কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf download | kaler songkhipto ithash book pdf. কালের সংক্ষিপ্ত ইতিহাস বইটির লেখক স্টিফেন হকিং (Stephen Hawking) এবং ঐশী পাবলিকেশন্স (Oishi Publications) কর্তৃক প্রকাশিত ইতিহাস বিষয়ক বই ৷ বইটির পিডিএফ লিংক দেওয়া আছে, নিচ থেকে ডাউনলোড করুন ৷ প্রতিদিন বইয়ের পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf download
বইয়ের বিবরণঃ কালের সংক্ষিপ্ত ইতিহাস
বইঃ | কালের সংক্ষিপ্ত ইতিহাস |
লেখকঃ | স্টিফেন হকিং |
অনুবাদকঃ | ইফতেখার রসূল জর্জ |
প্রকাশনীঃ | ঐশী পাবলিকেশন্স |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | ইতিহাস বিষয়ক বই PDF |
কালের সংক্ষিপ্ত ইতিহাস বই pdf download
অ্যারিষ্টোটল ভাবতেন পৃথিবীটা স্থির এবং সূর্য , চন্দ্র , গ্রহ ও তারকারা পৃথিবীর চারদিকে বৃত্তাকার কক্ষে চলমান । তিনি এটা বিশ্বাস করতেন তার কারণ অতীন্দ্রিয়বাদী ( mystical ) যুক্তিতে তিনি বিশ্বাস করতেন , পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং বৃত্তাকার গতি সবচাইতে নিখুঁত । খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে টোলেমী ( Ptolemy ) এই ধারণা বিস্তার করে ব্রহ্মান্ডের একটি সম্পূর্ণ প্রতিরূপ ( cosmological model ) তৈরি করেছিলেন ।
পৃথিবী ছিল কেন্দ্রে এবং তাকে ঘিরে ছিল আটটি গোলক । এই গোলকগুলি বহন করত চন্দ্র , সূর্য , তারকা এবং সেই যুগে জ্ঞাত পাঁচটি গ্রহ – বুধ , শুক্র , মঙ্গল , বৃহস্পতি এবং শনি ( চিত্র ১.১ ) । গ্রহগুলি নিজেরা তাদের নিজ নিজ গোলকের সঙ্গে যুক্ত ক্ষুদ্রতর বৃত্তে ভ্রমণ করে । এই বিবরণ ব্যাখ্যা করত তাদের আকাশে পর্যবেক্ষণ করা পথের জটিলতা ।
সবচাইতে বাইরের গোলকে থাকে তথাকথিত স্থির তারকাগুলি , এই তারকাগুলি পরস্পর সাপেক্ষ সব সময়ই একই অবস্থানে থাকে কিন্তু তারা একত্রে আকাশের এপার থেকে ওপারে ঘোরে । শেষ গোলকের বাইরে কি থাকত সেটা কখনোই স্পষ্ট ছিল না । তবে সেটা নিশ্চিত ভাবেই মানুষের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের অংশ ছিল না ।
টোলেমীর ( Ptolemy ) প্রতিরূপ থেকে মহাকাশের বস্তুপিন্ডগুলির আকাশে অবস্থান সম্পর্কে মোটামুটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করা সম্ভব ছিল । সে জন্য টোলেমীকে একটা অনুমান করতে হয়েছিল : চন্দ্র এমন একটি পথ পরিভ্রমণ করে , যে পথে অনেক সময় অন্যান্য সময়ের তুলনায় পৃথিবীর সঙ্গে চাঁদের নৈকট্য দ্বিগুণ হয় ।
আরও পড়ুনঃ HSC পদার্থবিজ্ঞান PDF
কালের সংক্ষিপ্ত ইতিহাস স্টিফেন হকিং pdf download
এর অর্থ চন্দ্রের আকার অনেক সময় অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ দেখানো উচিত । এই ত্রুটি টোলেমী বুঝতে পেরেছিলেন । কিন্তু তবুও এই প্রতিরূপটি সাধারণভাবে গৃহীত হয়েছিল । অবশ্য সবাই মেনে নেন নি । খ্রিষ্টীয় চার্চ এই প্রতিরূপ গ্রহণ করেছিল । তার কারণ তাদের ধর্মশাস্ত্রের সঙ্গে এই প্রতিরূপের মিল ছিল । এই প্রতিরূপের সুবিধা হল , স্থির তারকাগুলির গোলকের বাইরে বেহেস্ত এবং দোজখের জন্য অনেকখানি জায়গা পাওয়া যায় ।
নিকোলাস কোপারনিকাস ( Nicholas Copernicus ) নামক একজন পোলিশ পুরোহিত ১৫১৪ সালে একটি সরলতর প্রতিরূপ উপস্থাপন করেন ( প্রথমে হয়তো নিজেদের চার্চ ধর্মবিরোধী বলবে এই ভয়ে কোপারনিকাস নিজের প্রতিরূপটি নিজের নাম না দিয়ে প্রচার করেন ) । তাঁর ধারণা ছিল সূর্য কেন্দ্রে স্থিরভাবে অবস্থান করে এবং পৃথিবী আর অন্যান্য গ্রহ বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে । এই চিন্তাধারাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে প্রায় এক শতাব্দী লাগে ।
তারপর জার্মান জোহান কেপলার এবং ইটালীয়ান গ্যালিলিও গ্যালিলি এই দুই জ্যোতির্বিদ প্রকাশ্যভাবে কোপারনিকাসের তত্ত্ব সম্পূর্ণভাবে সমর্থন করতে শুরু করেন । অথচ , এই তত্ত্ব যে রকম কক্ষের পূর্বাভাস দিয়েছিল তার সঙ্গে পর্যবেক্ষণ করা কক্ষের সম্পূর্ণ মিল ছিল না । অ্যারিষ্টোটলীয় – টোলেমীয় তত্ত্বের উপর মরণ আঘাত আসে ১৬০৯ খ্রিষ্টাব্দে । সে বছর গ্যালিলিও সদ্য আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাত্রির আকাশ পর্যবেক্ষণ করা শুরু করেন ।
বৃহস্পতি গ্রহকে দেখবার সময় তিনি কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র উপগ্রহ অর্থাৎ চন্দ্ৰ দেখতে পান । সেগুলি বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে । এর নিহিত অর্থ হল , অ্যারিষ্টোটল এবং টোলেমী যা ভাবতেন সেই মতানুসারে যদিও সবারই পৃথিবীকে প্রদক্ষিণ করা উচিত , তবুও সব জিনিসই পৃথিবীকে প্রদক্ষিণ করে না ( অবশ্য তখনও বিশ্বাস করা সম্ভব ছিল : পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থিরভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির চন্দ্রগুলি অত্যন্ত জটিল পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে ।
পথটা এনম যে , মনে হয় তারা বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে । কিন্তু কোপারনিকাসের তত্ত্ব ছিল অনেক সরল ) । একই সময় জোহান কেপলার কোপারনিকাসের তত্ত্বের পরিবর্তন করেন । তাঁর মতে গ্রন্থগুলি বৃত্তাকারে চলমান নয় , চলমান উপবৃত্তাকারে ( ellipse ) উপবৃত্ত লম্বাটে একটা বৃত্ত ) । শেষ পর্যন্ত পূর্বাভাস এবং পর্যবেক্ষণে মিল হল ।
Download Now kaler songkhipto ithash book pdf
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
"ঘরে বসে আয় করুণ"
-
কালের সংক্ষিপ্ত ইতিহাস বইটির লেখক কে?
উত্তরঃ স্টিফেন হকিং, ইফতেখার রসূল জর্জ (অনুবাদক) ৷
-
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ ঐশী পাবলিকেশন্স ৷