে নিজ নিজ অঞ্চলে ফিরে যায়। এভাবেই চলছে আবহমানকাল ধরে। কিন্তু কে দিল তাদের এই নির্দেশনা? এই জ্ঞান? এই সহজাত বোধ? তিনিই দিয়েছেন, যিনি তাদের রব, তাদের সৃষ্টিকর্তা।
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
"ঘরে বসে আয় করুণ"