
বই বিবরণ
| বই: | পথের পাঁচালী |
| লেখক: | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী: | ভাষাপ্রকাশ |
| ফরম্যাট: | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরি: | চিরায়ত উপন্যাস বই PDF |
পথের পাঁচালী উপন্যাসের বিষয়বস্তু
পথের পাঁচালী উপন্যাস—শুধু একটি খানি বই নয়, এটি বাংলার মাটির গন্ধমাখা এক জীবন্ত জীবনকথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন এক ভাষায় এই উপন্যাস লিখেছেন, যেখানে গ্রামবাংলার হাসি-কান্না, অভাব-অনটন আর নিঃশব্দ বেদনা খুব আপন করে ধরা দেয়। বইটি পড়তে বসলে মনে হয়, যেন নিশ্চিন্দিপুর গ্রামের কাঁচা রাস্তায় হেঁটে চলেছি আমরাও।
এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আছে অপু আর দুর্গা—দুই ভাইবোনের শৈশব। তাদের দারিদ্র্য আছে, কিন্তু জীবনের প্রতি ভালোবাসার অভাব নেই। বন-বাদাড়ে ঘুরে ফল কুড়িয়ে খাওয়া, রেললাইনের দিকে ছুটে যাওয়া, মায়ের চোখ ফাঁকি দিয়ে ছোট ছোট দুষ্টুমি—সবকিছুই এত স্বাভাবিকভাবে এসেছে যে পড়তে পড়তে চোখ ভিজে যায়, আবার মনেও আনন্দ লাগে। পথের পাঁচালী উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়, সুখ মানে শুধু ভাত-কাপড় নয়, সুখ মানে একসাথে বাঁচা।
ইন্দির ঠাকুরুনের চরিত্রটি এই বইয়ের সবচেয়ে হৃদয়ছোঁয়া দিকগুলোর একটি। একাকী, অবহেলিত, অথচ অসম্ভব মানবিক। তার জীবনের কষ্ট, সমাজের নির্মমতা আর শেষ পরিণতি পাঠকের বুকের ভেতর কেমন একটা হাহাকার তুলে দেয়। এখানেই বিভূতিভূষণের কলম—নীরব, কিন্তু ভীষণ শক্তিশালী।
শেষ ভাগে এসে দুর্গার মৃত্যু, হরিহরের অসহায়তা আর সর্বজয়ার ভাঙা মন—সব মিলিয়ে উপন্যাসটি এক গভীর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এই গল্প আজও পুরনো হয়নি; কারণ সমাজের বৈষম্য, অভাব আর নারীর বেদনা এখনো আমাদের চারপাশে আছে।
যদি আপনি এমন একটি বই খুঁজে থাকেন, যা পড়লে চোখ ভিজবে, বুক ভারী হবে, আবার জীবনকে নতুন করে বুঝতে ইচ্ছে করবে—তাহলে পথের পাঁচালী উপন্যাস আপনার জন্যই। বইটি অনলাইনে কিনুন, কিংবা পিডিএফ পড়ে ফেলুন—একবার শুরু করলে শেষ না করে উঠতে মন চাইবে না, এই কথা নিশ্চিত।
পথের পাঁচালী মানিক বন্দ্যোপাধ্যায় pdf download
পথের পাঁচালী রিভিউঃ
উপন্যাস “পথের পাঁচালী” হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস । বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত । খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই ( এখানে ইন্দির ঠাকরুনের বর্ণনা দেওয়া হয়েছে ) , আম – আঁটির ভেঁপু ( এখানে অপু দুর্গার একসাথে বেড়ে ওঠা , চঞ্চল শৈশব , দুর্গার মৃত্যু , অপুর সপরিবারে কাশীযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে ) এবং অক্রুর সংবাদ।
এই খন্ডে অপুদের কাশীজীবন , হরিহরের মৃত্যু , সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে।বইটিতে পাঠের মাধ্যমে একজন পাঠক প্রাচীনকালের সমাজ ব্যবস্থা , পল্লী প্রকৃতি , সামাজিক ত্রুটি যেমন : বাল্যবিবাহ ও যৌতুক প্রথা , স্বামীহারা নারীদের জীবন সংগ্রাম , গ্রামের মানুষের সরলতা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।
বইটি অামাদের অাবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।বইটি পড়ে আমি অনেক সচেতন হয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আরেকটু অনুপ্রেরণা পেয়েছি।খুবই চমৎকার ছিলো উপন্যাসটি । পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী ( চলচ্চিত্র ) নির্মান করেন যা দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় । তাই পাঠক দেরি না করে বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই উপন্যাসটি এখনোই পড়ে ফেলুন ।
পথের পাঁচালী উপন্যাস PDF বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই
Please Wait...
FAQ
1. বইটির লেখক?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
2. বইটির প্রকাশনী?
ভাষাপ্রকাশ




