ইসলাম  শিক্ষা বই PDF পঞ্চম শ্রেণীর | Islam Shikkha Book Class 5

Rate this post

Islam Shikkha Book Class 5 | পঞ্চম শ্রেণীর নতুন বছরের ইসলাম  শিক্ষা বই PDF শিক্ষার্থী ছাড়াও অনেকে খুজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে প্রাথমিক ধর্ম শিক্ষা(ইসলাম  শিক্ষা) বইটির পিডিএফ অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই পড়তে পারবেন ৷ বইটির পিডিএফ নামিয়ে নিন অথবা অনলাইনে যেকোনো সময় পড়তে এখানে চলে আসবেন ৷

ইসলাম  শিক্ষা বই PDF পঞ্চম শ্রেণীর | Islam Shikkha Book Class 5

বই বিবরণ

  • বইয়ের নামঃ ইসলাম শিক্ষা ৷
  • শ্রেণীঃ পঞ্চম শ্রেণী ৷
  • পাঠ্যপুস্তকঃ এনসিটিবি(NCTB)
  • ফরম্যাটঃ পিডিএফ(PDF)

সূচিপত্র

সূচিপত্র ইসলাম  শিক্ষা বই PDF পঞ্চম শ্রেণীর | Islam Shikkha Book Class 5

প্রিয় শিক্ষার্থী, ১০ টি বাক্যে জেনে নাও একজন মুসলিমের চরিত্র কেমন হওয়াঃ—

  • ১. একজন মুসলিম আল্লাহ তায়ালাকে ভয় করে চলবেন।
  • ২. তিনি বিশ্বাস করবেন এ পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ।
  • ৩. একজন মুসলিম সত্য ও ন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবেন।
  • ৪. তিনি কখনো কারো ওপর জুলুম করবেন না।
  • ৫. হারাম জিনিস দিয়ে তিনি পেট ভরাবেন না।
  • ৬. অসৎ আলোচনা শোনা থেকে তিনি বিরত থাকবেন।
  • ৭. কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে তিনি চোখকে হেফাজত করবেন।
  • ৮. একজন মুসলিম মন্দ চিন্তা থেকে মনকে মুক্ত রাখবেন।
  • ৯. মিথ্যা বলা থেকে তিনি জিহ্বাকে হেফাজত করবেন।
  • ১০. সর্বোপরি মুসলিমের চরিত্রে থাকবে সততা ও মহত্ত্বের সমাবেশ।

এবাদত অধ্যায়টি সম্পর্কে অল্প কথায় জেনে রাখো

সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের কর্তব্য হলো আল্লাহর সব আদেশ মেনে চলা এবং সব নিষেধ থেকে বিরত থাকা। আর এটাই হলো ইবাদত। আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই ইবাদতে পরিণত করতে পারি। আর আল্লাহর নির্দেশমতো চললেই তা সম্ভব হবে চলে। ইসলামে কিছু মৌলিক ইবাদত রয়েছে। এগুলো হলো সালাত, সাওম, যাকাত, সাদাকাহ, দান-খয়রাত ও আল্লাহর পথে জিহাদ। এগুলোর মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত ও সাওম আদায় করা প্রাপ্তবয়স্ক সবার ওপর ফরজ। আর যাকাত ও হজ ধনীদের ওপর ফরজ। হজ পালনের জন্য প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিশ্বের লাখো মুসলিম মক্কায় কাবা শরিফে সমবেত হন। তারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ শরিফে হজ পালন করেন।

পঞ্চম শ্রেণীর ইসলাম  শিক্ষা বই PDF পড়ুন [ সব সালের ] Islam Shikkha Book Class 5

[ ইসলাম শিক্ষা বই পিডিএফ ]

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"