আমার শত্রু আমি PDF মাহমুদ বিন নূর বই | Amar Sotru Ami

5/5 - (1 vote)

আমার শত্রু আমি(Amar Sotru Ami) মাহমুদ বিন নূর এর ইসলামি আত্মউন্নয়মূলক একটি বই ৷ লেখকের ‘নফসের বিরুদ্ধে লড়াই‘ ও ‘শয়তানের বিরুদ্ধে লড়াই‘ -এর পর এবার তার ধারাবাহিকতায় ‘আমার শত্রু আমি‘ বইটি রাইয়ান প্রকাশন কর্তৃক প্রকাশিত হয়েছে ৷ বইটি পাঠক সমাজে পজিটিভ রিভিউ রয়েছে ৷ আপনারা অনেকেই আমার শত্রু আমি PDF এবং হার্ডকপি খুজে থাকেন ৷

আমার শত্রু আমি PDF মাহমুদ বিন নূর বই

বই বিবরণ

  • বইয়ের নামঃ আমার শত্রু আমি ৷
  • লেখকঃ মাহমুদ বিন নূর ৷
  • প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি আত্ম-উন্নয়ন বই ৷
  • পেইজের সংখ্যাঃ ১১২ টি ৷
  • দামঃ হার্ডকপি রকমারিতে ১১৭টাকা মাত্র ৷ (নিচে কিনতে পারবেন)

আল্লাহ তাআলা বলেন-
নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, মানুষই নিজেদের প্রতি জুলুম করে থাকে।
সুরা: ইউনুস, আয়াত: ৪৪

আমার শত্রু আমি, দ্বীন বিক্রি করে দুনিয়া কিনি

দুনিয়ার প্রতি মহব্বত কিংবা দুনিয়ার প্রতি ভালো লাগা অথবা দুনিয়ার প্রতি আসক্তি- এ- সব কিছুই আপনার এবং আমার জন্য বিরাট ক্ষতিকর। দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তির চিন্তা-চেতনাযে কতটা ভয়ানক-তা কেবল একজন দুনিয়ামুখী ব্যক্তিকে দেখলেই বোঝা যায়। একজন দুনিয়ামুখী ব্যক্তি আর আখেরাতমুখী ব্যক্তির মধ্যে পার্থক্যটা আকাশ-পাতাল।

দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালো লাগা-এ- সবকিছুই আমাদের ঈমান ও আখলাক বিনষ্টের কারণ। কেননা, যখনই দুনিয়ার প্রতি আপনার- আমার ভালো লাগা তৈরি হবে, যখনই তার প্রতি আসক্তি কাজ করবে- তখনই ধীরে ধীরে তাকওয়া বিদূরিত হতে থাকবে। ঈমান হ্রাস পেতে থাকবে। এমনকি, ইবাদত-বন্দেগীর স্বাদও ধীরে ধীরে কমতে থাকবে। এক সময় ইবাদত-বন্দেগী করতে আর মন-ই চাইবে না। এক পর্যায়ে ঈমান হ্রাস পেয়ে, ইবাদত-বন্দেগী ভুলে, হারিয়ে যাব দুনিয়ার মোহে। হাবুডুবু খাব দুনিয়া নামক এই অন্ধকার জগতে।

মনে রাখবেন, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালো লাগা, দুনিয়ার প্রেমে মত্ত থাকা কেবল নিজের সাথে নিজের-ই ছলনা। এই দুনিয়ার জীবন কেবলই এক ধোঁকার নাম। দুনিয়ার জীবনে ঘটিত প্রতিটা মুহূর্তই যেন একেকটা খেল- তামাশা। কেন জানি মনে হয়, এগুলো কেবল ধোঁকার রাজ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এক অভিনব ক্ষতি-সাধনের প্রতিযোগিতা। এ- যেন বিরাট এক ধোঁকা, এক বিরাট ছলনা।

দুনিয়ার মোহে পড়বেন না, দুনিয়ার মোহের পরিণতি খুব ভয়াবহ

দুনিয়ার জীবন-সৌন্দর্য একজন দর্শনার্থীর দৃষ্টিতে খুবই সুন্দর। সে যখন নীরবে নিভৃতে জীবনের সৌন্দর্য অবলোকন করতে থাকে, তখন জীবন তাকে এনে দেয় অনাবিল আনন্দ। ফলে, জীবনের প্রতি ঝুঁকে পড়ে সে এবং এ- জীবনকে তার জীবনের স্থায়ী সমাধান ভাবতে থাকে। আর সে মনে করে, সে নিজেই এ- জীবনের মালিক এবং এ- জীবনকে ধরে রাখতে সে নিজেই সক্ষম। অতঃপর এই ধারণা তার পাল্টে যায়। জীবনের প্রতি যে এত নির্ভরশীল ও আসক্ত ছিল, সে জীবনকে আকস্মিকভাবেই তার থেকে ছিনিয়ে নেয়া হয়। তৈরি করা হয় তার ও জীবনের মাঝে সুবিশাল প্রাচীর। তখন সে হয়ে পড়ে নিরুপায়। চাইলেও পারে না কিছু করতে। যেখানে তার ক্ষমতাই নাই, যেখানে সে আল্লাহ তাআলার মুখাপেক্ষী-সেখানে তার কী-ই বা করার আছে!

আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়ার এ-জীবনকে জমিনের সাথে তুলনা করেন। জমিনে যখন বৃষ্টি পড়ে, তখন তা বীজের সাথে মিশে ভরপুর ফসল উৎপন্ন করে। ফসলের অপরূপ সৌন্দর্য একজন কৃষকের মুখে আনন্দ ফুটায়। ঠিক তখনই সে পড়ে যায় ধোঁকায়। ধোঁকায় পড়ে ভাবতে থাকে, সে নিজেই ফসল উৎপাদন করতে সক্ষম। এমতাবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এক নিমিষেই নষ্ট হয়ে যায় উক্ত ফসল। আর ফসলের অবস্থা এতটাই বেহাল হয় যে, মনে হয় তাতে কখনো ফসলই ছিল না।

ঠিক দুনিয়ার জীবনের অবস্থা এরকমই। যারা দুনিয়ার জীবন আঁকড়ে ধরে তাদের পরিণতিও এরকম। (যারা কেবল দুনিয়া দুনিয়া করবে, যারা কেবল দুনিয়া সাজাতে ব্যস্ত হয়ে পড়বে, যারাই কেবল দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ থাকবে-তাদের জীবনটাই এমন পর্যায়ে পৌঁছুবে। অর্থাৎ, এক সময় এমন এক দমকা হাওয়া আসবে, অতঃপর তার পুরো জীবনটাই করে দিবে এলোমেলো। তার অবচেতন মনের ভুলভাল চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষা, তার নিজের প্রতি নির্ভরশীলতা ও সক্ষমতা- এ- সবকিছুই এক নিমিষে উধাও হয়ে যাবে।

“পার্থিব জীবনও বাতাসের এক ঝটকা বা ক্ষেতের মত-যা কিঞ্চিত চাকচিক্য দেখিয়ে এক সময় ধ্বংসের কোলে ঢলে পড়ে। আর এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ সেই সত্তার হাতে, যিনি একক এবং প্রতিটি জিনিসের উপর সর্বশক্তিমান। আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবন কেবলই ধোঁকার জায়গা। এই দুনিয়ার জীবন কেবলই খেল-তামাশা। অপরদিকে, আখেরাতের জীবনটাই আসল জীবন।

আমার শত্রু আমি PDF এবং হার্ডকপি মাহমুদ বিন নূর বই

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"