লজ্জা ঈমানের একটি শাখা PDF | ফিকহুল হায়া বই

Rate this post

“লজ্জা ঈমানের একটি শাখা” বইয়ের লেখক মুহাম্মাদ ইসমাঈল আল মুকাদ্দাম এবং বাংলা অনুবাদক মহিউদ্দিন রূপম ৷ বইটি প্রকাশিত হয়েছে ওয়াফি পাবলিকেশন ৷ বইটির পেইজ সংখ্যা ১৭৬টি এবং অনলাইনে হার্ডকপি দাম ১৯২ টাকা ৷ অনেকে বইটির হার্ডকপি এবং পিডিএফ খুজে থাকেন ৷

লজ্জা ঈমানের একটি শাখা PDF | ফিকহুল হায়া বই

বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ লজ্জা ঈমানের একটি শাখা ৷
  • লেখকঃ মুহাম্মাদ ইসমাঈল আল মুকাদ্দাম ৷
  • বাংলা অনুবাদকঃ মহিউদ্দিন রূপম ৷
  • প্রকাশনীঃ ওয়াফি পাবলিকেশন ৷
  • পেইজ সংখ্যাঃ ১৭৬টি ৷
  • দামঃ ১৯২ টাকা(রকমারিতে হার্ডকপি)

লজ্জা ঈমানের একটি শাখা

একুশ শতকে এসে ইসলামের যে চারিত্রিক গুণটি মুসলিমদের ভেতর থেকে হারিয়ে যেতে শুরু করেছে, তা হলো ‘লজ্জা’, যাকে আরবীতে বলে ‘হায়া’। এ যুগে হায়াকে সামগ্রিকভাবে দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। কেউ হায়ার দরুন কোনো পাপ হতে বিরত থাকলে তাকে অক্ষম ভাবা হয়। হায়ার কারণে কেউ ফ্রি-মিক্সিং এড়িয়ে চললে, পুরুষের পাশের সিটে না বসলে, পুরুষ ডাক্তারের কাছে না গেলে কিংবা উঁচু গলায় কথা না বললে তাকে অসামাজিক গণ্য করা হয়! ফলে পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে আদব-কেতা, জীবন-যাত্রা সর্বত্র আজ নির্লজ্জতার জয়জয়কার। নির্লজ্জতাই যেন এখন শিল্প!

অথচ নবীজি (সাঃ) বলেন,

হায়া ও ঈমান ওতপ্রোতভাবে জড়িত। যদি একটি উঠিয়ে নেয়া হয়, তাহলে অপরটিও উঠিয়ে নেয়া হবে।’

আরেক হাদীসে তিনি বলেন, ‘হায়া ঈমানের অংশ, আর ঈমান জান্নাতে দিকে ধাবিত করে। নোংরামি রূঢ়তার অংশ, আর রূঢ়তা জাহান্নামের দিকে ধাবিত করে।।২খ আমরা আজ সেই হায়াকেই পদদলিত করছি এবং নির্লজ্জতাকে পরাচ্ছি সম্মানের মুকুট!

বর্তমানে নারী-পুরুষ নির্বিশেষে নির্লজ্জতার প্রতিযোগিতায় যে যত অগ্রপথিক, সে ততই সাহসী এবং বীরত্বের অধিকারী। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সহাবস্থান, অনলাইন-অফলাইনে বেহায়াপনা, বন্ধুত্বের নামে অবৈধ সম্পর্ক আর অশ্লীল চর্চা, হারামকে হালাল জ্ঞান করা, পর্দাকে হেয়-প্রতিপন্ন করা, পরিশেষে ধর্ষণের ফিরিস্তি বাড়তে থাকা-সবকিছুর মূলে এই হায়ার কমতি।

তাই ইসলামের এই হারানো আখলাক পুনর্জীবিত করা এখন সময়ের দাবি, সকলের নৈতিক দায়িত্ব। নির্লজ্জতায় ভেসে যাওয়া আমাদের এই প্রজন্মকে উদ্ধার করতে এবং পরবর্তী প্রজন্মকে একটি পবিত্র সমাজ উপহার দিতে এখন থেকেই কাজ শুরু করা জরুরি। মূলত এই নৈতিক দায়িত্ববোধ থেকেই অনুবাদক মিসরের প্রখ্যাত শায়খ মুহাম্মাদ ইসমাঈল আল-মুকাদ্দিম রচিত ফিকহুল হায়া গ্রন্থের কাজ শুরু করেছিলেন । হায়া-লজ্জার ওপর রচিত অনুবাদকের দেখা সেরা বই এটি।

Also Read : হালাল বিনোদন—আবু মুআবিয়া ইসমাইল কামদার ৷

লজ্জা ঈমানের একটি শাখা PDF | ফিকহুল হায়া বই | Fiqh al Haya Bangla Book

নিশ্চয়ই হায়া বা লজ্জা সেরা গুণগুলোর একটি। হায়া ব্যক্তিকে অন্যায় কাজ হতে বিরত রাখে। চারিত্রিক অধঃপতন এবং পাপের কাদামাটিতে পড়া থেকে বাঁচিয়ে রাখে। নেককার ও উচ্চাকাঙ্ক্ষীদের জন্য হায়া অন্যতম একটি শক্তিশালী উদ্দীপক।

গোটা আচার-জগতের সামনে হায়া যেন রক্ষাকবচ। অত্যন্ত মহৎ একটি গুণ। হায়া মানুষের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে, সম্মান অর্জন এবং সম্মান রক্ষার্থে বেষ্টনীর মতো কাজ করে। এ ছাড়াও হায়া মানুষের নৈতিকতার সংরক্ষক।

[ হার্ডকপি এবং পিডিএফ ]
       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"