ইসলাহী খুতুবাত PDF ১-১৮ খন্ড | Islahi khutubat E-Book

4.8/5 - (42 votes)

ইসলাহী খুতুবাত PDF: বইঃ ইসলাহী খুতুবাত(টোটাল ১-১৮খন্ড), লেখকঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, অনুবাদকঃ মাওলানা মুহাম্মদ উমায়ের কোব্বাদী, প্রকাশনীঃ দারুল উলূম লাইব্রেরী ৷ ইসলাহী খুতুবাত বইটি পড়তে অনেকেই আগ্রহী ৷ নিচে বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক দেওয়া আছে দেখুন এবং আমাদের সাথেই থাকুন ৷

ইসলাহী খুতুবাত PDF ১-১৮ খন্ড | Islahi khutubat E-Book

বিবরণঃ—

বইঃইসলাহী খুতুবাত (১-১৮ খণ্ড)
লেখকঃশাইখুল ইসলাম
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
অনুবাদকঃমাওলানা মুহাম্মদ উমায়ের কোব্বাদী ৷
প্রকাশনীঃদারুল উলূম লাইব্রেরী ৷
ক্যাটাগরিঃদাওয়াত, তাবলীগ, বক্তৃতা,
আলোচনা ও ওয়াজ ৷

প্রথম খন্ডঃ ইসলাহী খুতুবাত( সূচিপত্র )

  • বুদ্ধির কর্মক্ষেত্র
  • রজব মাস কিছু ভ্রান্ত চিন্তার মূলোৎপাটন
  • নেক কাজে বিলম্ব করতে নেই
  • শরীয়তের দৃষ্টিতে সুপারিশ
  • রোজার দাবী কী?
  • নারী স্বাধীনতার ধোঁকা
  • দ্বীন: সন্তুষ্টচিত্তে মানার জিন্দেগির নাম
  • বিদ’আত এক জঘন্যতম গুনাহ

বইটির প্রথম খণ্ড থেকে কিছু অংশ ৷ পুরো বইটি পড়তে ইসলাহী খুতুবাত PDF অথবা হার্ডকপি পড়ুন

একটি আদর্শ চুক্তি

একবার হযরত ফারুকে আ’যম (রা.) সিদ্দীকে আকবর (রা.)-কে বললেন, আপনি আমার সাথে একটি চুক্তি করলে উপকৃত হতাম। সিদ্দীকে আকবর (রা.) জিজ্ঞেস করলেন, চুক্তিটি কি? উত্তরে হযরত ওমর (রা.) বললেন, আমার জীবনের সকল আমল আর নেকী আপনার ওই একরাতের আমলের বদৌলতে আমাকে দিয়ে দিন, যে রাতে আপনি হুযুর (সা.)-এর সাথে গারে ছাওরে থেকে অর্জন করেছেন। (অর্থাৎ ওই এক রাতের আমল যেটি আপনি গারে ছাওরে করেছেন, তা আমার জীবনের সকল আমলের চেয়ে উত্তম।)

মোটকথা, সাহাবায়ে কেরামের জীবনী দেখুন। কোথাও পাওয়া যাবে না যে, ‘অমুক এত টাকা জমা করেছে, তাই আমাকেও এত টাকা জমা করতে হবে। কিংবা অমুকের বাড়ি জাঁকজমকপূর্ণ, আমাকেও জাঁকজমকপূর্ণ বাড়ি বানাতে হবে অথবা অমুকের বাহন উত্তম আর আমারও এমন বাহন হওয়া চাই’। এ ধরনের প্রতিযোগিতার মনোভাব তাঁদের জীবনীতে মোটেই পরিলক্ষিত হয় না। তবে তা নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা তাঁদের মাঝে অবশ্যই ছিল। আর আজ আমাদের ব্যাপার চলছে উল্টো দিকে। নেক আমলের ব্যাপারে এগিয়ে যাওয়ার মন-মানসিকতা নেই। ধন-সম্পদের পিছনে সকাল-সন্ধ্যা শুধুই দৌড়াচ্ছি। ধন-সম্পদে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চিন্তায় নিমগ্ন।

আমাদের জন্য একটি উন্নত প্রেসক্রিপশন

নবী করীম (সা.) বিস্ময়কর একটি বাণী উপহার দিয়ে গেছেন, যা আমাদের জন্য একটি উন্নত প্রেসক্রিপশন স্বরূপ। তিনি বলেন, ‘দুনিয়ার ব্যাপারে সর্বদা তোমার নীচের মানুষের প্রতি দৃষ্টিপাত করবে, তোমার থেকে ধন-সম্পদে নিম্নমানের, যারা তাদের সাথে উঠা-বসা করবে। আর দ্বীনের ব্যাপারে লক্ষ্য করবে তোমার উপরওয়ালার প্রতি এবং তাঁদের সান্নিধ্য গ্রহণ করবে।’ কিন্তু কেন…?

কারণ, দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে নীচের লোকদের প্রতি লক্ষ্য করলে আল্লাহ তা’আলা তোমাকে যেসব নিয়ামত দান করেছেন, সেগুলোর ক্বদর বাড়বে। তোমার কাছে মনে হবে এ নিয়ায়াড়টিতো তোমার নিচের লোকটির কাছে নেই। আল্লাহ তা’আলা আমাকে অনুগ্রহ করে নিয়ামতটি দান করেছেন। এভাবে তুমি অল্পে তুষ্ট হতে সক্ষম হবে। আল্লাহর শুকরিয়া মনের মাঝে জেগে উঠবে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাবে। আর দ্বীনের ব্যাপারে যখন উপরওয়ালার প্রতি লক্ষ্য করবে, দেখবে যে, এ ব্যক্তি দ্বীনের ব্যাপারে আমাকে ছাড়িয়ে গিয়েছে, তখন তোমার ভিতরকার ত্রুটি-বিচ্যুতিগুলো ধরা পড়বে। দ্বীনের ব্যাপারে এগিয়ে যাওয়ার চিন্তা উদ্ভব হবে।

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক শান্তি অর্জন করলেন কীভাবে?

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রা.), যিনি ছিলেন একাধারে একজন মুহাদ্দিস, ফকীহ ও সূফী। তিনি বলেন, আমি যেহেতু ধনী ছিলাম, তাই জীবনের প্রাথমিক সময়টা ধনাঢ্যদের সাথে অতিবাহিত করেছি। সকাল-সন্ধ্যা ধনাঢ্যদের সাথে থাকতাম। যতদিন আমি তাদের সাথে ছিলাম, ততদিন আমার চেয়ে পেরেশান আর কেউ ছিল না। কারণ, যেখানে যেতাম, সেখানে দেখতে পেতাম, তার বাড়িটি আমার বাড়ির চেয়ে মনোরম। তার বাহনটি আমার বাহন থেকে উন্নত। তার কাপড় আমার কাপড় থেকে সুন্দর। এগুলো দেখে দেখে আমি এই ভেবে বিষণ্ণ হয়ে পড়তাম, হায়, আমার তো তার মতো ভাগ্য জোটেনি।

অতঃপর আমি আমার চেয়ে গরিবদের সাথে দিনাতিপাত করতে লাগলাম। যখন তাদের সাথে উঠা বসা শুরু করলাম, فَاسْتَرَحْتُ অর্থাৎ- ‘তারপর প্রশান্তি অনুভব করতে লাগলাম।’ কারণ, এখন যাকেই দেখি তাকেই মনে হয়, আমি তার চেয়ে বহু ভালো আছি। আমার খাওয়া-দাওয়াও তার চেয়ে ভালো। আমার পোশাক-পরিচ্ছদও তার থেকে উন্নত। আমার বাড়িটিও তার বাড়ি থেকে মনোরম। আমার বাহনটিও তার বাহন থেকে ভালো। এভাবে আমি আলহামদুলিল্লাহ- প্রশান্তি লাভ করেছি।

ইসলাহী খুতুবাত PDF ১-১৮ খন্ড | Islahi khutubat E-Book

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"