bangla grammar book pdf download from Pdfporo.
বাংলা ২য় পত্র বই pdf download
বাংলা লিখাতে বানানের ভুল অহরহ চোখে পড়ে । যারা নির্ভুল ভাবে ইংরেজি লিখেন তাঁদেরও অনেকে বাংলা বানান লিখতে প্রায়শ ভুল করেন । এর কারণ হয়তো এই যে , ইংরেজি বিদেশি ভাষা বলেই এর প্রতিটি শব্দ আমরা যত্ন করে বানানসহ শিখি ।
কিন্তু মাতৃভাষা বাংলার বেশির ভাগ শব্দই পড়া বা লিখার আগেই শিখে নিই । তাই বানান সম্পর্কে আমরা অমনোযোগী হয়ে পড়ি । অনুমানের ভিত্তিতে লিখে ফেলি । তাছাড়া বিজ্ঞাপন , কোনো কোনো পত্রপত্রিকা , এমনকি পাঠ্যপুস্তকেও ভুল বানান দেখে দেখে শুদ্ধ বানান সম্পর্কে ধারণা সৃষ্টি ব্যহত হয় । ফলে কেবল স্মৃতিশক্তির উপর নির্ভর করে বানান রপ্ত করাও দুষ্কর হয় ।
bangla byakaran pdf download
বলা হয় ভাষা শুদ্ধ করে বলতে ও লিখতে পারার জন্যেই ব্যাকরণ শেখা । আমরা বাংলা লিখতে যে – সব ভুল করি তার প্রায় সবই বানান সংক্রান্ত । সমাস , কারক , বিভক্তি এসব মুখস্থ না থাকলেও বাক্য বানাতে ভুল হবে না । কিন্তু শুদ্ধভাবে বানান লিখতে হলে কিছু নিয়ম ভালো করে রপ্ত করা দরকার ।
বিশেষ করে ণত্ব – বিধি ও ষত্ব বিধি সম্পর্কে সঠিক ধারণা থাকলে বানানে যেসব ভুল সচরাচর হয় তার অধিকাংশই পরিহার করা যায় । বাংলা ভাষায় অনেক শব্দেরই একাধিক বানান চালু আছে যা অভিধানেও পাওয়া যায় । একটি প্রতিষ্ঠিত ভাষার জন্য এটি আদৌ গ্রহণযোগ্য হতে পারে না ।
bangla grammar book pdf
এসব অসুবিধা ও অসঙ্গতি দূর করার জন্য প্রথমে বিশ্বভারতী এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম নির্ধারণ করে । শেষোক্ত নিয়ম রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র সহ অধিকাংশ পণ্ডিত ও লেখকের সমর্থন লাভ করে এবং আদর্শ নিয়মরূপে মোটামুটি অনুসৃত হতে থাকে । ভারত বিভাগের পর তদানীন্তন পূর্বপাকিস্তানে বাংলা লিপি ও বানান সংস্কারের কিছু ব্যর্থ প্রচেষ্টা হয় ।
স্বাধীনতার পর বংলাদেশে এ বিষয়ে প্রথম উলেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড । ১৯৮৮ সালে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই বোর্ড বাংলা বানানের নিয়মের একটি খসড়া তৈরি করায় প্রাথমিক শিক্ষা পর্যায়ের পাঠ্যপুস্তকে ব্যবহারের জন্য ।