boyan o khutba pdf book free download from pdfporo.
বয়ান ও খুতবা pdf free download
ইসলামের পূর্ণ আনুগত্য করার জন্য প্রয়োজন ইসলামের পরিপূর্ণ জ্ঞান । ইসলামী জীবন বিধান এবং ইসলামী হুকুম – আহকামের ব্যাপক জ্ঞান ব্যতীত ঈমান ও ইসলামের ছাঁচে নিজেকে ঢেলে সাজানো সম্ভব নয় । সেই সাথে প্রয়োজন , সমসাময়িক আধুনিক যুগ – জিজ্ঞানার সঠিক উত্তর সম্পর্কে অবগতি । এর জন্য প্রয়োজন ব্যাপক জ্ঞান চর্চার । কিন্তু একথা সর্বজন স্বীকৃত যে , আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে কিতাবাদি পাঠ করে বা উলামায়ে কেরামের নিয়মিত ছাত্র হয়ে প্রয়োজনীয় ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জন করার লোকের সংখ্যা খুবই নগণ্য ।
বয়ান ও খুতবা pdf book
আমাদের সমাজে সাধারণ মানুষ দ্বীনী কথা – বার্তা যা শোনে বা শেখে তার অনেকটাই মসজিদ থেকে শোনে বা শেখে । জুমুআ , ঈদ ইত্যাদি অনুষ্ঠানে ইমাম সাহেবান মসজিদে যে বয়ান পেশ করেন তা থেকেই তারা দ্বীনী জ্ঞান অর্জন করে থাকে । কোন কোন মসজিদে অবশ্য ইমাম সাহেবান কুরআনে কারীমের তাফসীরের মাধ্যমেও জ্ঞান শিক্ষার সুযোগ বিস্তৃত করে চলেছেন । তবে সেখানে সাধারণ জনগণের উপস্থিতি আরও বেশী হওয়া কাম্য । এ হিসেবে আমাদের সমাজে মসজিদ হল সাধারণ মানুষের জন্য দ্বীনী জ্ঞান অর্জনের একটি অন্যতম মারকাজ ।
আইম্মা হ্যারাতের বয়ানের আলোকেই মুসল্লিদের ধ্যান – ধারণা এবং তাদের মন – মানসিকতা গড়ে উঠছে । আইম্মায় হযারাত যেমন দ্বীনী রূহানী খোরাক দিচ্ছেন , তাদের মুসল্লীগণের দ্বীনী রূহানী শাস্থ্য সেভাবেই গড়ে উঠছে । , এই পরিবেশ ও পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইমাম সাহেবান গোটা সমাজকে পূর্ণাঙ্গ দ্বীনী মেজাযে গড়ে তুলতে পারেন , গোটা সমাজকে পূর্ণ দ্বীনী ছাঁচে ঢেলে সাজাতে পারেন । এর জন্য তাদের বয়ান ও বক্তব্যকে সেভাবে ঢেলে সাজাতে হবে ।
বয়ান ও খুতবা বিষয়ক বই pdf download
তাদের বয়ান বক্তব্যে ইসলামের যাবতীয় বিষয়ে দিক নির্দেশনা থাকতে হবে , জীবন জগত সম্পর্কে সব জিজ্ঞাসার জবাব থাকতে হবে । যাতে মানুষ তাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামের দেয়া পূর্ণাঙ্গ দিক নির্দেশনা সম্পর্কে অবগত হয়ে তাদের পূর্ণ জীবন ইসলামের আলোকে ঢেলে সাজাতে পারে । এবং একথাও স্মরণ রাখতে হবে যে , শুধু বয়ান ও বক্তব্য দ্বারাই সহীহ আমল গড়ে ওঠে না ।
রাসূল ( সাঃ ) বয়ান ও তা’লীমের সাথে সাথে প্রত্যেকটা আমলের বাস্তব প্রশিক্ষণও দিতেন । তাই বয়ান ও বক্তব্যের সাথে সাথে মুসল্লীদেরকে আমলের বাস্তব প্রশিক্ষণও দিতে হবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});Download Now boyan o khutba pdf book
বয়ান ও খুতবার বই pdfDownload Now
No. Direct Drive Link (PDF) 1. বয়ান ও খুতবা PDF 2. ওয়াজ ও বয়ানের বই PDF
FAQ
1. how to download pdf file?
বয়ান ও খুতবা বিষয়ক বইগুলো কিভাবে ডাউনলোড করবেন তা দেখতে এখানে ক্লিক করুন ৷
Last updated: