bukhari sharif bangla pdf download from Pdfporo.
বুখারী শরীফ pdf | বুখারী শরীফ pdf download
রসূল ( স ) এর আদেশ , নিষেধ , উপদেশ , কাজকর্ম ও সুন্নাতের উপর জীবনযাপন করার জন্য সহীহ বুখারী একটি যুগান্তকারী গ্রন্থ । কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলা হয়ে থাকে এটিকে । এটি মুসলিম উম্মাহর কাছে অমূল্য রত্নভান্ডার । যারা সুন্নাতের উপর জীবনযাপন করতে চাই , প্রত্যেকের এই গ্রন্থটি পরা উচিত । মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সাঃ) কে উত্তম প্রতিদান দান করুক ।
রাসূল সঃ এর সুন্নাত জানার জন্য এবং সহীহ হাদীসের উপর আমল করার জন্য সহীহ বুখারী এক যুগান্তকারী সংকলন । রাসূল সঃ এর জীবনের গুরুত্বপূর্ন দিকগুলো সহীহ সনদে এই গ্রন্থে সংকলিত হয়েছে । তাই এই গ্রন্থের হ্রদীসগুলোর সনদ যাচাই করার প্রয়োজন হয় না ।
সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf
উজবেকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয় । তিনি সহীহ হাদীস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ছয় লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী ( সা ) -এর রাওযায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদীস গ্রন্থিত করার পূর্বে দু ‘ রাক’আত সালাত আদায় করার মাধ্যমে হাদীসটি বিশুদ্ধ হবার ব্যাপারে আশ্বস্ত হতেন এবং তারপর হাদীসটি স্বীয় কিতাবে গ্রন্থিত করতেন ।
এইভাবে তিনি সাত হাজারের কিছু বেশি হাদীস চয়ন করে এই ‘ জামে সহীহ ’ সংকলনটি চূড়ান্ত করেন । তাঁর বিস্ময়কর স্মরণশক্তি , অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});Download Now Bukhari sharif pdf
নিচ থেকে সহীহ বুখারী শরীফ পিডিএফ ডাউনলোড করে নিন
বুখারী শরীফ pdfDownload Now (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Also Link: মিন্নাতুল বারী-আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক পিডিএফ
আরও হাদীসের নামে জালিয়াতি বই পিডিএফ Direct drive link
FAQ
1. বুখারী শরীফ কে লিখেছেন?
আবু’আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমাঈল ৷
2. বুখারী শরীফের পুরো নাম কি?
আল-জামি আল-সাহীহ আল-মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি।
3. ইমাম বুখারী কত হিজরী থেকে হাদীস শ্রবণ শুরু করেন?
২০৫ হিজরী থেকে হাদীস শ্রবণ শুরু করেন।
4. বুখারী শরীফের হাদিস সংখ্যা কত?
ইবনে আল সালাহ-এর হিসাব মতে: “দ্বিরুক্তি সহ বুখারী শরীফে হাদীসের সংখ্যা ৭২৭৫।
5. ইমাম বুখারীর মুখস্ত হাদীস সংখ্যা কত?
ইমাম বুখারীর প্রায় ৬ লাখ হাদীস মুখস্থ ছিল।
6. বাংলা ভাষায় বুখারি শরিফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক কে?
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ৷