১০টি সেরা হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ প্রত্যেকের পড়া উচিত

Rate this post

সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ পড়া কিংবা জানা প্রত্যেক নর-নারীর একান্ত প্রয়োজন ৷ কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে রয়েছে মানব জাতীর জন্য উত্তম আদর্শ ৷ মহানবী সাঃ এর জীবনী নিয়ে শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ কোনগুলো অথবা নবি জীবনী নিয়ে লেখা কোন সীরাতগ্রন্থ পড়লে নবিজীর জীবনী জানা যায়, তাদের জন্য বাছাই করা সেরা ১০টি গ্রন্থ ৷

১০টি শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ (PDF)

যে ফুলের খুশবুতে মাতোয়ারা সারাজাহান, যে সৌরভে শোভিত লক্ষ কোটি হৃদয়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব ইতিহাসে শ্রেষ্ঠত্ব ও মর্যাদায় তিনি সর্বকালের সেরা। একথা ভাবতেই ভালো লাগে- আমরা তাঁর উম্মত ও অনুসারী; আমাদের শিকড় ও শিখরজুড়ে আছেন তিনি। আমরা ভালোবাসি তাঁকে, তিনিও ভালোবেসেছেন আমাদের। প্রিয় রাসুলের জীবন যতই পড়ি ভালোলাগে, যতই তাঁর ঘ্রাণ নিই মুগ্ধ হই। এই মুগ্ধতা কোনোদিনই শেষ হবে না, কখনোই ফুরাবে না।

নবি হিসেবে তো বটেই, ব্যক্তি হিসেবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনুকরণীয় ও অনুসরণীয়। মুসলমানরা তো অবশ্যই, অমুসলিমরাও বিমুগ্ধ হয়েছে তাঁর আখলাকের মাধুর্যে ও গুণাবলির পূর্ণতায়। বিমোহিত হয়েছে তাঁর চরিত্রের সুবাসে। যুগে যুগে বহু কালজয়ী মনীষা একথা স্বীকার করেছেন, রাসুলের চেয়ে উত্তম চরিত্র ও গুণাবলির অধিকারী আর কেউ জন্মায়নি পৃথিবীতে; তিনিই সেরা এবং সর্বেসর্বা।

নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ (সূরা আজহাব, আয়াত: ২১)।

বাছাই করা ১০টি শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ

০১. আর রাহীকুল মাখতূম

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ আর রাহীকুল মাখতুম। আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত জগদ্বিখ্যাত ও বিশুদ্ধ নবিজীবনী লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি ৷ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, যা প্রত্যেক মুমিনদের জীবনে একবার হলেও পড়া দরকার। এটি নবীজির জন্ম, শৈশব, নবুয়ত প্রাপ্তি, মক্কায় তাঁর সংগ্রাম, মদিনায় হিজরত এবং ইসলামের প্রচার ও প্রতিষ্ঠা নিয়ে বিশদ বিবরণ রয়েছে ।

০২. সীরাতে ইবনে হিশাম

সীরাতে ইবনে হিশাম মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কিত প্রাচীন গ্রন্থগুলোর একটি । সীরাতে ইবনে হিশাম যার আসল নাম আস-সিরাতুন নববিয়্যাহ ৷ বইটির লেখক আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম ইবনে আইয়ুব হুমায়রি। যিনি ইবনে হিশাম নামে পরিচিত ৷

মুসলিম বিশ্বের কাছে সীরাত গ্রন্থ হিসেবে যে গ্রন্থটি অতীব গ্রহণীয় ও নির্ভরযোগ্য তা হচ্ছে সীরাতে ইবনে হিশাম। এ গ্রন্থের প্রণেতা হচ্ছেন বিশিষ্ট মনীষী, ইতিহাসবিদ ও ভাষাবিদ আবদুল মালিক ইবনে হিশাম। এ মনীষীর নামেই গ্রন্থটি সর্বজন স্বীকৃত হলেও এর মূল রচয়িতা হলেন ঐতিহাসিক মদীনা মুনাওয়ারার অধিবাসী মুহাম্মদ ইবনে ইসহাক।

সীরাতে ইবনে হিশাম সকল মহলে সম্মানের সঙ্গে সমাদৃত। এ গ্রন্থটি মূল আরবীতে রয়েছে চার খণ্ডে। প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে এক ভলিউম। তৃতীয় ও চতুর্থ খণ্ড একত্রে এক ভলিউম ৷ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে ৷ বাংলাদেশে বিভিন্ন অনুবাদক বিভিন্ন প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে ৷

০৩. শামায়েলে তিরমিজি

ইমাম তিরমিযী রহ. রচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক, চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলির বর্ণনা সম্বলিত হাদীস গ্রন্থ শামায়েলে তিরমিযী ৷ ইমাম তিরমিযী রহ.-এর নাম মুহাম্মদ। পিতার নাম ‘ঈসা, দাদার নাম সাওরাহ। উপনাম আবু ‘ঈসা। পুরো নাম আবু ‘ঈসা মুহাম্মদ ইবনে ‘ঈসা ইবনে সাওরাহ ইবনে মুসা আত তিরমিযী রহ.।

