মোঃ সহিদুল ইসলাম রাজন এর লেখা সুইসাইড নোট বই প্রকাশিত হয়েছে বইবাজার প্রকাশনী থেকে ৷ থ্রিলার বিষয়ক পুরো বইটি পড়লে বুজতে পারবেন একাকিত্বতা এবং প্রিয় মানুষের অবহেলা একটি মানুষকে কতটা ভয়াবহ করে তলে, সেটা তুলে ধরা হয়েছে শেষ অংশে। সত্যি বেশ ভালো লেগছে গল্পটা সবার পড়ার অনুরোধ রইলো ৷ অনেকে জানতে চান সুইসাইড নোট বই PDF কিভাবে ডাউনলোড করবেন এবং বইটির হার্ডকপি কোথায় পাওয়া যাবে? পড়ুন সবকিছু জানতে পারবেন ৷

বই বিবরণ
| বইঃ | সুইসাইড নোট |
| লেখকঃ | মোঃ সহিদুল ইসলাম রাজন |
| প্রকাশনীঃ | বইবাজার প্রকাশনী |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | থ্রিলার বই |
রিভিউ
জীবনে এমন কিছু গল্প থাকে, যা শুধু গল্প বললে ভুল হবে— এসব গল্প নিজের মনকেও নাড়িয়ে দেয়। সুইসাইড নোট বই এমনি একটি রোমান্টিক থ্রিলার, যেখানে ভালোবাসা, একাকীত্ব, পারিবারিক ভাঙন আর মানসিক যন্ত্রণার সব প্রকার অনুভূতি পাওয়া যায়। শ্রাবণ নামের এক তরুণের জীবনের প্রতিটি মহূর্ত এমনি আনন্দ-বেদনায় রচিত । বাবা-মায়ের বিচ্ছেদে ভেঙে যাওয়া পরিবার, মায়ের অসহায়তা আর নিজের অস্তিত্বহীনতা—সবকিছু মিলে শ্রাবণ একা হয়ে পড়ে।
তার এই কঠিন জীবনে আলো হয়ে আসে নীলা। শুরু হয় নতুন ভালোবাসার গল্প। কিন্তু সেই ভালোবাসার ভেতরেও লুকিয়ে থাকে সন্দেহ, অধিকারবোধ আর অবহেলা—যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে গ্রাস করে ফেলে। নীলার জীবনে তৃতীয় একজনের আগমন শ্রাবণকে ঠেলে দেয় অতীতের সেই একাকীত্বে। এখান থেকেই গল্প ঘুরে যায় অন্য আরেকদিকে।
এই সুইসাইড নোট বই পড়তে গিয়ে মনে হবে, জীবনের প্রতিটি সম্পর্কই যেন সূক্ষ্ম এক সুতোয় বাঁধা। অতিরিক্ত ভালোবাসা, ওভার থিংকিং আর ভুল বোঝাবুঝির কারণে কীভাবে সুন্দর একটি সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়—এই বইতে তা নিখুঁতভাবে ফুটে উঠেছে। লেখক মোঃ সহিদুল ইসলাম রাজন তার এই বইতে ফুটিয়ে তুলেছে—ভালোবাসার মাঝেও কষ্ট থাকে, সম্পর্কের ভেতরেও মৃত্যু লুকিয়ে থাকতে পারে।
সবচেয়ে মজার বিষয় হলো, বইয়ের ঝুমুর চরিত্রটি একদম প্রাণবন্ত মনে হবে আপনার কাছে। সে যেন জীবনের আরেক রঙ—যেখান থেকে পাঠক আবারও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবে। বইয়ের অনেক লাইন পাঠকের মনে স্থায়ী ছাপ ফেলবে, যেমন — “ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পেতে হয়, তাই কিছুসময় ভালোবাসা অপ্রকাশিত রাখাই শ্রেয়।”
এই বই পড়ে আপনি ভাবতে শুরু করবেন। এটি শেখায়—বিবাহ বিচ্ছেদ কেবল দু’জন মানুষের সম্পর্কের ইতি নয়, এটি একটি সন্তানের মানসিক জগতেরও ভাঙন। শেখায়, অতিরিক্ত অধিকার বা সন্দেহই সম্পর্ক নষ্টের অন্যতম কারণ।
যারা রোমান্টিক থ্রিলার ভালোবাসেন, সম্পর্কের ভেতরকার আবেগ আর অনুভূতি জানতে চান—তাদের জন্য সুইসাইড নোট বই এক অনবদ্য বই বলে আমি মনে করি। পড়তে গিয়ে হয়তো আপনারও মনে হবে—“এমনও জীবন হয়!”
