ar raheeq al makhtum book by Allama Sofiur Rahman Mubarakpuri pdf download from Pdfporo.

আর রাহীকুল মাখতুম pdf download
শিশুনবী আমেনা মায়ের কোলে । হাত – পা নেড়ে নেড়ে খেলছেন । পড়শিরা একে একে আসতে লাগল । আমেনার কোলে নাকি চাঁদ এসেছে । তার উপর আবদুল মোত্তালিবের নাতি বলে কথা । পুরো কোরাইশ গোত্রে তাঁর মতো প্রভাবশালী আর কে আছে ? অপরদিকে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছে মাত্র ক’মাস হলো । তিনি ছেলের মুখটাও দেখে যেতে পারেননি । বেঁচে থাকলে নির্ঘাত এ খবর সারা মক্কায় ছড়িয়ে বেড়াতেন । সব মিলিয়ে শিশু মুহাম্মদকে একনজর দেখার জন্যে মক্কার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বাবা আবদুল্লাহর বাড়িতে ভিড় জমাতে লাগল ।
দাদা আবদুল মোত্তালিব দুধ – মাতা খুঁজে ক্লান্ত । আরবে দুধ – মাতার প্রথা বহুদিনের । শহুরে সন্তানদের পাঠানো হয় গ্রামাঞ্চলে । সেখানকার মহিলারা নবজাতকদের দুধপান করান । বিনিময়ে পান অর্থকড়ি । তা দিয়ে চলে সংসার । দুর্ভিক্ষের দিন । মক্কার পূর্বে তায়েফ অঞ্চল । সেখান থেকে নবজাতকের সন্ধানে এলো একদল মহিলা । সবার ভাগ্যে নবজাতক জুটলেও একজনের জুটেনি । তিনি সা’দ গোত্রের হালিমাতুস সাদিয়া । তাঁর জন্য পড়ে আছে এক এতিম শিশু ; যাঁকে নিতে ইতোমধ্যে সবাই অস্বীকৃতি জানিয়েছে । অবস্থা কবিগুরু রবীন্দ্রনাথের ‘ খ্যাপা সন্ন্যাসী’র মতো । খ্যাপা হাতে শিকল নিয়ে পরশপাথর খুঁজে বেড়ায় । খুঁজতে খুঁজতে বৃদ্ধ হয় , ত্বক ফ্যাকাশে হয় , পরশপাথর পাওয়া হয়ে ওঠে না ।
আর রাহীকুল মাখতূম pdf download
একদিন লোকের প্রশ্ন শুনে চমকে ওঠে । এ কী খ্যাপা , তোমার হাতে স্বর্ণের শিকল এলো কোথা থেকে ? খ্যাপা তো অবাক ! স্বর্ণ হলো কী করে ? হায়রে খ্যাপা , কোথায় , কখন যে এ শিকল পরশপাথরে লেগে স্বর্ণ হয়ে গেছে , সে নিজেই বুঝতে পারেনি ! কারণ , সে পরশপাথর খুঁজে মরেছে ঠিকই , আদতে পরশপাথর কীরূপ তা তার জানা ছিল না । খারাপ হলেও হালিমার ভাগ্য সুপ্রসন্ন । না – চিনে ফেলে আসা পরশপাথর পুনরায় কুড়িয়ে পেল । স্বামীর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় – এতিম শিশুটিকেই নেবে । মা আমেনা তাঁর দুলালকে মা হালিমার হাতে সোপর্দ করতে করতে বলেন— “ যেমন – তেমন ভেবো না , এ ছেলে গর্ভে থাকতে আমি কখনো গর্ভানুভূতিই পাইনি । গর্ভাবস্থায় যে – সব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে , তা শুনলে অবাক না হয়ে পারবে না ।
মহানবী সাঃ এর জীবনী pdf download
সীরাতে রাসুল সাঃ কে নিয়ে আরও কিছু বই,,
বই | পিডিএফ |
---|---|
1. বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) লেখকঃ মাসুদ শরীফ (অনুবাদক) | |
2. নবি জীবনের গল্প লেখকঃ আরিফ আজাদ | |
3. দ্য প্রফেট লেখকঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ (অনুবাদক) | |
4. রাসূলের চোখে দুনিয়া লেখকঃ ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রঃ) | |
5. মাআল মুস্তফা লেখকঃ ড. সালমান আল আওদা |