০৪. যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা

বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সঃ) এর জিবনীর উপর ভিত্তি করে রচিত “যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা” । নবীজি (সা.)-এর জীবনচরিত ও তাঁর কর্ম-আদর্শ বিশ্লেষণ বিষয়ক যতোগুলো গ্রন্থ রয়েছে, তার মধ্যে এটি একটি ৷ হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) লেখা বইটি সকলের পড়া উচিৎ ৷ এই বইতে রাসূল (সাঃ) এর জীবনের বিশেষ বিশেষ মূহুর্ত গুলোও উল্লেখ রয়েছে ৷

০৫. সীরাতে খাতামুল আম্বিয়া

মুফতী মোহাম্মদ শফী রহ. এর লেখা “সীরাতে খাতামুল আম্বিয়া” যেখানে নবিজির বিস্তৃত জীবনকে ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে ৷ রাসূলুল্লাহ (সঃ) এর জীবনী জানা প্রত্যেক মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা সীরাত পড়া শুরু করতে চায় এবং সংক্ষেপে নবি মুহাম্মদ (সঃ) সম্পর্কে জানতে চান, তাদের জন্য বইটি চমৎকার হবে ইনশাআল্লাহ ৷ বইটি বিভিন্ন অনুবাদক বাংলা ভাষায় অনুবাদ করেছেন ৷

০৬. বিশ্বনবী

বাংলা সীরাত গ্রন্থগুলোর মধ্যে কবি গোলাম মোস্তফারবিশ্বনবী” সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে। এর ভাব যেমন উচ্চস্তরের; ভাষাও তেমনি গতিশীল ও প্রাঞ্জল। লেখকের নিজের মনে কত আবেগ আছে, ভালবাসা আছে, হযরতের জন্য কত শ্রদ্ধাবোধ আছে, তা অত্যন্ত সুন্দর করে লেখনীর মাধ্যমে ফুঁটিয়ে তুলেছেন বিখ্যাত এই গ্রন্থটিতে। তাই নবির জীবনী জানতে এই বইটি পড়তে পারেন ৷

০৭. সীরাতুর রাসূল (ছাঃ) নবীদের কাহিনী ৩

বাংলা ভাষায় সবচেয়ে বিশুদ্ধ, সহীহ হাদীস ও সঠিক দলিল ভিত্তিক সিরাত গন্থ “সীরাতুর রাসূল ছাঃ নবীদের কাহিনী” লেখক মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব ৷ আপনারা যারা কোরআন ও সহীহ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের থেকে বিশুদ্ধ বর্ননা সম্মত নবী জিবনী পড়তে চান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনকে সাজাতে চান বইটি শুধু তাদের জন্য।

০৮. নবীয়ে রহমত

নবীয়ে রহমত” বইটি ‘আসসীরাতুন-নাবাবিয়্যার‘ উর্দু তরজমা থেকে বাংলায় অনূদিত হয়েছে ৷ বইটির মূল লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. ৷ আল্লাহর প্রিয় হাবীব সাইয়েদুল মুরসালীন, খাতিমুন নাবিয়্যীন, শাফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন আহমদ মুজতবা মুহাম্মাদ মুসতফা সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর অমর জীবনীগ্রন্থ ৷

বইটিতে রাসুল (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর নবুওয়ত লাভ, মক্কা ও মদিনায় দাওয়াত প্রচার, হিজরত, যুদ্ধ, চুক্তি, এবং ইসলামের প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় অত্যন্ত সুসংবদ্ধভাবে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে রাসুল (সাঃ) এর জীবন এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বিষয়গুলো ৷

০৯. তোমাকে ভালবাসি হে নবী

তোমাকে ভালবাসি হে নবী” বইটির লেখক গুরুদত্ত সিং ৷ একজন অমুসলিম হয়েও বইটিতে প্রকাশ পেয়েছে রাসূল সঃ প্রতি ভালবাসার অসাধারণ বহিঃপ্রকাশ তা মুগ্ধ করবে আপনাকে ৷ নবীজি (সাঃ) এর পুরো জীবনী বইটিতে ফুটে উঠেছে। সে সময়কার মক্কার পরিবেশ কেমন ছিল, ইসলাম আসার পর কেমন হয়েছে, উম্মতের জন্য নবীজি কেমন ব্যাথ্যা পেতেন সব কিছুই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। সংক্ষিপ্ত সীরাতগ্রন্থ হলে বইটি পড়ে লেখকের প্রেমে পড়ে যাবেন আশা করি ৷

১০. বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)

বি স্মার্ট উইথ মুহাম্মাদ” লেখক “হিশাম আল আওয়াদি” এবং বাংলায় অনুবাদ করেন মাসুদ শরীফ ৷ বইটিতে শিশু মুহাম্মাদ, কিশোর মুহাম্মাদ এবং নবুয়তের আগের যুবক মুহাম্মাদ সাঃ এর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে ৷ এটি এমন একটি বই যেটি পড়লে শিশু, মা, যুবক, যুবতি সব বয়সের পাঠক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।

এটি একটি আত্ম উন্নয়ন মুলক বই। রাসূল (সঃ) এর জন্ম, শৈশব এর বেড়ে ওঠা থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি, বিভিন্ন যুদ্ধ, হিজরত ,শান্তিচুক্তি সহ ইন্তেকাল পর্যন্ত ঘটনা গুলো সংক্ষিপ্তাকারে কিন্তু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। রাসূল (সঃ) এর মক্কার জীবন, মদিনার জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে সমাজের দ্বন্দ নিরসন করা যায় সেটি উল্লেখ করা হয়েছে।