সুইসাইড নোট বই থেকে একটু পড়ুন
হলুদে নীলার নামের সাথে মিল রেখে নীলা পরেছিল নীল শাড়ি আর শ্রাবন নীল পাঞ্জাবি । দু’জনে পাশাপাশি বসে একে অন্যকে হলুদ লাগালো , দু’জনে গানও গাইলো । সেদিন নীলার জন্য একটি স্বপ্নের দিন ছিল । নির্দিষ্ট আনুষ্ঠানিকতা শেষে নীলা শ্রাবনের বিয়ে হলো । অন্যান্য মেয়ের মতো শ্রাবনের বাড়ি যাওয়ার সময় নীলা কাঁদতে চায়নি তেমন বরং হাসিমুখে বিদায় নিতে চেয়েছিল সবার থেকে , অন্যরা কেঁদেছিল খুব তার মা , ঝুমুর ও তার বাবা ।
শ্রাবনের প্রতি নীলার পরিবারের ছিল অগাধ বিশ্বাস , সে বিশ্বাস নিয়ে শ্রাবনের হাতে নীলাকে তুলে দিল নীলার মা – বাবা । তাদের বিশ্বাস শ্রাবন কখনো তাদের মেয়েকে কষ্ট দিবে না , অনেক সুখে রাখবে নীলাকে । এ বিশ্বাস শুধু তাদের না , নীলা এবং ঝুমুরেরও । আর যেহেতু শ্রাবনের আপন বলতে তেমন কেউ নেই এবং সে তার সৎ মাকে দেখতে পারে না তাই তারা এও বিশ্বাস করতো যে শ্রাবন প্রায় নীলাসহ তাদের বাসায় এসে থাকবে । বিদায় বেলায় যত আবদার এবং বিশ্বাস তারা সবই বলল শ্রাবনকে । ঝুমুরকে পাঠানো হলো নীলার সাথে , এবং সাথে নীলার কিছু বান্ধবীকেও । নীলা শ্রাবন যখন তার বাসায় পৌঁছালো তখন সন্ধ্যা সাতটা । শ্রাবনের বন্ধুবান্ধবই শ্রাবনের সব সাজালো । তার অভিভাবক হিসেবে মামা মামীরা তো ছিলই , এবং দূর থেকে ছিল তার সৎ – মাও ।
নীলাকে শ্রাবনের রুমে নিয়ে গেলো তার বোন এবং বান্ধবীরা , শ্রাবন তখনও বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল । রাত বাড়তে থাকলে ঝুমুর এবং নীলার বান্ধবীরা শ্রাবনকে রুমে আসার কথা বললে সে বলল , আরো পরে আসবে । রাত বাড়তে থাকলো তবু আসলো না সে । রাত দশটা বাজলে ঝুমুর এসে শ্রাবনকে ডেকে নিয়ে গেলো রুমে , তারপর আরো কিছু আনুষ্ঠানিকতা চলল । বাঙালির সবকিছুতে আনুষ্ঠানিকতার পরিমাণ এত বেশি যে মূল বিষয়টা মাঝে মাঝে আনুষ্ঠানিকতার আড়ালে হারিয়ে যায় । সকল আনুষ্ঠানিকতা শেষে ঝুমুর এবং অন্যরা বেরিয়ে গেলো রুম থেকে । শ্রাবনের রুমে তখন সে , নীলা আর নীলার জড়ো হওয়া সমস্ত লজ্জা । খুব সম্ভবত বিয়ে হওয়ার মাধ্যমেই একজন মেয়ে একজন নারী হয়ে ওঠে , হয়তো তার পরিপূর্ণতা পায় মাতৃত্বে । বই থেকে কিছু অংশ..
আরও পড়ুনঃ
- রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি-মোহাম্মদ নাজিম উদ্দিন ৷
- দ্য দা ভিঞ্চি কোড-ড্যান ব্রাউন ৷
- কুহেলিকা-নাজিম উদ দৌলা ৷
সুইসাইড নোট বই PDF ডাউনলোড (থ্রিলার বই) | Suicide Note Bangla Book
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
You Can Download this Book: কাদম্বরীদেবীর সুইসাইড-নোট পিডিএফ
FAQ
1. বইটির লেখক?
মোঃ সহিদুল ইসলাম রাজন
2. বইটির প্রকাশনী?
বইবাজার প্রকাশনী




