মায়ামৃগ উপন্যাস PDF বই | Mayamrig uponnash pdf

5/5 - (1 vote)

মায়ামৃগ উপন্যাস PDF: বই মায়ামৃগ, লেখক ইলমা বেহরোজ, প্রকাশনী অন্যধারাইলমা বেহরোজ এর প্রথম বই ৷ অনেকেই বইটির প্রেমে পড়ে মায়ামৃগ-২ বই চায় ৷ যাইহোক বইটি অনেকেই পড়তে চান ৷ যারা এখনও বইটি পড়েননি, তাদের জন্য আজকের পোষ্ট ৷

মায়ামৃগ উপন্যাস PDF বই | Mayamrig uponnash pdf

মায়ামৃগ—ইলমা বেহরোজ

  • বইঃ মায়ামৃগ
  • লেখকঃ ইলমা বেহরোজ ৷
  • প্রকাশনীঃ অন্যধারা
  • পেইজঃ ৩০৩টি ৷
  • ক্যাটাগরিঃ থ্রিলার বই ৷

মায়ামৃগ বই থেকে কিছু অংশ(সময় হলে পড়ুন)

হীরাকান্তে হিংস্র প্রাণীর সংখ্যা অগণিত। যেকোনো মুহূর্তে বন্য জন্তুরা আক্রমণ করতে পারে। দ্বীপে প্রথম রাত্রিযাপনে একদল ভালুকের মুখে পড়েছিল তারা। পূর্ব প্রস্তুতি না থাকায় প্রত্যেকে আহত হয়। ভাগ্যক্রমে সুলেমানের উপস্থিত বুদ্ধির জোরে তখনের মতো সকলে বেঁচে যায়। সেদিন থেকে রাতের দ্বিতীয় প্রহর থেকে প্রত্যেকে পালা করে গুহা পাহারা দেয়।

আজ কুয়াশা নেমেছে। শীতকাল যেন দ্রুতই চলে এলো। তালিবুল তৃতীয় প্রহরে সুলেমানকে ডেকে তুললেন। তখন বাজে রাত বারোটা। গভীর অরণ্য থেকে ভেসে আসছে নানা প্রজাতির কীটপতঙ্গ ও জন্তুদের ডাক। শোনা যাচ্ছে ঝরনার ছলছলানি। সুলেমান গায়ে চাদর জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ঝটকা হাওয়া এসে লাগে মুখে, উড়িয়ে নিয়ে যায় ঘুম। । সে সে আগুনের আগুনের পাশে গিয়ে বসল। পাশে একটা রাইফেল ও দুটো ছুরি রাখা। কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ঘুরে দেখল, টোটো দাঁড়িয়ে আছে। টোটো মাঝারি আকারের একটি নাদুসনুদুস কুকুর। তার গায়ের রং সাদা।

সুলেমান এক হাত বাড়িয়ে টোটোকে কাছে টেনে নিল। দুজন চাদরের নিচে পাশাপাশি বসে দূর-দিগন্তে তাকায়। কুয়াশা জড়ানো চাঁদের আলোয় চারপাশ রহস্যময় হয়ে উঠেছে। সুলেমান টোটোর মাথায় হাত বুলিয়ে বলল, ‘তোর নাম তাহলে টোটো?’

টোটোর নিষ্পাপ চাহনি বুকের ফাঁকফোকর গলে হৃদয় ছুঁয়ে যায়। সুলেমান তার মাথায় হাত রেখেই বলল, ‘সুন্দর নাম। কে রেখেছে? ফ্লোরা নাকি অন্য কেউ?’ সে জানে টোটোর উত্তর পাবে না। তবুও উত্তরের আশায় চেয়ে রইল। ক্ষণমুহূর্ত পর দ্বিগুণ উৎসাহ নিয়ে জানতে চাইল, ‘তোর কি এখানে ভালো লাগছে?’

টোটো তার গা ঘেঁষে শুয়ে পড়ে। মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে কুকুর। সুলেমান বহুবার ভেবেছে কুকুরকে সঙ্গী করবে, কখনো হয়ে ওঠেনি। এই প্রথম সে কুকুরের সংস্পর্শে এসেছে। টোটোর শরীরে হাত বুলিয়ে দিতে দিতে আবিষ্কার করে কীটপতঙ্গের ডাকাডাকি হারিয়ে যাচ্ছে দূরে। ধেয়ে আসছে নিস্তব্ধতার চাদর। হঠাৎ এমন কেন হচ্ছে? সে চতুর্দিকে চোখ ঘুরিয়ে অন্ধকার ঝোপঝাড়ের আড়ালে দুই জোড়া চোখ দেখতে পেল। হলুদ চোখগুলো খুব তীব্র রং ধারণ করেছে।

সুলেমানের ধারণা, যে প্রাণীগুলো তার দিকে তাকিয়ে আছে তা হলো হিংস্র শিয়াল। তিন-চারদিন পূর্বে গফুর একটি শিয়ালকে হত্যা করেছিল। কিছুটা দূরে পাহাড়ের চূড়ায় আরো কতগুলো প্রাণীর কালো অবয়ব দেখা যাচ্ছে। তাদের চোখেও আলো প্রতিফলিত হচ্ছে। সুলেমান দ্রুত রাইফেল হাতে তুলে নিল। আশপাশ থেকে হিস হিস শব্দ ভেসে আসছে। রাত গভীর হলেই সাপের আনাগোনা বেড়ে যায়। মায়ামৃগ উপন্যাস PDF বই

Also Link: পদ্মজা উপন্যাস(ইলমা বেহরোজ) পিডিএফ

মায়ামৃগ উপন্যাস PDF বই | Mayamrig uponnash pdf

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

Last updated: