কুসংস্কারাচ্ছন্ন ঈমান PDF(১ম ও ২য় খন্ড) মাসুদা সুলতানা রুমী বই

5/5 - (1 vote)

কুসংস্কারাচ্ছন্ন ঈমান PDF: বই কুসংস্কারাচ্ছন্ন ঈমান ১ম ও ২য় খন্ড, লেখক মাসুদা সুলতানা রুমী, প্রকাশনী রিমঝিম প্রকাশনী ৷ প্রিয় ভিউয়ার, আপনারা অনেকেই এই গুরুত্বপূর্ণ বইটি পড়তে ইচ্ছুক,৷ কেউ হার্ডকপি, কেউ পিডিএফ আকারে ৷ আপনাদের জন্য কুসংস্কারাচ্ছন্ন ঈমান বইটির হার্ডকপি এবং পিডিএফ উভই লিংক দেওয়া হয়েছে, পড়তে পারেন ৷

কুসংস্কারাচ্ছন্ন ঈমান-মাসুদা সুলতানা রুমী

কুসংস্কারাচ্ছন্ন ঈমান PDF
  • বইঃ কুসংস্কারাচ্ছন্ন ঈমান ১ম ও ২য় খন্ড
  • লেখকঃ মাসুদা সুলতানা রুমী ৷
  • প্রকাশনীঃ রিমঝিম প্রকাশনী ৷
  • ক্যাটাগরিঃ ঈমান, আক্বিদা ও তাওবাহ বই ৷

ইসলামের নামে এমন কিছু কথা, গল্প, ঘটনা, কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে এবং প্রতিনিয়ত এগুলো প্রচারিত হচ্ছে যার সাথে ইসলামের দূরতম কোন সম্পর্কও নেই। অথচ এই কল্পকাহিনীগুলোকে এমন সত্য বলে মনে করা হয় যেন এসব কুরআনেরই বাণী।

Also Link: হাদীসের নামে জালিয়াতি PDF

কুসংস্কারাচ্ছন্ন ঈমান বই থেকে প্রসঙ্গ কথা

আমাদের শিক্ষাব্যবস্থা এতোটা দুর্বল ও ঘোলাটে যে, এ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েও কেউ ইসলামের নিরিখে প্রকৃত সত্য ও মিথ্যা এবং হক-বাতিলের পার্থক্য নির্ণয় করতে পারেন না। একজন মুসলিম তার আকিদা বিশ্বাস কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত নয়, কিসের ভিত্তিতে আকিদা বিশ্বাস গড়ে ওঠা উচিত তা তিনি বুঝতে পারেন না। সমাজে এমন অনেক নামধারী ঈমানদার দীনদার ও পরহেজগার মুসলমান রয়েছেন, যাদের ঈমান মোটেই সহী নয়। তাদের সরল বিশ্বাসের মধ্যে রয়েছে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের মতো মারাত্মক গলদ। তারা সত্য দূরে ফেলে মিথ্যা কল্পকাহিনীকেই সত্য বলে আঁকড়ে ধরে আছেন। তারা আছেন মস্ত বড় গোলক ধাঁধায়।

এ ধাঁধা সৃষ্টি করা হয়েছে। বাতিল যুগে যুগে মুসলমানদেরকে প্রকৃত ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে নেবার জন্য, বিশেষ করে ইংরেজরা ভাড়াটে লেখক দিয়ে বড় বড় মুসলিম মনীষীদের নামে অনেক অবাস্তব ও অলৌকিক কল্পকাহিনী রচনা করেছেন। রচনা করেছেন মারেফতী, জারি-সারিসহ নানা রকম কিচ্ছা-কাহিনীর বই। এগুলোকে কিতাব বলা হয়। এসব কাহিনী বহুল প্রচারিত এবং খুব জনপ্রিয়ও। অনেক আলেম বক্তাও এসব বানোয়াট কিচ্ছা সত্য বলে বিশ্বাস করেন এবং সভা মাহফিলে বয়ান করে থাকেন। এর ফলে অশিক্ষিতগণ তো বটেই সাধারণ শিক্ষিত লোকও এসব গালগল্প বিশ্বাস করেন। কুরআন ও হাদীসের আলোকে এগুলো যাচাই করার ক্ষমতা এদের নেই।

আকিদা বা বিশ্বাস ঈমান। আর ঈমানের উপরই নির্ভর করে সকল ইবাদতের ফলাফল। তাই অবাস্তব ও অন্ধ আকিদা বা বিশ্বাস কোনো মুমিনের থাকতে পারে না। মাসুদা সুলতানা রুমী একজন ইসলামী চিন্তাশীল লেখিকা। সমাজের সরল ধর্মপ্রাণ নর-নারীদের ঈমান আকিদার কুসংস্কার ও অন্ধবিশ্বাস দেখে তিনি ব্যথিত হয়েছেন। আলোচ্য পুস্তিকায় তিনি বহুল প্রচারিত কয়েকটি মিথ্যে কল্পকাহিনীর অসারতা কুরআন হাদীসের আলোকে বিশ্লেষণ করে দেখিয়েছেন। পুস্তিকাটি পাঠ করে যে কেনো পাঠক এ সম্পর্কে যেমন সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারবেন, তেমনি এ ধরনের আরো অসংখ্য কল্পকাহিনীর অসারতা যাচাই করতে সক্ষম হবেন। তাঁর এ পুস্তিকাটিকে সমাজের অসংখ্য অন্ধ বিশ্বাসের গহীন অন্ধকারে একটি উজ্জ্বল আলোকবর্তিকার সঙ্গে তুলনা করা যায়।

আবদুল হালীম খাঁ

কুসংস্কারাচ্ছন্ন ঈমান PDF Download(১ম ও ২য় খন্ড)

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার

IncomeSource
IncomeSource Join Now

"ঘরে বসে আয় করুণ"